বি টাউনে এবার দীপিকা পাড়ুকোনকে হিংসা করার অভিযোগ উঠল আলিয়া ভাটের বিরুদ্ধে।
একটি জনপ্রিয় ডেনিম ব্র্যান্ডের মুখ ছিলেন দীপিকা, যার বিজ্ঞাপনগুলি বেশ প্রশংসিত হয়েছিল। কিন্তু সম্প্রতি সেই ব্র্যান্ডের নতুন মুখ হিসেবে আলিয়া ভাটকে দেখা যাচ্ছে, যা নিয়ে দীপিকার অনুরাগীরা ক্ষোভে ফেটে পড়েছেন।
শুক্রবার প্রকাশিত একটি বিজ্ঞাপনে আলিয়াকে ওই ব্র্যান্ডের ডেনিম প্যান্ট ও জ্যাকেটে দেখা যায়। এরপর থেকেই দীপিকার ভক্তরা প্রশ্ন তুলতে শুরু করেছেন, কেন দীপিকার জায়গায় আলিয়াকে নেওয়া হলো? তাঁদের অভিযোগ, আলিয়া নাকি বরাবরই দীপিকাকে হিংসা করেন এবং দীপিকা যা করেন, তাই নকল করার চেষ্টা করেন।
দীপিকার একজন অনুরাগী ইনস্টাগ্রামে লিখেছেন, "আপনি দীপিকার থেকে সব কেড়ে নেন।" আরেকজন নেটাগরিক মন্তব্য করেছেন, "ডেনিম ব্র্যান্ডে আলিয়াকে একদম মানাচ্ছে না। আবার দীপিকাকে ফিরিয়ে আনুন।
অন্য একজন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, "আলিয়ার সব চাই। এত খিদে আর হিংসা কারও মধ্যে দেখিনি। সব জায়গায় ওকে ঢুকতেই হবে। দীপিকা যা করবে, ওকেও তাই করতে হবে। সব বিজ্ঞাপনে আলিয়ার মুখ দেখে দেখে আমরা ক্লান্ত।
তবে এই বিষয়ে আলিয়া বা দীপিকা কেউই এখনো কোনো মন্তব্য করেননি। আলিয়াকে শেষ দেখা গেছে 'জিগরা' ছবিতে, এবং এরপর তাকে দেখা যাবে 'আলফা' ও 'লভ অ্যান্ড ওয়ার' ছবিতে। অন্যদিকে, দীপিকাকে সম্প্রতি 'কল্কি ২৮৯৮ এডি' ছবিতে দেখা গেছে।
একটি জনপ্রিয় ডেনিম ব্র্যান্ডের মুখ ছিলেন দীপিকা, যার বিজ্ঞাপনগুলি বেশ প্রশংসিত হয়েছিল। কিন্তু সম্প্রতি সেই ব্র্যান্ডের নতুন মুখ হিসেবে আলিয়া ভাটকে দেখা যাচ্ছে, যা নিয়ে দীপিকার অনুরাগীরা ক্ষোভে ফেটে পড়েছেন।
শুক্রবার প্রকাশিত একটি বিজ্ঞাপনে আলিয়াকে ওই ব্র্যান্ডের ডেনিম প্যান্ট ও জ্যাকেটে দেখা যায়। এরপর থেকেই দীপিকার ভক্তরা প্রশ্ন তুলতে শুরু করেছেন, কেন দীপিকার জায়গায় আলিয়াকে নেওয়া হলো? তাঁদের অভিযোগ, আলিয়া নাকি বরাবরই দীপিকাকে হিংসা করেন এবং দীপিকা যা করেন, তাই নকল করার চেষ্টা করেন।
দীপিকার একজন অনুরাগী ইনস্টাগ্রামে লিখেছেন, "আপনি দীপিকার থেকে সব কেড়ে নেন।" আরেকজন নেটাগরিক মন্তব্য করেছেন, "ডেনিম ব্র্যান্ডে আলিয়াকে একদম মানাচ্ছে না। আবার দীপিকাকে ফিরিয়ে আনুন।
অন্য একজন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, "আলিয়ার সব চাই। এত খিদে আর হিংসা কারও মধ্যে দেখিনি। সব জায়গায় ওকে ঢুকতেই হবে। দীপিকা যা করবে, ওকেও তাই করতে হবে। সব বিজ্ঞাপনে আলিয়ার মুখ দেখে দেখে আমরা ক্লান্ত।
তবে এই বিষয়ে আলিয়া বা দীপিকা কেউই এখনো কোনো মন্তব্য করেননি। আলিয়াকে শেষ দেখা গেছে 'জিগরা' ছবিতে, এবং এরপর তাকে দেখা যাবে 'আলফা' ও 'লভ অ্যান্ড ওয়ার' ছবিতে। অন্যদিকে, দীপিকাকে সম্প্রতি 'কল্কি ২৮৯৮ এডি' ছবিতে দেখা গেছে।