ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়ায় আ. লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জামায়াত প্রার্থীর সমর্থককে জরিমানা আওয়ামী সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেপ্তার, না হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা বিয়ের ২ বছর পূর্ণ হওয়ার আগেই সহিংসতার শিকার ৯৬ শতাংশ নারী শনিবার দেশে আনা হবে সুদানে শহীদ সেনা সদস্যদের মৃতদেহ মান্দায় বাসের চাপায় কারারক্ষী নিহত নোয়াখালীতে গাড়ির গ্যারেজে ঝুলছিল চালকের মরদেহ জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে - শিক্ষা উপদেষ্টা পবায় রাতের অন্ধকারে ১১৭টি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা নোরে সাংবাদিক মামুনের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক এমপি প্রার্থীর বাড়িতে গিয়েও শেষ রক্ষা হলোনা প্রশান্ত বসাকের ওয়াশব্লকের কাজ রেখেই বিল তুলে লাপাত্তা ঠিকাদার বিজয় দিবসের চেতনা, আদিবাসী শিক্ষার্থীদের সৃজনশীলতায় কাটাখালী সীমান্তে বিজিবি’র অভিযান: ধরা পড়ল মদের চালান মহান বিজয় দিবসে পাঁচানী মাঠে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হাদিকে হত্যাচেষ্টাকারীদের ‘পালাতে সহায়তাকারী’ কে এই ফিলিপ স্নাল? ক্যারির সেঞ্চুরিতে প্রথম দিনটা অস্ট্রেলিয়ার গাজার ধ্বংসস্তূপ থেকে এক পরিবারের ৩০ জনের মরদেহ উদ্ধার নয়া দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব বাংলাদেশ সীমান্তের ৩২৩৯ কি. মি. এলাকায় কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত

বিশ্বরেকর্ড ব্যবধানে হারের পর শাস্তিও পেল দক্ষিণ আফ্রিকা

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৬:০৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৬:০৯:৩১ অপরাহ্ন
বিশ্বরেকর্ড ব্যবধানে হারের পর শাস্তিও পেল দক্ষিণ আফ্রিকা ছবি- সংগৃহীত
ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। তবে তৃতীয় ও শেষ ম্যাচে তারা বিশ্বরেকর্ড সর্বোচ্চ ৩৪২ রানে হেরে যায়। এমন হারের পর আইসিসির কাছ থেকে শাস্তিও পেয়েছে টেম্বা বাভুমার দল। ধীরগতির (স্লো ওভার রেট) ম্যাচ খেলায় প্রোটিয়াদের ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।  

গতকাল রোববার আগে ব্যাট করতে নেমে আফ্রিকান বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালায় ইংলিশ ব্যাটাররা। দুটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরিতে তারা ৪১৪ রানের পাহাড় গড়ে। ফলে বোলিং ইনিংসে নির্ধারিত সময়ে ওভার সম্পন্ন করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। নির্দিষ্ট সময় শেষে তাদের আরও এক ওভার বাকি ছিল। যে কারণে আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ খেলা শেষে তাদের স্লো ওভার রেটের শাস্তি প্রদান করেন।

আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ অনুচ্ছেদে খেলোয়াড় এবং দলীয় স্টাফদের আচরণ সংক্রান্ত নির্দেশিকা রয়েছে। যেখানে বলা হয়– কোনো দল নির্দিষ্ট সময়ের মধ্যে খেলা সম্পন্ন করতে না পারলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হবে। নিজের ভুল স্বীকার করে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানিতে যেতে হয়নি প্রোটিয়া অধিনায়ক বাভুমাকে। তাদের শাস্তির বিষয়ে মূল্যায়ন করেছেন অনফিল্ড আম্পায়ার নিতিন মেনন ও রাসেল ওয়ারেন, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও চতুর্থ আম্পায়ার মাইক বার্নস।

প্রসঙ্গত, গতকাল সাউদাম্পটনে জ্যাকব বেথেল ও জো রুটের সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৪১৪ রান করেছিল ইংল্যান্ড। রান তাড়ায় ২০.৫ ওভারে মাত্র ৭২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে অবশ্য প্রোটিয়াদের ১০ জন ব্যাট করেছে। চোটের কারণে ব্যাটিংয়ে নামেননি দলটির অধিনায়ক টেম্বা বাভুমা। তবে তার দল ওয়ানডেতে দ্বিতীয় সর্বনিম্ন রান ৭২ ও দ্বিতীয় সর্বনিম্ন ২০.২ ওভার ব্যাট করেছে।

ওয়ানডের ইতিহাসে এর আগে সবচেয়ে বড় রানের ব্যবধানে হারের রেকর্ড ছিল শ্রীলঙ্কার। ২০২৩ সালে তারা ভারতের কাছে হেরেছিল ৩১৭ রানে। এবার লঙ্কানদের লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিলো দক্ষিণ আফ্রিকা। তারা ইংলিশদের কাছে ৩৪২ রানে হেরেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আত্মনিয়োগই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য: রাবিতে শিক্ষা উপদেষ্টা

সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আত্মনিয়োগই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য: রাবিতে শিক্ষা উপদেষ্টা