ঢাকা , শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ , ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বৈষম্যবিরোধী মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেফতার -২ প্রিয়ঙ্কা-মলাইকা-জাহ্নবীদের নির্মেদ চেহারার রহস্য ফাঁস রাণীনগরে বিদ্যালয়ে ভাঙচুরের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে বরিশাল বন কর্মকর্তার ১৭ স্ত্রী, শাস্তির দাবিতে মানববন্ধন যে আমলের কারণে সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে নোয়াখালীতে মাছ ধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণে বাবুর্চি দগ্ধ আল্লাহ যাদের হেদায়েত বৃদ্ধি করে দেন রোনালদোকে ‘সর্বকালের সেরা’ ঘোষণা মামলার আশ্বাসে টাকা আত্মসাৎ, যুবদল নেতা নিজেই কারাগারে সাকিব-মাহমুদউল্লাহর ২ রেকর্ড ভাঙলেন লিটন দাস সারাদেশে চালের বাজারে আগুন, নাভিশ্বাস উঠছে ক্রেতার হাসিনার আমলে কোটি কোটি ডলার পাচারের কাহিনী: ফিনান্সিয়াল টাইমসের ডকুমেন্টারি ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্টের ২৭ বছর জেল এশিয়া কাপে জয় দিয়ে শুরু করল বাংলাদেশ জাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে শিক্ষকের মৃত্যু সিলেটের আবাসিক হোটেলে এক নারীর সঙ্গে ৩ পুরুষ, অতঃপর... মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩ মদ্যপ অবস্থায় চালকের বেপরোয়া গতি, গাড়ি দোকানে ঢুকে দোকানি নিহত নেপালের রাজনীতিবিদদের সন্তানদের বিলাসী জীবন, ‘শো-অফে’ ক্ষেপে ওঠে ছাত্র-জনতা! রাজনৈতিক ভিন্নমত থাকলেও ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন: প্রেস সচিব

এই ছবিতে অভিনয় করতে গিয়ে বাস্তবে সেক্স করনে অভিনেত্রী

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৭:৪০:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৭:৪০:০৩ অপরাহ্ন
এই ছবিতে অভিনয় করতে গিয়ে বাস্তবে সেক্স করনে অভিনেত্রী এই ছবিতে অভিনয় করতে গিয়ে বাস্তবে সেক্স করনে অভিনেত্রী
বাংলা সিনেমার ইতিহাসে, বাঙালি নায়িকা হয়ে প্রথমবার সম্পূর্ণ নগ্ন অবস্থায় ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি। শ্রীলঙ্কার পরিচালক বিমুক্তি জয়াসুন্দরের দ্বিভাষিক ছবি ‘মাশরুম’-এ (ইংরেজি) পুরোপুরি বিবস্ত্র হয়ে দীর্ঘ চার মিনিটে একটি শয্যা-দৃশ্যে অভিনয় করেছেন। ছবিটির বাংলা নাম ‘ছত্রাক’। বিছানায় নগ্ন এই দৃশ্যের শ্যুটিংয়ের সময় নায়িকা পাওলি আপত্তি করেননি, বরং তিনি যুক্তি দেখিয়েছেন।

ভারতীয় সিনেমায় বাঙালি নারীর ছক ভেঙে অনায়াসে নিজের শরীরকে ক্যামেরার সামনে মেলে ধরেছেন পাওলি দাম। ‘ছত্রাক’-এ অভিনয় করার সময়ে সেই চরিত্রটি তিনি আর অন্যান্য চরিত্রের মতোই দেখেছিলেন। সে ভাবেই চরিত্রের কাছে নিজেকে সমর্পণ করেছিলেন। ছবিতে পাওলির নিরাবরণ হয়ে অভিনয় করা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল টলিউড ইন্ডাস্ট্রিতে।

ছবিতে সহ-অভিনেতা অনুব্রতর সঙ্গে প্রায় চার মিনিট ওরাল সেক্সে অংশ নিতে দেখা গিয়েছে পাওলিকে। কিন্তু দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে পাওলি জানিয়েছেন, ছোট থেকে পাশ্চাত্যের ছবি দেখতে দেখতে পর্দায় নগ্নতা দেখা বা দে‌খানো নিয়ে কোনও প্রকার নাক সিঁটকানো ছিল না তাঁর কাছে। ‘ছত্রাক’-এর একটি অন্তরঙ্গ দৃশ্য মুক্তি পাওয়ার পরে তাঁর নগ্ন হওয়া নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া শুনে কিছুটা অবাক হয়েছিলেন পাওলি।

এ বিষয় অভিনেত্রী বলেন, তিনি কখনও ভাবতেই পারেননি দর্শক ছবিটি নিয়ে নয়, শুধুমাত্র তাঁর নগ্ন হওয়া নিয়ে কথা বলবেন! পাওলির কথায়, ইন্ডাস্ট্রিতে নবাগত হওয়ায়, পুরো বিষয়টা বুঝে উঠতে পারেননি তিনি। তবে অভিনেত্রী মনে করেন, সবই তাঁর উপরি পাওনা। তাঁর কাছে হারানোর কিছু নেই। নিজে কোনওদিনও অভিনেত্রী হবেন, তা ভাবতেই পারেননি তিনি।

কী ভাবে ছত্রাকের দৃশ্যের জন্য প্রস্তুতি?

এক সাক্ষাৎকারে টলিউডের এই নায়িকা জানিয়েছিলেন, "হ্যাঁ আমি নগ্ন হয়েছিলাম। আমার কো-স্টারও নগ্ন হয়েছিল। ওই দৃশ্যে তরুণী সমস্ত সুখ অনুভূত করছেন তা দর্শানো হয়েছিল। ভালোবাসা, যৌনতা এবং পরিতৃপ্তি এই নিয়েই রচিত হয়েছিল দৃশ্যটি। এই দৃশ্যে অভিনয় করা অত্যন্ত কষ্টকর ছিল।"

কোনও দৃশ্য নিয়ে সামান্যতম রাখঢাক করেননি পাওলি। ছত্রাকের দৃশ্যজুড়ে শুধুমাত্র যৌনতার গন্ধ ছিল তাও মানতে চাননি অভিনেত্রী।

অকপটে নায়িকার জবাব ছিল, "টলিউড বা বলিউডের কেউ এই ধরনের দৃশ্য আগে কখনও করেননি। তাই কী ভাবে এই দৃশ্যের জন্য প্রস্তুতি নেওয়ার প্রয়োজন, তা জানা ছিল না। তবে আমার পরিচালকের উপর সম্পূর্ণ আস্থা ছিল। আমি তাঁর সঙ্গে অনেক সময় কাটিয়েছিলাম এবং আলোচনাও করি এই দৃশ্যগুলি নিয়ে। শুধু এই দৃশ্যটির জন্য নয়, ছবির জন্যও তাঁর সঙ্গে অনেক আলোচনা হয়। শুধুমাত্র ওরাল সেক্সের উপর ছবিটি তৈরি হয়নি। রাজনীতি, ভালোবাসা এবং সামাজিক দিকটিও তুলে ধরা হয়েছিল ছবিটিতে।”

ভবিষ্যতে নগ্ন দৃশ্যে আবারও অভিনয় করতে হলে? এ বিষয় পাওলির জানিয়েছেন, ‘যদি বুঝি, সেই চরিত্রটি জন্য আমার মন, আত্মা এবং শরীর একই জায়গায় এসে মিলেছে, তবে অবশ্যই করব।’ নিজেকে নিজের কাছে এবং ওই চরিত্রের কাছে আগাগোরাই সমর্পণ করে দেন অভিনেত্রী। সাফ জানিয়েছেন, 'যদি সে রকম চরিত্রে অভিনয় করার সুযোগ আসে, যেখানে এই সব কিছু ঘটবে, তা হলে নগ্নতা নিয়ে কোনও অসুবিধা নেই।’

উল্লেখ্য, ৪ অক্টোবর ১৯৮০ সালে কলকাতায় জন্মগ্রহণ পাওলি দাম। যৌথ পরিবারে বেড়ে ওঠেন তিনি। পড়াশুনোতেও তুখোড় ছিলেন নায়িকা। কিন্তু, পরবর্তীতে তিনি অভিনয়কেই কেরিয়ার হিসেবে বেছে নেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহীতে বৈষম্যবিরোধী মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেফতার -২

রাজশাহীতে বৈষম্যবিরোধী মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেফতার -২