ঢাকা , বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ , ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীর ৩টি পেট্রোল পাম্পকে জরিমানা বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিককে খুন করে গাড়িতে ভরে দিলেন শিক্ষক নাবালিকাকে ধর্ষণ করলো পুলিশ কন্সটেবল ওয়ার্ড গার্লকে জোরপূর্বক ধর্ষণ বিসিএস পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি রাকসু নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজনে আরএমপি’র পূর্ণ সহযোগিতার আশ্বাস রংপুরের তারাগঞ্জে ৭ মাস বয়সী শিশুকে গলা কেটে হত্যা, মা আটক শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু ঝিনাইদহে বিষ পানে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা রাজশাহীতে লুণ্ঠিত মালামাল-সহ ৮ ডাকাত গ্রেফতার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রাবি’তে র‌্যাগিংয়ের অভিযোগ, প্রক্টরের কাছে শিক্ষার্থীদের লিখিত অভিযোগ রাজশাহীতে ব্যবসায়ীকে আহত করে সাড়ে ১২লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ সাত দফা দাবিতে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ ও 'লাল অঙ্গীকার' কমসূচি রাজশাহী জেলা সমন্বয় কমিটি থেকে এনসিপি নেত্রীর পদত্যাগ শ্যামলীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ `ভুয়া প্রমাণিত হলে জুলাই যোদ্ধা তালিকা থেকে বাদ` এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় সতর্ক হওয়ার তাগিদ বিএনপির আকাশছোঁয়ার লক্ষ্যে আবারও বিশ্ব রেকর্ড ডুপ্লান্টিসের ত্বকের জন্য নিম ও তুলসী পাতার উপকারিতা ‘অচেনা পুরুষের সঙ্গে এক বিছানায় শুতে পারব না’! তনুশ্রী দত্ত

নাবালিকাকে ধর্ষণ করলো পুলিশ কন্সটেবল

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ১১:০৬:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ১১:০৬:১৫ অপরাহ্ন
নাবালিকাকে ধর্ষণ করলো পুলিশ কন্সটেবল নাবালিকাকে ধর্ষণ করলো পুলিশ কন্সটেবল
নবম শ্রেণির নাবালিকাকে ধর্ষণের অভিযোগ পুলিশ কর্মীর বিরুদ্ধে। ধর্ষণের পর অপমানে আত্মহত্যা করেছে নাবালিকা। জানা গেছে, অভিযুক্ত পুলিশ কর্মী ওই নাবালিকার প্রতিবেশী ছিল।  

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সাঙ্গিপুর থানার অন্তর্গত এলাকায় ১৪ বছর বয়সি এক নাবালিকা ছাত্রী আত্মহত্যা করেছে। প্রতিবেশী তরুণ, এক পুলিশ কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছে নাবালিকার পরিবার।  

পুলিশ আধিকারিক সঞ্জয় রাই জানিয়েছেন, নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই পুলিশ কর্মী। বিয়ের প্রতিশ্রুতি দিয়েই শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার চেষ্টা করেন। নাবালিকা তাতেই বাধা দেয়। শেষমেশ নাবালিকাকে ধর্ষণ করেন ওই পুলিশ কর্মী। ধর্ষণের বিষয়টি প্রথমে বাড়িতে কাউকে জানাননি ভয়ে। সোমবারেই বিষয়টি সে নিজ থেকেই ফাঁস করে। এরপর নিজ বাড়িতেই আত্মহত্যা করে নাবালিকা।  

নাবালিকার পরিবার ইতিমধ্যেই পুলিশ কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তরুণের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বর্তমানে মৌ জেলায় ট্রেনিং নিচ্ছেন ওই পুলিশ কর্মী। পুলিশের একটি টিম সেই জেলা থেকে অভিযুক্তকে আটক করার জন্য রওনা দিয়েছে। ঘটনার তদন্ত জারি রয়েছে।  

প্রসঙ্গত, গত জুলাই মাসেই উত্তরপ্রদেশে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল প্রেমিকের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের কানপুর জেলায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে দু'জনকে বুধবার গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১৫ বছর বয়সি এক কিশোর রয়েছে। তাকে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। চতুর্থ অভিযুক্ত যুবক এখনও পর্যন্ত পলাতক। তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। 

গত সোমবার থানায় পৌঁছে গণধর্ষণের অভিযোগটি জানায় ধর্ষিতা নাবালিকা। সে জানায়, ২৬ জুলাই ধর্ষণের ঘটনা ঘটেছে। ডেপুটি পুলিশ কমিশনার সত্যজিৎ গুপ্ত জানিয়েছেন, ঘটনার দিন নাবালিকা তার প্রেমিক মহেশের (১৯) সথে ছিল। তরুণ ফতেহপুর জেলার বাসিন্দা। জিনিসপত্র কিনে দেওয়ার লোভ দেখিয়ে মহারাজপুরের একটি নির্জন এলাকায় নিয়ে নাবালিকাকে ধর্ষণ করে প্রেমিক মহেশ।  

ওই সময়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেশের আরও দুই বন্ধু।‌ একজন ১৫ বছরের কিশোর ও আরেকজন ১৯ বছরের লাকি। ওই ঘটনার ভিডিও তোলে দুই বন্ধু। তাদের উদ্দেশ্য ছিল, এই ভিডিওটি নিয়ে তারা নাবালিকাকে ব্ল্যাকমেল করতে পারবে। নাবালিকার থেকে সাত হাজার টাকা চেয়েছিল তারা। কিন্তু গণধর্ষনের পর নাবালিকা হাত জোড় করে জানায়, তার কাছে এক টাকাও নেই। সে ওই টাকা দিতে অপারগ।  

অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার অভিষেক পাণ্ডে জানিয়েছেন, সেই রাতেই মহেশের আরও দুই বন্ধু নাবালিকাকে ধর্ষণ করে। তখনই এলাকাটি ছেড়ে পালিয়ে যায় নাবালিকার প্রেমিকা। সেই সময় নাকের দুলটি দিয়ে পালিয়ে বাঁচার চেষ্টা করেছিল সে। কিন্তু তাতে রাজি হয়নি কেউ। নাবালিকাকে গণধর্ষণ করে তারা।  

রাতে নির্জন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা একাই ছিল নাবালিকা।‌ অবশেষে এক অভিযুক্ত তাকে বাইকে করে বাড়ি পৌঁছে দেয়। গত সোমবার নাবালিকার অভিযোগের ভিত্তিতে ক্রাইম ব্রাঞ্চকে নিয়ে মহারাজপুর পুলিশ তদন্ত শুরু করে। মহেশের দুই বন্ধুকে প্রথমে গ্রেপ্তার করে পুলিশ। ১৯ বছরের তরুণকে জেল হেফাজতে নিয়েছে পুলিশ। জুভেনাইল হোমে পাঠানো হয়েছে ১৫ বছরের কিশোরকে।  

মহেশের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। অন্যদিকে নাবালিকার মেডিক্যাল টেস্ট করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সাত দফা দাবিতে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ ও 'লাল অঙ্গীকার' কমসূচি

সাত দফা দাবিতে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ ও 'লাল অঙ্গীকার' কমসূচি