ঢাকা , বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ , ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরীরের জন্য প্রোটিন জরুরি, ডিম, মাংস, না পনির কোন খাবারের প্রোটিন শরীর জন্য বেশি ভাল? পুতিনের বিরুদ্ধে কূটনৈতিক সংঘাতের রাস্তায় নামল পোল্যান্ড চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির তৃণমূলে হৃদয়ে রক্তক্ষরণ রাতে কাটলেন ধান দিনে কাটছেন খর রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল রাণীনগরে গ্রামীণ ব্যাংকের গেটের সামনে আগুন প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে: নারীর কারাদণ্ড, কাজির জেল ও লাইসেন্স বাতিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা জাল সনদে চাকরি ও প্রতারণার দায়ে প্রধান শিক্ষককে কারাদণ্ড সখীপুরে মেয়েকে হত্যার পর মায়ের আত্মহনন প্রতিপক্ষের লাঠির আঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ সাপাহারে মোটরসাইকেল দূর্ঘটনা এড়াতে ভ্রাম্যমান আদালতের অভিযান রাণীনগরে চোলায় মদসহ মাদক কারবারি আটক -২ কেশরহাট পৌরসভায় কমিউনিটি অ্যাকশন প্ল্যান প্রণয়ন ও বাস্তবায়ন প্রশিক্ষণ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ রাজশাহীতে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আ’লীগ ও কৃষকলীগ নেতা গ্রেফতার রাজশাহী সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন রাজশাহী সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন রাজশাহী সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন পুঠিয়ায় বিপুল পরিমান ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী মাহিন গ্রেফতার

গৃহশিক্ষিকাকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানি! ভুয়া কবিরাজকে জণতার গণধোলাই পুলিশে সোপর্দ

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ০৯:৩২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ০৯:৩২:৫১ অপরাহ্ন
গৃহশিক্ষিকাকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানি! ভুয়া কবিরাজকে জণতার গণধোলাই পুলিশে সোপর্দ গৃহশিক্ষিকাকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানি! ভুয়া কবিরাজকে জণতার গণধোলাই পুলিশে সোপর্দ
রাজশাহী মহানগরীতে গৃহশিক্ষিকাকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগে মোঃ আব্দুল হালিম (৪৫), নামের ভুয়া কবিরাজকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। 

এ ঘটনায় ভুক্তভোগী গৃহশিক্ষিকা (২৮) বাদী হয়ে গত শনিবার সকালে মহানগরীর চন্দ্রীমা থানায় আব্দুল হালিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলা দায়ের করেছেন।

এদিন বেলা ১১টায় ভুয়া কবিরাজ আব্দুল হালিমকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। 

গ্রেফতার মোঃ আব্দুল হালিম, তিনি নিলফামারী জেলার ডোমার থানার বামুনিয়া পাটোরিয়াপাড়ার মোঃ আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার রাণীনগর সাধুর মোড় এলাকায় বসবাস করেন। 

অপরদিকে, ভুক্তভোগী গৃহশিক্ষিকা চন্দ্রিমা থানার খোরশেদের মোড়ে একটি প্রাইভেট সেন্টার পরিচালনা করেন। তিনি ওই এলাকার বাসিন্দা আকরাম শেখের মেয়ে।

ভুক্তভোগী গৃহশিক্ষিকা জানায়, গত ২ সেপ্টেম্বর দুপুরে আব্দুল হালিম রোজিফা নামের এক পরিচিত ভাবীর নাম করে আমার সাথে কথা বলেন। সে সময় হালিম তাকে বলে, তার মামলার আসামি কৌশিক তাকে জাদু করেছে। এই জাদু না কাটালে তিনি মারা যাবেন। জাদু কাটার জন্য হালিম গৃহশিক্ষিকাকে রাত্রী যাপন করার কুপ্রস্তাব দেয়। তবে কবিরাজের প্রস্তাব প্রত্যাখ্যান করেন গৃহশিক্ষিকা।

এরপর শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হালিম আবারও গৃহশিক্ষিকার প্রাইভেট সেন্টারে গিয়ে তাকে কুপ্রস্তাব দেন। তিনি রাজি না হলে হালিম তার কাপড় ও ওড়না ধরে টানা-হেঁচড়া করে এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। ওই সময় গৃহশিক্ষিকা হালিমকে ধাক্কা দিয়ে প্রাইভেট সেন্টারের বাইরে এসে চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে এসে ভুয়া কবিরাজ হালিমকে আটক করে গণধোলাই দিয়ে চন্দ্রিমা থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী মাসুদ। তিনি বলেন, গৃহশিক্ষিকাকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির ঘটনায় স্থানীয়রা কবিরাজ হালিমকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে তাকে থানা হেফাজতে নেয় হয়।

জিজ্ঞসাবাসে সে ঘটনার সত্যতা স্বীকার করে জোড় হাত করে ক্ষমা চায়, যাহা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক), তার বক্তব্য ও স্বীকারোক্তি ভাইরাল হয়েছে।। 

এ ঘটনায় ভুক্তভোগী গৃহশিক্ষিকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭