ঢাকা , শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ , ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫০ পেরোতেই মলাইকার জীবনে নতুন কেউ নিজের চেষ্টায় জায়গা করেছেন বলিউডে, অযাচিত ‘ব্যক্তিগত আক্রমণ’ কী ভাবে এড়িয়ে যান সারা? কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন ভোলায় পুকুরে গোসল করতে নেমে দুই চাচাতো বোনের মৃত্যু নভেম্বরেই গণভোট চায় জামায়াতসহ ৮ দল নিজের চেষ্টায় জায়গা করেছি বলিউডে: সারা ব্যথা-বেদনা থেকে নিস্তার পেতে বদলে ফেলুন রান্নার তেল গরুর মাংস খাওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর কাপুর জেলে যেভাবে কাটছে ফুটবলার রবিনহোর সময় প্রশান্ত মহাসাগরে ধ্বংস করা হল আরও এক মাদকবোঝাই নৌকা! জুমার রাতে সুরা দোখান পাঠের ফজিলত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু কৌশানির নাচের মাঝেই মঞ্চে ধরে গেল আগুন ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ রাশমিকা মন্দানা ভালো মা হতে চান আগে রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার পড়ি, পরে মন্তব্য : প্রেস সচিব বলিউড অভিনেত্রীর দাউদ ইব্রাহিমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ পাকিস্তানের আকাশে হঠাৎ অদ্ভুত মেঘ, ঘটনা কী? ভারতে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় দেশদ্রোহিতা মামলার নির্দেশ

সাপের কামড়ে শিশুর মৃত্যু, বোন হাসপাতালে

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১০:১০:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১০:১০:৫৪ অপরাহ্ন
সাপের কামড়ে শিশুর মৃত্যু, বোন হাসপাতালে সাপের কামড়ে শিশুর মৃত্যু, বোন হাসপাতালে
যশোরের মণিরামপু্রে আজিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার বোন হালিমা খাতুনকে (৮) গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বিজয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আজিম ও আহত হালিমা ওই গ্রামের আব্দুর রহমানের সন্তান। রহমান একজন পরিবহণ চালক। বর্তমানে তারা মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ভাড়া বাসায় থাকেন।

স্বজনরা জানিয়েছে, সাপের কবিরাজের (ওঝার) কাছে চিকিৎসা করানোর সময় শিশু আজিমের মৃত্যু হয়। পরে আহত হালিমাকে যশোরের হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা উন্নতির পথে।

তাদের মামা রমজান আলী জানান, রোববার (৩১ আগস্ট) রাতে আজিম, হালিমা ও আকলিমা তিন ভাইবোন তাদের মা তানজিলা খাতুনের সঙ্গে ঘরের মেঝেতে ঘুমিয়েছিল। সোমবার (১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে বিষধর সাপ এসে প্রথমে শিশু আজিমকে তার কানে এবং পরে হালিমার হাতে দংশন করে। এরপর তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে ছুটে যায়।

তাদের বাড়ির পাশে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়; কিন্তু সেখানে সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম না থাকায় রোগীদের হাসপাতাল থেকে ফেরত দেওয়া হয়। এরপর পরিবারের লোকজন আহত দুই শিশুকে পাশের পেয়ারাতলা গ্রামে নিয়ে সাপের বিষ নামানোর জন্য ওঝা (কবিরাজ) দিয়ে ঝাড়ফুঁক শুরু করায়। কাজ না হলে পরে চালকিডাঙ্গা গ্রামের আরেক ওঝার কাছে নেওয়া হয়। চালকিডাঙ্গার ওঝার কাছে ঝাড়ফুঁক দেওয়ার সময় শিশু আজিমের মৃত্যু হয়। সকাল পৌনে ৯টার দিকে হালিমাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

যশোর জেনারেল হাসপাতালের শিশু বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আফসার আলী জানিয়েছেন, ঘরের মেঝেতে ঘুমিয়ে থাকার কারণে সাপ দংশন করেছে।

এই বর্ষার সময় কাউকে ঘরের মেঝেতে না ঘুমানোর জন্য পরামর্শ দিয়ে তিনি বলেন, সাপ প্রথমে দংশন করলে তার বিষ বের হয়ে যায়। শিশু আজিমকে প্রথমে দংশন করায় তার মৃত্যু হয়েছে। দ্বিতীয়বার তার বোন হালিমাকে কামড়িয়েছে। এতে বিষ কম থাকায় হালিমা বেঁচে গেছে। সে অসুস্থ হলেও আশঙ্কামুক্ত বলে জানান ডা. আফসার আলী।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ

রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ