ঢাকা , সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ , ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কে কি লিখছে, তাতে যায় আসে না: ভাবনা যৌন নিপীড়নের সময় ‘আমি তোমাদের মায়ের বয়সী’ বলে কাঁদেন সুদানি নারী ফরিদপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১৫ ধৈর্যের বিনিময় আল্লাহর ভালোবাসা হালালভাবে উপার্জনের জন্য যে ১৩ নিয়ম মানবেন বিশ্বকাপ জিতে মোট ১২৫ কোটি টাকা পাচ্ছেন ভারতের মেয়েরা ফ্রিজে রাখা খুলি দুই মাস পর লাগানো হলো মামুনের মাথায় সমালোচনার মুখে প্রাথমিকের সংগীত শিক্ষক পদ বাতিল আমার মতো নিতম্ব ওরা কখনো দেখেনি: নোরা ফাতেহি পাবনায় নামাজরত বাবাকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ঘে নিহত ২ আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭ বিসিবির পরিচালক হলেন রুবাবা দৌলা না বুঝে সাপ্লিমেন্টে ভরসা রাখা সমস্যার, সুস্থ থাকতে আস্থা থাকুক রান্নাঘরের ৩ উপকরণে প্রবাসী ও জেলে থাকা আসামিরাও এবার ভোট দিতে পারবেন: সিইসি ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু ৬১ হাজার টন গম নিয়ে এল যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জাহাজ বন্ধ হতে পারে ৩ কোটি ৮০ লাখ সিম উপদেষ্টা পরিষদের জরুরি সভায় যে সিদ্ধান্ত হলো তানোরে গো-খাদ্যর সংকট বিপাকে গৃহস্থ-খামারি

রোজ শ্যাম্পুর সময় ৪টি নিয়ম মানলেই চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাবেন

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০২:৫৫:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০২:৫৫:৫৬ অপরাহ্ন
রোজ শ্যাম্পুর সময় ৪টি নিয়ম মানলেই চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাবেন ফাইল ফটো
জট বেঁধে যাওয়া আঠালো মাথা নিয়ে ঘুরে বেড়াতে কেউই পছন্দ করেন না। তবে, রোজ বাড়ি থেকে বেড়োনোর আগে ঝলমলে, কোমল, সুন্দর চুল পেতে গেলে কষ্ট তো করতে হবে। রোজ শ্যাম্পু করলে তবেই চুল উড়িয়ে বেড়ানো যাবে। তবে আলস্য এবং চুলের স্বাস্থ্যের কথা মাথায় রেখে অনেকেই তা করেন না।

প্রতি দিন যে পরিমাণ ধুলো-ময়লা জমে চুলে, তাতে মাথা ভারী হয়ে যায়। অনেক সময় মাথায় যন্ত্রণাও হতে থাকে। এ ছাড়া মাথার ত্বক থেকে এক ধরনের প্রাকৃতিক তেল বা সেবাম নিঃসরণ হয়। যা মাথার ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। কিন্তু অতিরিক্ত সেবাম নির্গত হতে থাকলে চুল আঠালো এবং চিটচিটে হয়ে যায়। উপরন্তু গরমের সময়ে ঘাম জমে জমেও চুলের ক্ষতি হয়। সেই সময়ে রোজ শ্যাম্পু করলে তেলচিটে ভাব কেটে যায়। ত্বক পরিষ্কার থাকে। ফলে খুশকি, শুষ্কতা, ছত্রাকের সংক্রমণের সম্ভাবনা কমে যায়। চুল রোজ পরিষ্কার করলে কেশসজ্জার ক্ষেত্রেও নানা রকমের সুবিধা পাওয়া যায়।

রোজ স্নানের সময় শ্যাম্পু করলে চুল আপাত ভাবে রেশমের মতো দেখায় বটে, কিন্তু এতে ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকে। অতিরিক্ত শ্যাম্পু ব্যবহারের একাধিক অপকারিতা রয়েছে। ঘন ঘন শ্যাম্পু করলে চুলের প্রাকৃতিক তেল কমে যেতে পারে। বাড়তে পারে শুষ্কতা। তবে রোজ শ্যাম্পু করেও কী ভাবে চুলের স্বাস্থ্য ভাল রাখবেন, হদিস দিলেন কেশসজ্জা শিল্পী জাভেদ হাবিব।

জাভেদ বলেন, রোজ শ্যাম্পু করতে হলে নিয়ম মেনে প্রি-কন্ডিশনিংও করতে হবে। প্রি-কন্ডিশনিং-এর চারটি ধাপ রয়েছে।

১. প্রথম চুল ভিজিয়ে নিন, তার পর চুলে তেল লাগান।

২. তেল লাগানোর পর মালিশ করার প্রয়োজন নেই।

৩. লম্বা চুল হলে তেল মাখার পর চিরুনি দিয়ে আঁচড়ে নিন, পাঁচ মিনিট পর চুলে শ্যাম্পু করে নিন।

৪. মাথা ধোয়ার সময় হার্বাল শ্যাম্পু ব্যবহার করুন, শিকাকাই দিয়েও শ্যাম্পু করতে পারেন।

জাভেদ বলেন চুলের এই চার ধাপ মেনে চললেই কিন্তু চুল পড়া ও খুশকির সমস্যা থেকে রেহাই পাবেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
তানোরে গো-খাদ্যর সংকট বিপাকে গৃহস্থ-খামারি

তানোরে গো-খাদ্যর সংকট বিপাকে গৃহস্থ-খামারি