ঢাকা , বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ , ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামীলীগের লগি বৈঠার তান্ডবে নিরীহ মানুষ হত্যার বিচার দাবি মোহনপুরে জামায়াতে ইসলামী বিক্ষোভ ও সমাবেস ২৮ অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের সমাবেশ তৃতীয় ব্যক্তিকে শরীর দেওয়া যায়, মন দিলেই অন্যায়! কাজল-টুইঙ্কলের বক্তব্যে বিতর্ক ৩০ হওয়ার আগেই অবসর নেবেন ভেবেছিলেন তমন্না নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার দুই জেলায় এস আলমের ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ নিয়ামতপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পত্নীতলায় দেশি বীজ বিনিময় উৎসব অনুষ্ঠিত বাংলাদেশকে কটাক্ষ করে নির্বাচনি প্রচারণা, বর্ণবাদের অভিযোগ ভারতে ব্রাজিলীয় মডেলকে যৌন হয়রানি, আটক ১ শক্তি বাড়িয়ে উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় মেলিসা রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হবে হুমায়ূন আহমেদকে, জানালেন সংস্কৃতি উপদেষ্টা ছড়িয়ে পড়েছে চিরঞ্জীবীর ‘নগ্ন ভিডিও’, যা জানা গেল পঞ্চগড়ে দেশীয় পিস্তল-গুলি জব্দ জামায়াত প্রার্থীর মাইক ছিনিয়ে নিলো নিজ দলীয় নেতাকর্মীরা ভাতিজা চাচিকে বিয়ে করে ফেসবুকে পোস্ট খুলনায় অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভস্থ শিশুর মৃত্যু বগুড়ায় মোটরসাইকেলে এসে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সংঘর্ষে উল্টে গেল ট্রেনের ইঞ্জিন ও ট্রাক, নিহত ১

তানোরে সার ডিলারের লাইসেন্স বাতিল চেয়ে ডিসির কাছে অভিযোগ

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৩:০৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৩:০৯:১১ অপরাহ্ন
তানোরে সার ডিলারের লাইসেন্স বাতিল চেয়ে ডিসির কাছে অভিযোগ ফাইল ফটো
রাজশাহীর তানোরের চাঁন্দুড়িয়া ইউনিয়নের(ইউপি)বিসিআইসি'র সার ডিলারের লাইসেন্স বাতিল ও নতুন ডিলার নিয়োগের দাবিতে এলাকার কৃষকেরা সচিব কৃষি মন্ত্রণালয় এবং জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত অভিযোগ করেছেন।স্থানীয়রা জানান, সার পাচারকারি অবৈধ এবং দুর্নীতিবাজ ব্যবসায়ী মেসার্স জামান টেড্রার্সের  ডিলারসীপ বাতিলের জন্য বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন সম্রাট খাঁন নামের এক কৃষক।

অভিযোগ থেকে জানা যায়, তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) চাঁন্দুড়িয়া বাজারে বিসিআইসি সার ডিলার মেসার্স জামান টেড্রার্সের স্বত্ত্বাধিকারী আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান ফটিক। তিনি ডিলারসীপ পাওয়ার পর থেকেই অবৈধভাবে সরকারি দামের চাইতে বেশি দামে সার বিক্রি করে আসছেন।বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি সকল নিয়মনীতি লঙ্ঘন, সার পাচার ও কৃষকদের জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এখানো পর্যাপ্ত পরিমাণে সরকারী বরাদ্দকৃত সার কৃষককে না দিয়ে বেশি দামে বিভিন্ন উপজেলায় পাচার করে আসছে।

এদিকে গত ২৮ আগস্ট চাঁন্দুড়িয়া বাজারের নুরুজ্জামান ফটিকের মেসার্স জামান ট্রেডার্স’র দোকান থেকে ৪০ বস্তা টিএসপি সার চোরা পথে পাচারের সময় স্থানীয় জনতা আটক করেন। সারগুলো মোহনপুর উপজেলার  কেশরহাট বাজারের সার ব্যবসায়ী শফিকুলের ঘরে পাচার করা হচ্ছিল।এমতাবস্থায় প্রায় দুই শতাধিক কৃষক নুরুজ্জামান ফটিকের পুত্র নিসানকে হাতেনাতে ধরে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা(চাঁন্দুড়িয়া ইউপি প্রশাসক) মোহাম্মদ হোসেন খাঁনের  জিম্মায় ইউপি ভবনে এসব সার জব্দ করে রাখা আছে। 

অভিযোগকারী কৃষক সম্রাট খাঁন বলেন, ‘ডিলার রাজনৈতিক প্রভাব খাটিয়ে কৃষকদের বঞ্চিত করে সার পাচার করে আসছিলেন। প্রতিবাদ করলেই তিনি অকথ্য ভাষায় গালাগাল করতেন। আমরা বারবার অভিযোগ করেও কোনো ব্যবস্থা পাইনি।’ আরেক কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘সরকারি দামে সার পাওয়ার কথা, কিন্তু আমরা বেশি দামে কিনতে বাধ্য হয়েছি। কেউ না দিলে সার পেতামই না।’

স্থানীয় সূত্র জানায়, এর আগেও ওই ডিলারের বিরুদ্ধে সার পাচারের অভিযোগ ওঠে। তবে তিনি রাজনৈতিক পরিচয় কাজে লাগিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ ঠেকিয়ে দেন। 

কৃষকেরা অভিযোগ করেন, তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও স্থানীয় বিএনপির কতিপয় নেতার ঘনিষ্ঠ হওয়ায় দীর্ঘদিন ধরে এ ধরনের অনিয়ম করে যাচ্ছেন।

তানোর উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জব্দকৃত সার এখন প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে।’ কৃষকেরা জানান, এবারের মৌসুমে সার সংকট দেখা দিয়েছে। এমন সময়ে ডিলারের এ ধরনের অনিয়মের কারণে কৃষকেরা বিপাকে পড়েছেন। তাঁরা দ্রুত ডিলারের লাইসেন্স বাতিল ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।এবিষয়ে জানতে চাইলে মেসার্স জামান টেড্রার্সের স্বত্বাধিকারী নুরুজ্জামান ফটিকের পুত্র নিশান বলেন,সার পাচারের অভিযোগে তার ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।তিনি বলেন,তার বিরুদ্ধে করো অভিযোগ করার কথা না।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হিজাব বিতর্কিত ফেসবুক পোস্ট: রাবিতে অধ্যাপক মামুনের শাস্তি চেয়ে মধ্যরাতে বিক্ষোভ

হিজাব বিতর্কিত ফেসবুক পোস্ট: রাবিতে অধ্যাপক মামুনের শাস্তি চেয়ে মধ্যরাতে বিক্ষোভ