চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানা এলাকা থেকে একটি দেশীয় তৈরী একনলা বন্দুক এবং ২ রাউন্ড কার্তুজ (লীডবল) উদ্ধার করেছে র্যাব-৭ ।
শুক্রবার ৫ সেপ্টেম্বর সাসকাল ড়ে ১১টায় চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন আইস ফ্যাক্টরী রোড বায়েজিদ নার্সারির উত্তর পাশে দেয়াল সংলগ্ন ঝোপের মধ্যে শপিং ব্যাগটি পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার ৫ সেপ্টেম্বর সাসকাল ড়ে ১১টায় চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন আইস ফ্যাক্টরী রোড বায়েজিদ নার্সারির উত্তর পাশে দেয়াল সংলগ্ন ঝোপের মধ্যে শপিং ব্যাগটি পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার র্যাব-৭, চট্টগ্রামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, শুক্রবার সকাল সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ জানতে পারে, সদরঘাট এলাকায় একটি ঝোপের মধ্যে সন্দেহজনক একটি পলিথিন ব্যাগ পড়ে আছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে একটি ব্যাগ পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়। এ সময় ব্যাগটি তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ১টি একনলা বন্দুক এবং ২ রাউন্ড কার্তুজ (লীডবল) জব্দ করা হয়।
জব্দকৃত আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।