রাস্তার ধারে বাড়ির যেমন সুযোগ-সুবিধা আছে, তেমনই অসুবিধাও কম নেই। সবচেয়ে বড় সমস্যা হল ধুলো আর গাড়ির শব্দ। নিয়মিত ধুলো ঝেরেও এমন সমস্যার সমাধান হয় না। তবে এই সমস্যার সহজ সমাধান হতে পারে তিন উপায়ে।
এয়ার পিউরিফায়ার: বাতাসে মিশে থাকা ধুলো, রাসায়নিক, বিষাক্ত কণা থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ারের দরকার হয়। যাঁদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাঁদের জন্য এটি খুবই কার্যকর। মূলত ঘরের বাতাস দূষণমুক্ত করতেই যন্ত্রটির প্রয়োজন হয়। যে হেতু বাতাসে ভেসে আসা ধুলো এই যন্ত্র আটকে দেয়, তাই ঘরে ধুলোর পরত কম জমবে।
ফিল্টার: এসির ফিল্টারও ঘন ঘন পরিষ্কার করা দরকার। বাতাসে ধুলো-ময়লা বেশি থাকলে, ফিল্টারও দ্রুত নোংরা হবে। ধুলো ভরা ফিল্টার শ্বাসকষ্টের কারণ হতে পারে। তা থেকে অসুখও ছড়াতে পারে।
অন্দরসজ্জাতেও ভাবনা জরুরি: বেশি কারুকাজ করা আসবাব, গালিচা, মোটা পর্দা, ভেলভেটের সোফা— এগুলিতে ধুলো জমে বেশি। ঝাড়লেও চট করে যেতে চায় না। তাই বাড়িতে ধুলোবালি বেশি হলে প্রথমেই এগুলিতে নজর দেওয়া দরকার। আধুনিক আসবাবে সেই কারণে বেশি নকশা থাকে না। ব্যবহার করাও সহজ হয়।
এয়ার পিউরিফায়ার: বাতাসে মিশে থাকা ধুলো, রাসায়নিক, বিষাক্ত কণা থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ারের দরকার হয়। যাঁদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাঁদের জন্য এটি খুবই কার্যকর। মূলত ঘরের বাতাস দূষণমুক্ত করতেই যন্ত্রটির প্রয়োজন হয়। যে হেতু বাতাসে ভেসে আসা ধুলো এই যন্ত্র আটকে দেয়, তাই ঘরে ধুলোর পরত কম জমবে।
ফিল্টার: এসির ফিল্টারও ঘন ঘন পরিষ্কার করা দরকার। বাতাসে ধুলো-ময়লা বেশি থাকলে, ফিল্টারও দ্রুত নোংরা হবে। ধুলো ভরা ফিল্টার শ্বাসকষ্টের কারণ হতে পারে। তা থেকে অসুখও ছড়াতে পারে।
অন্দরসজ্জাতেও ভাবনা জরুরি: বেশি কারুকাজ করা আসবাব, গালিচা, মোটা পর্দা, ভেলভেটের সোফা— এগুলিতে ধুলো জমে বেশি। ঝাড়লেও চট করে যেতে চায় না। তাই বাড়িতে ধুলোবালি বেশি হলে প্রথমেই এগুলিতে নজর দেওয়া দরকার। আধুনিক আসবাবে সেই কারণে বেশি নকশা থাকে না। ব্যবহার করাও সহজ হয়।