রাজাশাহী মোহানপুর উপজেলার ৩০ এ আগস্ট শনিবার দিন ব্যাপি প্রদীপ্ত সাহিত্যাসর, কেশরহাট পৌরসভা, রাজশাহীর আয়োজনে মোহনপুর সরকারি কলেজ
এর হলরুমে কবি কাজী নজরুল ইসলাম এর ৪৯ তম তিরোধন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ নজরুল সংগীত অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে সভাপতিত করেন সহকারি অধাপক ও প্রদীপ্ত সাহিত্যাসর, কেশরহাট পৌরসভা, সভাপতি আমজাদ হোসেন , পরিচালনায় প্রভাসক ও প্রদীপ্ত সাহিত্যাসর সাধারন সম্পাদক আনোয়ার করিম শাহিন , প্রধান অতিথি ছিলেন মোহনপুর সরকারি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ মোঃ বানী ইয়ামিন বখতিয়ার, প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ গিয়াস উদ্দীন, বিশেষ আলোচক সহকরি অধ্যাপক রাশেদা জামান , বিশেষ অতিথি ছিলেন ড. আবুল হায়াত ইসমাইল, অধ্যক্ষ এজাহারুল হক মৃধা অধ্যক্ষ রেজাউল করিম প্রধান শিক্ষক মাহাতাব উদ্দীন , কবি অভি মন্ডল, সরাজুল ইসলাম মুন্ড, সাবের রাহী, সবুজ এমরান, আইনাল হক, আঃ রাজজাক , ফজলে খোদা মিলন, সারভিক তত্বাবধানে ভারপ্রপ্ত সুপার মোঃ জামিলুর রহমান ও সহকারি শিক্ষক রোকনুজ্জামান ।
এর হলরুমে কবি কাজী নজরুল ইসলাম এর ৪৯ তম তিরোধন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ নজরুল সংগীত অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে সভাপতিত করেন সহকারি অধাপক ও প্রদীপ্ত সাহিত্যাসর, কেশরহাট পৌরসভা, সভাপতি আমজাদ হোসেন , পরিচালনায় প্রভাসক ও প্রদীপ্ত সাহিত্যাসর সাধারন সম্পাদক আনোয়ার করিম শাহিন , প্রধান অতিথি ছিলেন মোহনপুর সরকারি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ মোঃ বানী ইয়ামিন বখতিয়ার, প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ গিয়াস উদ্দীন, বিশেষ আলোচক সহকরি অধ্যাপক রাশেদা জামান , বিশেষ অতিথি ছিলেন ড. আবুল হায়াত ইসমাইল, অধ্যক্ষ এজাহারুল হক মৃধা অধ্যক্ষ রেজাউল করিম প্রধান শিক্ষক মাহাতাব উদ্দীন , কবি অভি মন্ডল, সরাজুল ইসলাম মুন্ড, সাবের রাহী, সবুজ এমরান, আইনাল হক, আঃ রাজজাক , ফজলে খোদা মিলন, সারভিক তত্বাবধানে ভারপ্রপ্ত সুপার মোঃ জামিলুর রহমান ও সহকারি শিক্ষক রোকনুজ্জামান ।