রাণীশংকৈলে বুধবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে উপজেলা ও পৌর মহিলদলের ব্যানারে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। 
এ উপলক্ষে এদিন বিকালে পৌর শহরের পলাশ মার্কেট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের ডাবটলী সড়ক হয়ে ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাসের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সদস্য ব্যরিস্টার রোকনুজ্জান রোকন, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, মহিলা দলের সদস্য সচিব আনার কলি, উপজেলা নারী দলের নেত্রী মনোয়ারা মোয়াজ্জেমসহ অনেকে।
এছাড়াও উপজেলা পৌর ইউনিয়ন মহিলা দলের নেতাকর্মী মূলদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় নারী বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দীর্ঘ ৪৭ বছর ধরে দেশের নারী সমাজকে সংগঠিত করে নারী অধিকার, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে মূল দল বিএনপির পাশে থেকে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রাম, এবং তারেক রহমানের নেতৃত্ব আমাদের পথ দেখায়। দেশের সকল দুঃসময়ে নারীরা পিছিয়ে নেই, রাজপথে, সভা-সমাবেশে এবং ঘরে-বাইরে সক্রিয়ভাবে অবদান রাখছে নারীরা।
তারা আরো বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সংগ্রামে নারী সমাজকে আরও সোচ্চার হতে হবে।
                           এ উপলক্ষে এদিন বিকালে পৌর শহরের পলাশ মার্কেট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের ডাবটলী সড়ক হয়ে ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাসের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সদস্য ব্যরিস্টার রোকনুজ্জান রোকন, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, মহিলা দলের সদস্য সচিব আনার কলি, উপজেলা নারী দলের নেত্রী মনোয়ারা মোয়াজ্জেমসহ অনেকে।
এছাড়াও উপজেলা পৌর ইউনিয়ন মহিলা দলের নেতাকর্মী মূলদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় নারী বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দীর্ঘ ৪৭ বছর ধরে দেশের নারী সমাজকে সংগঠিত করে নারী অধিকার, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে মূল দল বিএনপির পাশে থেকে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রাম, এবং তারেক রহমানের নেতৃত্ব আমাদের পথ দেখায়। দেশের সকল দুঃসময়ে নারীরা পিছিয়ে নেই, রাজপথে, সভা-সমাবেশে এবং ঘরে-বাইরে সক্রিয়ভাবে অবদান রাখছে নারীরা।
তারা আরো বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সংগ্রামে নারী সমাজকে আরও সোচ্চার হতে হবে।
 
  হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি
 হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                