ঢাকা , শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পটুয়াখালীতে সংবাদকর্মীর মোবাইল ছিনিয়ে নিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা শিক্ষক জান্নাতুলের মৃত্যুর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের: রিটার্নিং কর্মকর্তা সম্পূর্ণ উলঙ্গ হয়ে ঘুমনোর অভ্যেস বলিউডের ৫ তারকার চলনবিলে নৌকাবাইচ দেখতে লক্ষাধিক দর্শনার্থীর আগমন কেঁদে কেটে হাতে-পায়ে ধরি, তাও জোর করে আমাকে ঘনিষ্ঠ দৃশ্যে, বিস্ফোরক অক্ষয়ের নায়িকা! সরকারি চিকিৎসকদের জন্য ৮ দফা কঠোর নির্দেশনা খুলনায় বিদেশি অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান আটক নেপালে বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৫১, পলাতক ১২ হাজার ৫৩৩ কয়েদি হাজীগঞ্জ গায়ে হলুদে নাক-মুখ দিয়ে রক্ত বের হয়ে বরের মৃত্যু রোজ এনার্জি ড্রিঙ্ক খেলে কেবল ডায়াবিটিস নয়, সঙ্গে হৃদ্‌রোগের ঝুঁকিও বাড়ে জাকসু নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তারের পদত্যাগ সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ঘোষণা পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তার রাশিয়ার অন্দরে ঢুকে আবার ড্রোন হামলা ইউক্রেনের নোয়াখালীতে চালের টিন কেটে ওষুধ দোকানে দুর্ধর্ষ চুরি তানোরের আলোচিত কথিত কবিরাজ আটক রাণীনগরে বিদ্যালয়ে ভাঙচুরের অভিযোগ নিয়ামতপুরে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু রাজশাহীতে বৈষম্যবিরোধী মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেফতার -২ প্রিয়ঙ্কা-মলাইকা-জাহ্নবীদের নির্মেদ চেহারার রহস্য ফাঁস

সুস্থ হয়েও পাবনা মানসিক হাসপাতালে ৩০ রোগী, বাসায় নিতে স্বজনদের অনাগ্রহ

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৩:৩৬:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৩:৩৬:১৯ অপরাহ্ন
সুস্থ হয়েও পাবনা মানসিক হাসপাতালে ৩০ রোগী,  বাসায় নিতে স্বজনদের অনাগ্রহ ছবি: সংগৃহীত
দীর্ঘ চিকিৎসায় সুস্থ হয়ে ওঠা অন্তত ৩০ রোগীকে স্বজনদের কাছে ফেরত দিতে পারছে না পাবনা মানসিক হাসপাতাল কর্তৃপক্ষ। এ জন্য মারা যাওয়া অনেকের দাফন-কাফন হচ্ছে হাসপাতালেই।

কর্তৃপক্ষ বলছে, ভর্তির সময় ভুল ঠিকানা দেওয়া আর স্বজনদের অনাগ্রহের কারণে এই পরিস্থিতি। তাই ঠিকানার সত্যতা যাচাই ছাড়া এখন কাউকে আর ভর্তি করা হচ্ছে না পাবনার মানসিক হাসপাতালে।

৫৬ বছর বয়সী সাইদ হোসেনকে পারিবারের সদস্যরা ৩৬ বছর আগে দিয়ে যান পাবনার মানসিক হাসপাতালে। একইভাবে শাহানা আক্তার ও নাজমা নিলুফার এই হাসপাতালে ভর্তি হন ২৬ বছর আগে, ১৯৯৯ সালে। 

দীর্ঘসময়ের চিকিৎসায় এদের শারীরিক ও মানসিক অবস্থা এখন স্থিতিশীল হলেও ঠিকানা ভুল থাকায় বাড়িতে ফিরতে পারছেন না তারা। এই ধরনের অন্তত ৩০ রোগী নিয়ে বেকায়দায় হাসপাতাল কর্তৃপক্ষ।

পাবনা মানসিক হাসপাতালের স্টাফ নার্স মোছা. মল্লিকা খাতুন বলেন, অনেক রোগী যেতে পারছেন না। এদের কোনো ঠিকানা নেই, এ কারণে এখানেই আছে। যাদের ঠিকানা থাকে, তারা তো বাড়িতে চলে যায়।

অবশ্য কয়েকজন রোগী বলছেন, তারা পরিস্থিতির শিকার হয়ে হাসপাতালে এসেছেন, এখন সুস্থ হওয়ার পরও ফেরত নিতে রাজি নয় পরিবার।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শারীরিক ও মানসিকভাবে স্থিতিশীলদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টায় আছেন তারা।

পাবনা মানসিক হাসপাতালের পরিচালক ডা. শাফকাত ওয়াহিদ বলেন, বেশিরভাগ ক্ষেত্রে যারা ভর্তি করেছেন, তারা হয়তো মারা গিয়েছেন, কেউ কেউ হয়তো বাসা ছেড়ে অন্য কোথাও চলে গেছেন। এ কারণে তাদের বাড়ি পাঠানো যাচ্ছে না।

হাসপাতালের তথ্য বলছে, মানসিক সুস্থতার পরও গত ১০ বছরে মারা যাওয়া অন্তত ৬ জনের দাফন-কাফন হাসপাতাল কর্তৃপক্ষকে সারতে হয়েছে মরদেহ স্বজনরা ফেরত না নেওয়ার কারণে। ১৯৫৮ সাল থেকে চালু হওয়া দেশের বিশেষায়িত এই হাসপাতালে শয্যাসংখ্যার সমান অর্থাৎ ৫ শ'র মত রোগী ভর্তিও থাকছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোরের আলোচিত কথিত কবিরাজ আটক

তানোরের আলোচিত কথিত কবিরাজ আটক