ঢাকা , শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ , ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫০ পেরোতেই মলাইকার জীবনে নতুন কেউ নিজের চেষ্টায় জায়গা করেছেন বলিউডে, অযাচিত ‘ব্যক্তিগত আক্রমণ’ কী ভাবে এড়িয়ে যান সারা? কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন ভোলায় পুকুরে গোসল করতে নেমে দুই চাচাতো বোনের মৃত্যু নভেম্বরেই গণভোট চায় জামায়াতসহ ৮ দল নিজের চেষ্টায় জায়গা করেছি বলিউডে: সারা ব্যথা-বেদনা থেকে নিস্তার পেতে বদলে ফেলুন রান্নার তেল গরুর মাংস খাওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর কাপুর জেলে যেভাবে কাটছে ফুটবলার রবিনহোর সময় প্রশান্ত মহাসাগরে ধ্বংস করা হল আরও এক মাদকবোঝাই নৌকা! জুমার রাতে সুরা দোখান পাঠের ফজিলত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু কৌশানির নাচের মাঝেই মঞ্চে ধরে গেল আগুন ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ রাশমিকা মন্দানা ভালো মা হতে চান আগে রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার পড়ি, পরে মন্তব্য : প্রেস সচিব বলিউড অভিনেত্রীর দাউদ ইব্রাহিমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ পাকিস্তানের আকাশে হঠাৎ অদ্ভুত মেঘ, ঘটনা কী? ভারতে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় দেশদ্রোহিতা মামলার নির্দেশ

প্রতিদিন মৃত্যুকে স্মরণ করলে যে উপকার

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০২:২২:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০২:২২:১৭ অপরাহ্ন
প্রতিদিন মৃত্যুকে স্মরণ করলে যে উপকার ছবি- সংগৃহীত
মৃত্যু এমন এক সত্য, যাকে অস্বীকার করার কোনো উপায় নেই। মানুষ চাক বা না-চাক, দুনিয়ার সবকিছু ছেড়ে একদিন তাকে চলে যেতেই হবে। কোরআনে আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন— প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। (সূরা আল ইমরান, আয়াত: ১৮৫)

কোরআনে মৃত্যুকে স্মরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। মৃত্যুর স্মরণ মানুষকে শুধু ভীতু করে তুলে না বরং মানুষের অন্তরকে নরম করে, দুনিয়ার মোহ থেকে দূরে রাখে এবং আখিরাতের প্রস্তুতি নিতে সাহায্য করে।

মৃত্যুর স্মরণে মুমিনের জন্য স্বস্তি
মানবজীবন নানারকম পরীক্ষায় ভরা। দারিদ্র্য, রোগ-শোক, প্রিয়জনের মৃত্যু, অপমান—এসবের মধ্য দিয়েই মানুষকে জীবন কাটাতে হয়। আল্লাহ বলেন— তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, যাতে তোমাদের পরীক্ষা করতে পারেন—কে উত্তম কাজ করে। (সুরা আল মুলক, আয়াত : ২)

এই পরীক্ষা পার হয়ে মুমিন যখন আল্লাহর কাছে ফিরে যায়, তখন তার জন্য মৃত্যু হয়ে ওঠে দুনিয়ার দুঃখ-কষ্ট থেকে মুক্তির পথ। নবী করিম (সা.) বলেছেন— মুমিন মৃত্যুর মাধ্যমে স্বস্তি পায়। (সহিহ বুখারি)

মৃত্যুচিন্তার উপকারিতা
মৃত্যু স্মরণ করলে মানুষ বাস্তবতায় ফিরে আসে। প্রিয়জন হারানোর মুহূর্তে যেমন দুনিয়ার ঝামেলা গৌণ হয়ে যায়, তেমনি মৃত্যুর কথা নিয়মিত মনে করলে আমরা বুঝি—আমাদের আসল জায়গা দুনিয়া নয়, আখিরাত।

রাসুল (সা.) বলেছেন— ভোগ-বিলাস নষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। (তিরমিজি)

হযরত আলী (রা.) বলেছেন— যে মৃত্যুকে নিয়মিত স্মরণ করে, সে অল্প সম্পদেই সন্তুষ্ট থাকে। তার মধ্যে লোভ বা কৃপণতার স্থান থাকে না।

মৃত্যু কামনা কি জায়েজ?
কষ্টের কারণে মৃত্যু কামনা করা ইসলামে নিষিদ্ধ। আত্মহত্যা যেমন হারাম, তেমনি কষ্ট পেয়ে মৃত্যুর প্রার্থনাও জায়েজ নয়। তবে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা বৈধ। নবী (সা.) বলেছেন— তোমাদের কেউ যেন কষ্টের কারণে মৃত্যু কামনা না করে। (সহিহ বুখারি)

তবে এ দোয়া করা যায়— হে আল্লাহ! যদি আমার জীবনে কল্যাণ থাকে তবে আমাকে জীবিত রাখুন, আর যদি মৃত্যু আমার জন্য উত্তম হয় তবে আমাকে মৃত্যুদান করুন। (সহিহ বুখারি)

মৃত্যু শেষ নয়, নতুন জীবনের শুরু
ইসলামে মৃত্যু মানে সমাপ্তি নয়। বরং এটি হলো আখিরাতের অনন্ত জীবনে প্রবেশের দরজা। তাই মৃত্যুকে স্মরণ করা শুধু ভয় নয়, বরং পরকালের অন্তত জীবনের প্রস্তুতির উপলক্ষ।

বিপদে পড়লে কোরআনের এ আয়াত পাঠ করতে বলা হয়েছে— 

الَّذِیۡنَ اِذَاۤ اَصَابَتۡهُمۡ مُّصِیۡبَۃٌ ۙ قَالُوۡۤا اِنَّا لِلّٰهِ وَ اِنَّاۤ اِلَیۡهِ رٰجِعُوۡنَ

 যখন তারা বিপদগ্রস্ত হয়, তখন বলে—‘নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং অবশ্যই আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তন করব। (সুরা বাকারা, আয়াত : ১৫৬)

মৃত্যু সহজ হওয়ার দোয়া
রাসুল (সা.) মৃত্যুর সময় এ দোয়া করেছিলেন— হে আল্লাহ! মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিন। (তিরমিজি)

আরেকটি দোয়ায় তিনি বলেছেন— হে আল্লাহ! আমার মৃত্যু যেন আমার জন্য স্বস্তির কারণ হয় এবং আমাকে সব অনিষ্ট থেকে রক্ষা করে। (সহিহ মুসলিম)

এ ছাড়া তিনি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন— হে আল্লাহ! মৃত্যুর মুহূর্তে শয়তানের প্রতারণা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। (আবু দাউদ)

প্রিয়জন মৃত্যুপথযাত্রী হলে
মুহাম্মদ ইবনে আলী (রহ.) পরামর্শ দিয়েছেন প্রিয়জনের মৃত্যুকালে এ দোয়া পড়তে—

আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি মহান, সহনশীল ও দয়ালু। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি সর্বোচ্চ ও সর্বমহান। মহিমা আল্লাহর, যিনি আসমান-জমিন ও তার সবকিছুর রব, এবং মহান আরশের রব। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগতসমূহের রব। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ ও তাঁর পরিবারে।

মৃত্যু নিয়ে ভয় নয়, বরং প্রস্তুতি—এটাই ইসলামের শিক্ষা। মৃত্যুকে যারা নিয়মিত স্মরণ করে, তারা দুনিয়ার ভোগবিলাসে ডুবে সব ভুলে যায় না। বরং আখিরাতের কথা ভেবে সৎ জীবনযাপনের চেষ্টা করে। তাই মৃত্যুচিন্তা মুমিনের জন্য পথপ্রদর্শক ও মুক্তির মাধ্যম।

সূত্র : মুসলিম ভাইব

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ

রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ