বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁসহ সারাদেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকেই জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় কার্যালয় ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীদের ঢল নামে।
দুপুরে জোহরের নামাজের পর নিয়ামতপুর উপজেলা মডেল মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে হাজারো নেতাকর্মীর উপস্থিতি ছিল। মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এরপর বিকাল ৩টায় আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪৬/১ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, উপজেলা বিএনপি সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ডা. মো. ছালেক চৌধুরী। তিনি বলেন,
“আজ থেকে ৪৭ বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তাঁর আদর্শ ও নীতি ধারণ করেই আমরা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকারের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছি। ইউনিয়ন পর্যায় পর্যন্ত সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিএনপির শক্তি রাস্তায়, সেই শক্তিই জনগণের শক্তি।”
বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার শাহ্ খালিদ হাসান পাইন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন নওগাঁ স্পেশাল পিপি শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর মো. ইকবাল জামিল চৌধুরী (লাকি)।
সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, এবং সঞ্চালনায় ছিলেন যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান।
দুপুরে জোহরের নামাজের পর নিয়ামতপুর উপজেলা মডেল মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে হাজারো নেতাকর্মীর উপস্থিতি ছিল। মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এরপর বিকাল ৩টায় আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪৬/১ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, উপজেলা বিএনপি সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ডা. মো. ছালেক চৌধুরী। তিনি বলেন,
“আজ থেকে ৪৭ বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তাঁর আদর্শ ও নীতি ধারণ করেই আমরা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকারের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছি। ইউনিয়ন পর্যায় পর্যন্ত সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিএনপির শক্তি রাস্তায়, সেই শক্তিই জনগণের শক্তি।”
বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার শাহ্ খালিদ হাসান পাইন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন নওগাঁ স্পেশাল পিপি শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর মো. ইকবাল জামিল চৌধুরী (লাকি)।
সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, এবং সঞ্চালনায় ছিলেন যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান।