রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন ও দাখিলের সময়সীমা আরও দুই দিন বৃদ্ধি করা হয়েছে। রাকসু নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এখন মনোনয়নপত্র বিতরণ আজ রবিবার ও আগামীকাল সোমবার পর্যন্ত চলবে। একই সাথে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩ ও ৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
গতকাল, মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে রাকসু নির্বাচনে প্রতিদ্বন্দিতার জন্য মোট ৩১৮টি ফরম সংগ্রহ করেছেন শিক্ষার্থীরা। এর মধ্যে পদের নাম উল্লেখ করে ফরম তুলেছেন ১৫৫ জন এবং নামবিহীন পদপ্রার্থী আছেন ১৬৩ জন। রাকসু দপ্তর সূত্রে জানা যায়, রাকসুতে ভিপি-জিএস সহ মোট ২৫টি পদ রয়েছে। এছাড়া সিনেটে শতাধিক পদ থাকলেও মাত্র ৫ জন ছাত্র প্রতিনিধি নেওয়া হবে।
গত ৩১ আগস্ট পর্যন্ত সিনেট ও রাকসু মিলিয়ে মোট ৩৮৭টি মনোনয়ন ফরম বিতরণ হয়েছে। এর মধ্যে রাকসুতে ৩১৮টি এবং সিনেটে ৬৯টি ফরম তোলা হয়েছে। তবে হল সংসদ নির্বাচনের মোট প্রার্থীর সংখ্যা এখনও জানাতে পারেনি নির্বাচন কমিশন। এই নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, সচেতন শিক্ষার্থী পরিষদ, গণ ছাত্র জোট, আধিপত্যবাদ বিরোধী ঐক্য, অপরাজেয় ৭১ সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
এদিকে, রাকসুতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ডোপ টেস্টের শেষ দিন আজ সোমবার। ৩১ আগস্ট পর্যন্ত মোট ৫৭০ জন পদপ্রার্থী ডোপ টেস্ট সম্পন্ন করেছেন। এদিন দুপুর ১টা পর্যন্ত আরও প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী তাদের ডোপ টেস্ট শেষ করেছেন।
রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা ড. মো. সেতাউর রহমান বলেন, রাকসু নির্বাচন নির্ধারিত সময়েই হবে। প্রায় ৮০ শতাংশ ডোপ টেস্ট সম্পন্ন হয়েছে এবং আশা করা হচ্ছে বাকিরাও তাদের টেস্টের কাজ সম্পন্ন করবেন। তিনি আরও জানান, যদি কেউ ডোপ টেস্টে পজিটিভ হন, তাহলে রাকসু বিধি অনুসারে তার মনোনয়ন বাতিল হবে।
গতকাল, মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে রাকসু নির্বাচনে প্রতিদ্বন্দিতার জন্য মোট ৩১৮টি ফরম সংগ্রহ করেছেন শিক্ষার্থীরা। এর মধ্যে পদের নাম উল্লেখ করে ফরম তুলেছেন ১৫৫ জন এবং নামবিহীন পদপ্রার্থী আছেন ১৬৩ জন। রাকসু দপ্তর সূত্রে জানা যায়, রাকসুতে ভিপি-জিএস সহ মোট ২৫টি পদ রয়েছে। এছাড়া সিনেটে শতাধিক পদ থাকলেও মাত্র ৫ জন ছাত্র প্রতিনিধি নেওয়া হবে।
গত ৩১ আগস্ট পর্যন্ত সিনেট ও রাকসু মিলিয়ে মোট ৩৮৭টি মনোনয়ন ফরম বিতরণ হয়েছে। এর মধ্যে রাকসুতে ৩১৮টি এবং সিনেটে ৬৯টি ফরম তোলা হয়েছে। তবে হল সংসদ নির্বাচনের মোট প্রার্থীর সংখ্যা এখনও জানাতে পারেনি নির্বাচন কমিশন। এই নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, সচেতন শিক্ষার্থী পরিষদ, গণ ছাত্র জোট, আধিপত্যবাদ বিরোধী ঐক্য, অপরাজেয় ৭১ সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
এদিকে, রাকসুতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ডোপ টেস্টের শেষ দিন আজ সোমবার। ৩১ আগস্ট পর্যন্ত মোট ৫৭০ জন পদপ্রার্থী ডোপ টেস্ট সম্পন্ন করেছেন। এদিন দুপুর ১টা পর্যন্ত আরও প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী তাদের ডোপ টেস্ট শেষ করেছেন।
রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা ড. মো. সেতাউর রহমান বলেন, রাকসু নির্বাচন নির্ধারিত সময়েই হবে। প্রায় ৮০ শতাংশ ডোপ টেস্ট সম্পন্ন হয়েছে এবং আশা করা হচ্ছে বাকিরাও তাদের টেস্টের কাজ সম্পন্ন করবেন। তিনি আরও জানান, যদি কেউ ডোপ টেস্টে পজিটিভ হন, তাহলে রাকসু বিধি অনুসারে তার মনোনয়ন বাতিল হবে।