ঢাকা , শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পটুয়াখালীতে সংবাদকর্মীর মোবাইল ছিনিয়ে নিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা শিক্ষক জান্নাতুলের মৃত্যুর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের: রিটার্নিং কর্মকর্তা সম্পূর্ণ উলঙ্গ হয়ে ঘুমনোর অভ্যেস বলিউডের ৫ তারকার চলনবিলে নৌকাবাইচ দেখতে লক্ষাধিক দর্শনার্থীর আগমন কেঁদে কেটে হাতে-পায়ে ধরি, তাও জোর করে আমাকে ঘনিষ্ঠ দৃশ্যে, বিস্ফোরক অক্ষয়ের নায়িকা! সরকারি চিকিৎসকদের জন্য ৮ দফা কঠোর নির্দেশনা খুলনায় বিদেশি অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান আটক নেপালে বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৫১, পলাতক ১২ হাজার ৫৩৩ কয়েদি হাজীগঞ্জ গায়ে হলুদে নাক-মুখ দিয়ে রক্ত বের হয়ে বরের মৃত্যু রোজ এনার্জি ড্রিঙ্ক খেলে কেবল ডায়াবিটিস নয়, সঙ্গে হৃদ্‌রোগের ঝুঁকিও বাড়ে জাকসু নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তারের পদত্যাগ সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ঘোষণা পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তার রাশিয়ার অন্দরে ঢুকে আবার ড্রোন হামলা ইউক্রেনের নোয়াখালীতে চালের টিন কেটে ওষুধ দোকানে দুর্ধর্ষ চুরি তানোরের আলোচিত কথিত কবিরাজ আটক রাণীনগরে বিদ্যালয়ে ভাঙচুরের অভিযোগ নিয়ামতপুরে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু রাজশাহীতে বৈষম্যবিরোধী মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেফতার -২ প্রিয়ঙ্কা-মলাইকা-জাহ্নবীদের নির্মেদ চেহারার রহস্য ফাঁস

তানোরের হরিপুর স্কুল আকুন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত

  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০৯:৪২:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০৯:৪২:০৪ অপরাহ্ন
তানোরের হরিপুর স্কুল আকুন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত তানোরের হরিপুর স্কুল আকুন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত
রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) হরিপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয় আকুন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।এতে স্কুলের পাঠদান মুখ থুবড়ে পড়েছে।

মানসম্মত প্রাথমিক বিদ্যালয়ের সমান কোনো সুযোগ-সুবিধাও এখানে নাই। স্কুলে কমনরুম, বিজ্ঞানাগার, লাইব্রেরী ও কম্পিউটার নাই। এঘটনায় স্থানীয় অভিভাবক,শিক্ষানুরাগী সচেতন মহল ও শিক্ষার্থীদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। স্কুলের বিপুল পরিমাণ সম্পত্তি থেকে প্রতি বছর প্রায় ১০ লাখ টাকা আয় হলেও স্কুলের তহবিল প্রায় শূণ্য।অভিভাবক মহল কম্পিউটার, বিজ্ঞান শিক্ষক ও লাইব্রেরিয়ানের (সহকারী শিক্ষক) বেতন বন্ধের দাবি তুলেছেন।

জানা গেছে ,বিগত ১৯৪৭ সালে উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দুরে কামারগাঁ ইউপির হরিপুর গ্রামে প্রথমে মাদরাসা স্থাপন করা হয়।পরবর্তীতে ১৯৬৩ সালে সেটা নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও ১৯৬৫ সালে হরিপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয় করা হয় এবং ১৯৮৫ সালে এমপিওভুক্ত হয়। বিদ্যালয়ে শিক্ষক ১২ জন ও কর্মচারী রয়েছেন ৩ জন।বিদ্যালয়ে খাতা-কলমে ১৭০ শিক্ষার্থী রয়েছে বলে জানানো হলেও বাস্তবে এর অর্ধেক শিক্ষার্থীরও দেখা মেলেনি।

এদিকে বিদ্যালয়ে মোট ৮০১ শতক সম্পত্তি রয়েছে এর মধ্যে একটি পুকুর ও ১৭ বিঘা ফসলি জমি রয়েছে। প্রতি বছর এসব থেকে প্রায় ৮ লাখ টাকা আয় হয়।
সেই হিসেবে ২০২১ থেকে ২০২৫ পর্যন্ত  প্রায় ৩২ লাখ টাকা স্কুল ফান্ডে জমা হবার কথা।

স্থানীয়রা জানান, বিগত ২০২১ সহকারি শিক্ষক লহির উদ্দিন (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হবার পর থেকে স্কুল ফান্ডে কোনো টাকা জমা দেখাতে পারেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী শিক্ষক বলেন,বিগত২০২৪ সালের ৫ আগস্টের পর পর সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও) মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পান।কিন্ত্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লহির উদ্দিন গোপণে সভাপতি বানিয়ে স্কুলের বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ছেন। এমনকি এফডিআর ফান্ডের টাকাও উত্তোলন করে নয়ছয় করেছে। পরবর্তীতে ধরা পড়লে শিক্ষকদের চাপে সেই টাকা ব্যংক জমা দিয়েছেন।

এদিকে এ্যাডহক কমিটির সভাপতি ও তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান হিসেবে চাইলে ভরপ্রাপ্ত প্রধান শিক্ষক লহির উদ্দিন কোনো হিসেব না দিয়ে বিভিন্ন কৌশলে কালক্ষেপণ করছে। রবিউল ইসলাম, হাসান আলী রেবেকা খাতুনসহ একাধিক শিক্ষার্থী কম্পিউটার শিক্ষক কম্পিউটার না জানায় কম্পিউটার ক্লাশ নেয়া হয় না।, 

অন্যদিকে বিজ্ঞানাগার না থাকায় বিজ্ঞান শিক্ষক অনেকটা বসে বসে বেতনভাতা ভোগ করছেন। তারা বলেন, স্কুলে কম্পিউটার ও বিজ্ঞানাগার না থাকায় শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবত কম্পিউটার শিক্ষা (হাতে-কলমে) ও বিজ্ঞান শিক্ষা অর্জন থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয় অভিভাবক বাবু, সজিব, আনোয়ার বলেন,লহির উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদুক) তদন্ত করা প্রয়োজন,কারণ তার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে,তদন্ত করলে তার প্রমাণ পাওয়া যাবে।

এদিকে গত ১ সেপ্টেম্বর সোমবার  স্কুলের বিভিন্ন অনিয়মের চিত্র তুলে এলাকাবাসি ডাকযোগে শিক্ষা মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন (দুদুক) ও  উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। 

এবিষয়ে জানতে চাইলে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লহির উদ্দিন নানা অনিয়মের অভিযোগ অস্বীকার করে  বলেন,স্কুলের সবকিছু নিয়ম অনুযায়ী চলছে,তিনি বলেন, হিসেব দেয়া হয়েছে সভাপতি তার বিরুদ্ধে অপপ্রচার করছে।এবিষয়ে জানতে চাইলে হরিপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি সাইদুর রহমান বলেন,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লহির উদ্দিনের কাছে হিসেব চাওয়া হয়েছে,কিন্ত্ত তিনি কোনো হিসেবে দিতে পারেনি। তিনি বলেন, সে হিসেব না দিয়ে বিভিন্ন কৌশলে কালক্ষেপণ করছে।#

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোরের আলোচিত কথিত কবিরাজ আটক

তানোরের আলোচিত কথিত কবিরাজ আটক