পোলভল্টে আবারও বিশ্ব রেকর্ড গড়লেন মন্ডো ডুপ্লান্টিস। টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬.৩০ মিটার উচ্চতা টপকে ভেঙ্গেছেন নিজের গড়া আগের রেকর্ড।
গত মাসে হাঙ্গেরির বুদাপেস্ট মিটে নিজেই গড়েছিলেন ৬.২৯ মিটার উচ্চতা টপকে যাওয়ার বিশ্ব রেকর্ড। কিন্তু সেই রেকর্ড এবার টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ভেঙ্গে ফেললেন এই সুইডিশ কিংবদন্তি। ৬.৩০ মিটার উচ্চতা টপকানোর পাশাপাশি পোলভন্টে শ্রেষ্ঠত্বের মুকুটও ধরে রেখেছেন ডুপ্লান্টিস। যদিও বিশ্ব রেকর্ড গড়ার আগেই ৬.১৫ মিটার উচ্চতা পেরিয়ে স্বর্ণ জয় নিশ্চিত করেছিলেন ডুপ্লান্টিস।
এছাড়াও, টোকিওতে ৬ মিটার উচ্চতা টপকে রৌপ্য জিতেছেন গ্রিসের ইমানৌয়েল কারালিস। আর ৫.৯৫ মিটার পেরিয়ে ব্রোঞ্জ জিতেছেন কার্টিস মার্শাল।
গত মাসে হাঙ্গেরির বুদাপেস্ট মিটে নিজেই গড়েছিলেন ৬.২৯ মিটার উচ্চতা টপকে যাওয়ার বিশ্ব রেকর্ড। কিন্তু সেই রেকর্ড এবার টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ভেঙ্গে ফেললেন এই সুইডিশ কিংবদন্তি। ৬.৩০ মিটার উচ্চতা টপকানোর পাশাপাশি পোলভন্টে শ্রেষ্ঠত্বের মুকুটও ধরে রেখেছেন ডুপ্লান্টিস। যদিও বিশ্ব রেকর্ড গড়ার আগেই ৬.১৫ মিটার উচ্চতা পেরিয়ে স্বর্ণ জয় নিশ্চিত করেছিলেন ডুপ্লান্টিস।
এছাড়াও, টোকিওতে ৬ মিটার উচ্চতা টপকে রৌপ্য জিতেছেন গ্রিসের ইমানৌয়েল কারালিস। আর ৫.৯৫ মিটার পেরিয়ে ব্রোঞ্জ জিতেছেন কার্টিস মার্শাল।