বলিউডের অন্দরমহলে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জাহ্নবী কাপুরের প্রেমিক কে? শিখর পাহাড়িয়ার সঙ্গে তার ঘনিষ্ঠতা নাকি ওরহান অবাত্রামণি ওরফে ওরি? সম্প্রতি, জাহ্নবী কাপুর লস অ্যাঞ্জেলেসে ওরিকে নিজের 'স্বামী' বলে পরিচয় করিয়ে দেওয়ায় এই গুঞ্জন আরও জোরালো হয়েছে। কিন্তু এর পেছনের আসল
মা শ্রীদেবীর মৃত্যুর পর থেকেই প্রাক্তন প্রেমিক শিখর পাহাড়িয়ার কাছাকাছি আসেন জাহ্নবী। একটা সময় লুকিয়ে প্রেম চললেও গত বছর থেকে তাদের একসঙ্গে প্রায়ই দেখা যায়। সম্প্রতি শিখরের নামাঙ্কিত হার গলায় পরে জাহ্নবী যেন তাদের সম্পর্কে সিলমোহর দেন। এমনকি, প্রেমিককে নিয়ে যে তিনি বেশ স্পর্শকাতর, এমনটাও জানিয়েছিলেন এই অভিনেত্রী। তাহলে হঠাৎ করে ওরিকে 'স্বামী' বলার কারণ কী?
কে এই ওরি? বলিউডের নতুন 'ধূমকেতু'
ওরহান অবাত্রামণি, যিনি ওরি নামেই পরিচিত, বলিউডে এক রহস্যময় চরিত্র। তার পেশা কী, তা নিয়ে কেউ নিশ্চিত নন। অথচ বি-টাউনের প্রায় সব তারকার সঙ্গেই তার ওঠবস।
মা শ্রীদেবীর মৃত্যুর পর থেকেই প্রাক্তন প্রেমিক শিখর পাহাড়িয়ার কাছাকাছি আসেন জাহ্নবী। একটা সময় লুকিয়ে প্রেম চললেও গত বছর থেকে তাদের একসঙ্গে প্রায়ই দেখা যায়। সম্প্রতি শিখরের নামাঙ্কিত হার গলায় পরে জাহ্নবী যেন তাদের সম্পর্কে সিলমোহর দেন। এমনকি, প্রেমিককে নিয়ে যে তিনি বেশ স্পর্শকাতর, এমনটাও জানিয়েছিলেন এই অভিনেত্রী। তাহলে হঠাৎ করে ওরিকে 'স্বামী' বলার কারণ কী?
কে এই ওরি? বলিউডের নতুন 'ধূমকেতু'
ওরহান অবাত্রামণি, যিনি ওরি নামেই পরিচিত, বলিউডে এক রহস্যময় চরিত্র। তার পেশা কী, তা নিয়ে কেউ নিশ্চিত নন। অথচ বি-টাউনের প্রায় সব তারকার সঙ্গেই তার ওঠবস।