রাজশাহী মহানগরীতে রিভলবার-সহ মোঃ সুজন হোসেন (৩৯) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে সাড়ে ৫টায় চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি অবৈধ রিভলবার জব্দ করা হয়।
গ্রেফতার মোঃ সুজন হোসেন (৩৯), তিনি মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকার নুর হোসেনের ছেলে।
বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শিরোইল কলোনী এলাকায় এক ব্যক্তির কাছে অবৈধ রিভলবার আছে। এমন সংবাদের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে ১টি অবৈধ মরিচাধরা রিভলবার-সহ সুজনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে চন্দ্রিমা থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলম ও সঙ্গীয় ফোর্স এবং সেনাবাহিনীর সদস্যরা।
গ্রেফতার সুজনের বিরুদ্ধে নগরীর চন্দ্রিমা থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতার সুজনের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় আরও ৫টি মামলা রয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে সাড়ে ৫টায় চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি অবৈধ রিভলবার জব্দ করা হয়।
গ্রেফতার মোঃ সুজন হোসেন (৩৯), তিনি মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকার নুর হোসেনের ছেলে।
বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শিরোইল কলোনী এলাকায় এক ব্যক্তির কাছে অবৈধ রিভলবার আছে। এমন সংবাদের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে ১টি অবৈধ মরিচাধরা রিভলবার-সহ সুজনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে চন্দ্রিমা থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলম ও সঙ্গীয় ফোর্স এবং সেনাবাহিনীর সদস্যরা।
গ্রেফতার সুজনের বিরুদ্ধে নগরীর চন্দ্রিমা থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতার সুজনের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় আরও ৫টি মামলা রয়েছে।