ফরিদপুরের ভাঙ্গায় ৬০ ফুট লম্বা গাছের উপর থেকে রচমত সর্দার (৪০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মানিকদহ ইউনিয়নের রাজাপুর গ্ৰামের একটি মেহগনি গাছের প্রায় ৬০ উচ্চতা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করেন।
রচমত সর্দার (৪০) উপজেলার সাদিপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত মোচন সর্দারের ছেলে।
এর আগে স্থানীয় জনতা ওই যুবকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ হোসেন বলেন, পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারি, ওই যুবক শুক্রবার বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফেরেননি। সোমবার সকালে বড় একটি গাছের অনেক উঁচু ডালে তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। তদন্তসাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মানিকদহ ইউনিয়নের রাজাপুর গ্ৰামের একটি মেহগনি গাছের প্রায় ৬০ উচ্চতা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করেন।
রচমত সর্দার (৪০) উপজেলার সাদিপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত মোচন সর্দারের ছেলে।
এর আগে স্থানীয় জনতা ওই যুবকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ হোসেন বলেন, পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারি, ওই যুবক শুক্রবার বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফেরেননি। সোমবার সকালে বড় একটি গাছের অনেক উঁচু ডালে তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। তদন্তসাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।