ঢাকা , সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ , ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কে কি লিখছে, তাতে যায় আসে না: ভাবনা যৌন নিপীড়নের সময় ‘আমি তোমাদের মায়ের বয়সী’ বলে কাঁদেন সুদানি নারী ফরিদপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১৫ ধৈর্যের বিনিময় আল্লাহর ভালোবাসা হালালভাবে উপার্জনের জন্য যে ১৩ নিয়ম মানবেন বিশ্বকাপ জিতে মোট ১২৫ কোটি টাকা পাচ্ছেন ভারতের মেয়েরা ফ্রিজে রাখা খুলি দুই মাস পর লাগানো হলো মামুনের মাথায় সমালোচনার মুখে প্রাথমিকের সংগীত শিক্ষক পদ বাতিল আমার মতো নিতম্ব ওরা কখনো দেখেনি: নোরা ফাতেহি পাবনায় নামাজরত বাবাকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ঘে নিহত ২ আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭ বিসিবির পরিচালক হলেন রুবাবা দৌলা না বুঝে সাপ্লিমেন্টে ভরসা রাখা সমস্যার, সুস্থ থাকতে আস্থা থাকুক রান্নাঘরের ৩ উপকরণে প্রবাসী ও জেলে থাকা আসামিরাও এবার ভোট দিতে পারবেন: সিইসি ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু ৬১ হাজার টন গম নিয়ে এল যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জাহাজ বন্ধ হতে পারে ৩ কোটি ৮০ লাখ সিম উপদেষ্টা পরিষদের জরুরি সভায় যে সিদ্ধান্ত হলো তানোরে গো-খাদ্যর সংকট বিপাকে গৃহস্থ-খামারি

পুঠিয়ার মহারাজা রহস্যময় রাজবাড়ীর গল্প নিয়ে হরর শর্টফিল্ম

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৬:১২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৬:১২:০৩ অপরাহ্ন
পুঠিয়ার মহারাজা রহস্যময় রাজবাড়ীর গল্প নিয়ে হরর শর্টফিল্ম পুঠিয়ার মহারাজা রহস্যময় রাজবাড়ীর গল্প নিয়ে হরর শর্টফিল্ম
রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী, যা শুধু ঐতিহাসিক নিদর্শনই নয়, অসংখ্য রহস্য ও অলৌকিক গল্পের কেন্দ্রস্থল, এবার সেইসব উপাখ্যানকে কেন্দ্র করে নির্মিত হয়েছে একটি হরর শর্টফিল্ম, ‘পুঠিয়ার মহারাজা’। এই কাজটি ফুটিয়ে তুলেছেন পুঠিয়া থানার ফুলবাড়ী হাজীপাড়ার কৃতী সন্তান ইলিয়াস হুসাইন। ছোটবেলা থেকেই চলচ্চিত্র ও মাল্টিমিডিয়ার প্রতি তার গভীর অনুরাগ আজ তাকে একজন উদীয়মান চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার হিসেবে পরিচিত করেছে। এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও ইলিয়াস তার স্বপ্ন পূরণে অবিচল ছিলেন এবং নিজের এলাকার প্রতিভা ও ঐতিহ্যকে সকলের সামনে তুলে ধরার সংকল্প নিয়ে কাজ করে যাচ্ছেন।

ইলমাছ মুভিজ নিবেদিত “পুঠিয়ার মহারাজা” শর্টফিল্মটি প্রযোজনা ও পরিবেশনা করেছেন আর জে রাকিব, এবং এটি মুক্তি পাবে পুঠিয়া ডান্স একাডেমীর ইউটিউব চ্যানেলে। এই চলচ্চিত্রে ভৌতিক এক ছোঁয়া রয়েছে; গভীর রাতে পুঠিয়া রাজবাড়ীতে এক নারীর করুণ সুরের গান ভেসে আসে বলে জনশ্রæতি আছে। অনেকেই বিশ্বাস করেন, এক অতৃপ্ত আত্মা আজও সেখানে ঘুরে বেড়ায়।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন স্থানীয় তরুণ অভিনেতারা, যাদের মধ্যে রয়েছেন আর জে রাকিব, মিমি, আখতারুজ্জামান নান্টু, আরিফ এবং আরও অনেকে। শুটিং সেটে উপস্থিত ছিলেন প্রফেসর বজলুর রশিদ, যিনি এই ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন, আমাদের এলাকার ছেলেরা এত মেধাবী এবং এত সুন্দরভাবে কাজ করছে দেখে গর্ব বোধ হচ্ছে। আগে বুঝিনি তারা এত সুন্দর কাজ জানে। তাদের সকলের জন্য রইল শুভকামনা।

অভিনেতা আখতারুজ্জামান নান্টু, যিনি ছবিতে খল চরিত্রে অভিনয় করেছেন, তার অনুভূতি প্রকাশ করে বলেন, এটা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। পুঠিয়ার মানুষদের নিয়ে এমন একটা কাজ করতে পেরে খুব ভালো লাগছে। পরিচালকের কথায় আমি চেয়েছি পুঠিয়ার ঐতিহ্য ও প্রতিভা যেন হারিয়ে না যায়। এ জায়গার ইতিহাস শুধু বইয়ের পাতায় থাকবে না, দর্শকরা চোখেও দেখবে, অনুভব করবে।

বর্তমানে ইলিয়াস হুসাইন তার নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লস্কর’-এর নির্মাণে ব্যস্ত রয়েছেন, যা বাস্তব ও কল্পনার মিশেলে একটি ভিন্নধর্মী সিনেমা হতে চলেছে।

দর্শকরা “পুঠিয়ার মহারাজা” শর্টফিল্মটির ট্রেইলার পুঠিয়া ডান্স একাডেমীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারেন। ইতোমধ্যেই এই কাজটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং অনেকেই আশা করছেন পুঠিয়ার অতীত ঐতিহ্য নিয়ে ভবিষ্যতে আরও অনেক ভিডিও তৈরি হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
তানোরে গো-খাদ্যর সংকট বিপাকে গৃহস্থ-খামারি

তানোরে গো-খাদ্যর সংকট বিপাকে গৃহস্থ-খামারি