শেরপুরের নালিতাবাড়ীতে সাবিনা বেগম (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের কৃষ্ণ দেবীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর আনুমানিক ১ টার দিকে সাবিনার স্বামী আবু জাফর কদমতলী বাজার থেকে বাড়িতে আসেন। এসময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে সাবিনাকে ডাকাডাকি করেন তিনি। এতে কোন সাড়া শব্দ না পেয়ে ধাক্কা দিয়ে দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করে সাবিনার ঝুলন্ত দেহ দেখে চিৎকার দেন জাফর। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে সাবিনার ঝুলন্ত দেহ নামিয়ে ফেলে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
আরও জানা যায়, আবু জাফরের সাথে গত তিন মাস পূর্বে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল সাবিনা। কিন্তু তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে। মৃত্যুর কারণ সন্ধানে তদন্ত চলছে।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের কৃষ্ণ দেবীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর আনুমানিক ১ টার দিকে সাবিনার স্বামী আবু জাফর কদমতলী বাজার থেকে বাড়িতে আসেন। এসময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে সাবিনাকে ডাকাডাকি করেন তিনি। এতে কোন সাড়া শব্দ না পেয়ে ধাক্কা দিয়ে দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করে সাবিনার ঝুলন্ত দেহ দেখে চিৎকার দেন জাফর। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে সাবিনার ঝুলন্ত দেহ নামিয়ে ফেলে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
আরও জানা যায়, আবু জাফরের সাথে গত তিন মাস পূর্বে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল সাবিনা। কিন্তু তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে। মৃত্যুর কারণ সন্ধানে তদন্ত চলছে।