ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমি নাকি বিয়ে নিয়ে খুব প্রেশার দিই ওকে নেপালের অন্তর্বর্তী সরকারপ্রধানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন খুলনায় ডেঙ্গু প্রতিরোধে টিডিপির প্রশংসনীয় উদ্যোগ: স্বেচ্ছাশ্রমে সুইজগেট খাল পরিষ্কার আনসার ভিডিপি'র মহাপরিচালকের শফিপুর আনসার ভিডিপি একাডেমি পরিদর্শনে রাজশাহীতে ঋণের দায়ে ও খাওয়ার অভাবে চার মৃত্যু, ধার করে চল্লিশা ক্যাটরিনাকে বিয়ের আগে রাধিকার সঙ্গে সম্পর্ক? অভিনেত্রীর বা়ড়ি থেকে পাওয়া গেল ভিকির বিশেষ জিনিস রাশিয়া থেকে তেল কিনে যাচ্ছে আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্যেরাও! পাকিস্তান, চিনের আকাশ হামলা ঠেকাতে থ্রিডি রেডার পেল নৌসেনা, স্পেনের সহযোগিতায় বানাল টাটা শতায়ুর সংখ্যায় লাখ ছুঁইছুঁই জাপানে, নতুন তথ্য প্রকাশ করল সরকার! বেশি দিন বাঁচার রহস্য কী? শাহরুখ কন্যা সুহানার ২ মিনিট ৩১ সেকেন্ডের ভিডিও, রইল নায়িকা রাধিকার পর্ন ভিডিও এখন বাজারে নোয়াখালীতে ৪২৫ কচ্ছপ উদ্ধার মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০ শাহজাদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সেলিম রেজা গ্রেফতার ফেনীতে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার, ৪টি চোরাই গরু উদ্ধার গাছ প্রিয় রাণীশংকৈলের করিমুল রাজশাহীতে প্রাথমিক শিক্ষায় অচলাবস্থা: এক-তৃতীয়াংশ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি রাজশাহীতে ২৪ লাখ টাকার স্বর্ণলংকার উদ্ধার; নারী-সহ দুই চোর গ্রেফতার গোদাগাড়ী খাদ্য গুদামে নিম্নমানের চাল মজুদের অভিযোগ

দুর্গাপুর খাদ্যগুদাম সরকারি চাল জব্দ

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০৮:০৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০৮:০৫:২৪ অপরাহ্ন
দুর্গাপুর খাদ্যগুদাম  সরকারি চাল জব্দ দুর্গাপুর খাদ্যগুদাম সরকারি চাল জব্দ
রাজশাহীর দুর্গাপুর খাদ্য গুদামে ভালো চালের সঙ্গে নিম্নমানের চাল মিশিয়ে বিতরণ করা হচ্ছিল খাদ্য বান্ধব কর্মসূচির উপকারভোগী হতদরিদ্রদের মাঝে।

উপজেলার সাতটি ইউনিয়নের কয়েক হাজার উপকারভোগীর মাঝে এসব নিম্নমানের চাল বিতরণ শুরু করা হয়েছিল আগস্টেরর শেষ দিকে। অভিযোগ পাওয়ার পর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন খাদ্য গুদামে অভিযান চালিয়ে ১৩২ বস্তা নিম্নমানের চাল জব্দ করেছেন।

পাশাপাশি গুদামের এসব মানহীন চাল বিতরণ বন্ধ করে ভালো চাল বিতরণের নির্দেশ দিয়েছেন। নিম্নমানের এসব চাল কীভাবে সরকারি খাদ্য গুদামে ঢুকেছে তা খুঁজে বের করতে গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি।

এদিকে সরকারি খাদ্য গুদামে নিম্নমানের চাল কীভাবে ঢুকল তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। দুর্গাপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) রফিকুল ইসলামকে শোকজ করেছে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি-ফুড)।

দুর্গাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ইউসিএফ) ইয়াছিন আলী সরকারি খাদ্য গুদামে এসব নিম্নমানের চাল কীভাবে ঢুকল তা জানেন না বলে তদন্ত কমিটিকে বলেছেন। তিনি আরও জানিয়েছেন নিম্নমানের এসব চাল গুদামে কীভাবে এলো তা তিনি জানেন না। ভাল বলতে পারবেন গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তাই।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, খাওয়ার অনুপযোগী নিম্নমানের চালের উৎস্য অনুসন্ধান ও এসব চাল সরকারি গুদামে ঢুকানোর সঙ্গে জড়িতদের শনাক্তে ২৮ আগস্ট গঠিত তদন্ত কমিটির প্রধান করা হয়েছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসকে।

কমিটির অপর দুই সদস্য হলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আল মামুন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহাম্মেদ। তারা তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন।

তদন্ত কমিটির প্রধান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস জানান, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আমরা ইতোমধ্যে খাদ্য গুদাম পরিদর্শন করেছি। কীভাবে এসব নিম্নমানের চাল গুদামে ঢুকল তার নথিপত্র চেয়েছি গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে। নথিপত্র পেলে বিষয়টি পরিষ্কার হবে কারা এই নিম্নমানের চাল কোথা থেকে এনে গুদামে ঢুকিয়েছে। নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে গুদামে থাকা খাওয়ার অনুপযোগী নিম্নমানের চালের বিষয়ে মুখ খুলছেন না গুদামের ভারপ্রাপ্ত (ওসি-এলএসডি) কর্মকর্তা রফিকুল ইসলাম। তিনি স্বীকার করেন নিম্নমানের চাল জব্দের ঘটনায় জেলা খাদ্য নিয়ন্ত্রণ ইতোমধ্যে তাকে শোকজ করেছেন। তিনি তার জবাব দেবেন। নিম্নমানের চাল গুদামে ঢুকার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন জানান, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপজেলার সাত ইউনিয়নের উপকারভোগীদের মাঝে চাল বিতরণের সময় তার কাছে অভিযোগ আসে।

২৬ আগস্ট আমি গুদাম পরিদর্শনে গিয়ে খাওয়ার অনুপযোগী বিপুল পরিমাণ নিম্নমানের চাল দেখতে পেয়েছি। ইতোমধ্যে ১৩২ বস্তা নিম্নমানের চাল জব্দ করে ভাল চাল থেকে আলাদা করা হয়েছে।

এ ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যারাই এ দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।

অন্যদিকে নিম্নমানের চালের বিষয়ে খাদ্য বিভাগেরই একাধিক সূত্র থেকে জানা গেছে, কয়েক বছর আগে কেনা বিপুল পরিমাণ চাল বগুড়ার সান্তাহার কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) ও রাজশাহীর ভবানীগঞ্জ খাদ্য গুদামে (এলএসডি) পড়ে থেকে খাওয়ার অনুপযোগী হয়ে পড়েছে।

এসব চাল সম্প্রতি শুধু দুর্গাপুর খাদ্য গুদামেই নয় রাজশাহীর অন্য এলএসডিগুলোতেও পাঠানো হয়েছে। এসব চাল কৌশলে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হচ্ছে। তবে নিম্নমানের চালের বিষয়টি উপকার ভোগীদের কাছ থেকে অভিযোগ পেয়ে বিতরণ বন্ধ করেছেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, ব্যালট বাক্সের নমুনা তৈরি