রাজশাহীর বাগমারা উপজেলায় কৌতূহলের বশে গলায় ফাঁস দিয়ে প্রাণ হারিয়েছে আসলাম নামে ১২ বছরের এক কিশোর। শুক্রবার (২৩ মে) সকালে উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ভাগনদী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আসলাম ভাগনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং ওই গ্রামের আকবর হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে ঘরের দরজা-জানালা বন্ধ করে গলায় ফাঁস দেয় আসলাম। এরপর সে চিৎকার করলেও বাড়িতে কেউ না থাকায় আশপাশের লোকজন পৌঁছাতে দেরি হয়। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ততক্ষণে সে মারা গেছে।
আসলামের মামা শামসুল ইসলাম জানান, কিছুদিন আগে পাশের গ্রামে এক কিশোরী আত্মহত্যা করে। সেই ঘটনার পর থেকেই গলায় ফাঁস দিলে কী হয়—সে বিষয়ে আগ্রহ দেখাতে শুরু করে আসলাম। পরিবারের সদস্যদের কাছেও এ নিয়ে নানা প্রশ্ন করেছিল সে। ধারণা করা হচ্ছে, সেই কৌতূহল থেকেই এই চরম সিদ্ধান্ত নেয় সে।
স্থানীয়রা জানান, ঘটনার আগের সকালেই আসলাম তাঁর মামার সঙ্গে পুকুরে মাছ ধরতে গিয়েছিল। কিছুক্ষণ পর বাড়ি ফিরে এই মর্মান্তিক কাজটি করে।
যোগীপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আব্দুল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কৌতূহলের বশে এই আত্মহত্যা করেছে আসলাম। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে ঘরের দরজা-জানালা বন্ধ করে গলায় ফাঁস দেয় আসলাম। এরপর সে চিৎকার করলেও বাড়িতে কেউ না থাকায় আশপাশের লোকজন পৌঁছাতে দেরি হয়। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ততক্ষণে সে মারা গেছে।
আসলামের মামা শামসুল ইসলাম জানান, কিছুদিন আগে পাশের গ্রামে এক কিশোরী আত্মহত্যা করে। সেই ঘটনার পর থেকেই গলায় ফাঁস দিলে কী হয়—সে বিষয়ে আগ্রহ দেখাতে শুরু করে আসলাম। পরিবারের সদস্যদের কাছেও এ নিয়ে নানা প্রশ্ন করেছিল সে। ধারণা করা হচ্ছে, সেই কৌতূহল থেকেই এই চরম সিদ্ধান্ত নেয় সে।
স্থানীয়রা জানান, ঘটনার আগের সকালেই আসলাম তাঁর মামার সঙ্গে পুকুরে মাছ ধরতে গিয়েছিল। কিছুক্ষণ পর বাড়ি ফিরে এই মর্মান্তিক কাজটি করে।
যোগীপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আব্দুল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কৌতূহলের বশে এই আত্মহত্যা করেছে আসলাম। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।