আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা নওগাঁ সদর উপজেলার কাঠালতলী এলাকায় স্বামীর ছুরিকাঘাতে জুথি (২২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
নিহত জুথি সদর উপজেলার আনন্দনগর মৃধা পাড়ার বাসিন্দা ঝুন্টু প্রামানিকের মেয়ে।
জানা গেছে, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে জুথির বিয়ে হয় গাজীপুরের বাসিন্দা তানভীরের সঙ্গে। তবে বিয়ের কিছু মাস পর জুথি জানতে পারেন, তানভীরের আরও একটি স্ত্রী রয়েছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের টানাপড়েন শুরু হয়। একপর্যায়ে জুথি স্বামীর বাড়ি ছেড়ে নওগাঁয় বাবার বাড়িতে চলে আসেন এবং আদালতে একটি মামলা দায়ের করেন।
আজ বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানির দিন। সকালে কোর্টে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন জুথি। এ সময় কাঠাতলী এলাকার প্রধান সড়কের পাশে একটি মাইক্রোবাস নিয়ে ওঁত পেতে ছিল তানভীর। জুথি রাস্তায় দাঁড়াতেই তানভীর ছুরি দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় জুথিকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, "ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিহত জুথি সদর উপজেলার আনন্দনগর মৃধা পাড়ার বাসিন্দা ঝুন্টু প্রামানিকের মেয়ে।
জানা গেছে, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে জুথির বিয়ে হয় গাজীপুরের বাসিন্দা তানভীরের সঙ্গে। তবে বিয়ের কিছু মাস পর জুথি জানতে পারেন, তানভীরের আরও একটি স্ত্রী রয়েছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের টানাপড়েন শুরু হয়। একপর্যায়ে জুথি স্বামীর বাড়ি ছেড়ে নওগাঁয় বাবার বাড়িতে চলে আসেন এবং আদালতে একটি মামলা দায়ের করেন।
আজ বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানির দিন। সকালে কোর্টে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন জুথি। এ সময় কাঠাতলী এলাকার প্রধান সড়কের পাশে একটি মাইক্রোবাস নিয়ে ওঁত পেতে ছিল তানভীর। জুথি রাস্তায় দাঁড়াতেই তানভীর ছুরি দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় জুথিকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, "ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।