ঢাকা , সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ , ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কে কি লিখছে, তাতে যায় আসে না: ভাবনা যৌন নিপীড়নের সময় ‘আমি তোমাদের মায়ের বয়সী’ বলে কাঁদেন সুদানি নারী ফরিদপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১৫ ধৈর্যের বিনিময় আল্লাহর ভালোবাসা হালালভাবে উপার্জনের জন্য যে ১৩ নিয়ম মানবেন বিশ্বকাপ জিতে মোট ১২৫ কোটি টাকা পাচ্ছেন ভারতের মেয়েরা ফ্রিজে রাখা খুলি দুই মাস পর লাগানো হলো মামুনের মাথায় সমালোচনার মুখে প্রাথমিকের সংগীত শিক্ষক পদ বাতিল আমার মতো নিতম্ব ওরা কখনো দেখেনি: নোরা ফাতেহি পাবনায় নামাজরত বাবাকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ঘে নিহত ২ আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭ বিসিবির পরিচালক হলেন রুবাবা দৌলা না বুঝে সাপ্লিমেন্টে ভরসা রাখা সমস্যার, সুস্থ থাকতে আস্থা থাকুক রান্নাঘরের ৩ উপকরণে প্রবাসী ও জেলে থাকা আসামিরাও এবার ভোট দিতে পারবেন: সিইসি ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু ৬১ হাজার টন গম নিয়ে এল যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জাহাজ বন্ধ হতে পারে ৩ কোটি ৮০ লাখ সিম উপদেষ্টা পরিষদের জরুরি সভায় যে সিদ্ধান্ত হলো তানোরে গো-খাদ্যর সংকট বিপাকে গৃহস্থ-খামারি

রাজশাহীতে চতুর্থবারের মতো বাড়ছে নদ-নদীর পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৬:১৬:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৬:১৬:০৩ অপরাহ্ন
রাজশাহীতে চতুর্থবারের মতো বাড়ছে নদ-নদীর পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল রাজশাহীতে চতুর্থবারের মতো বাড়ছে নদ-নদীর পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল
চলতি মৌসুমে চতুর্থবারের মতো রাজশাহী অঞ্চলের প্রধান নদ-নদী, যেমন পদ্মা, মহানন্দা, পুনর্ভবা এবং পাগলার পানি বৃদ্ধি পাচ্ছে। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিপৎসীমার ৯৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর ফলে রাজশাহীর পদ্মাতীরবর্তী এলাকার নিম্নাঞ্চল ও ফসলি জমি আবারও তলিয়ে গেছে। অনেক বাড়িঘর ও স্থাপনা ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। তবে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন যে কোনো নদীর পানি এখনও বিপৎসীমা অতিক্রম করেনি।

জানা গেছে, পদ্মার চরাঞ্চলের অল্প কিছু বাড়িতে পানি প্রবেশ করেছে যা বন্যাস্তরের নিচে ছিল। এছাড়া নদীতীরের নিচু জমিতে বপন করা মাষকলাইয়ের খেত সম্পূর্ণ ডুবে গেছে।

জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত জুলাই মাসের শুরুতে প্রথম দফায় নদীগুলোতে পানি বৃদ্ধি পায়, যা মাসের শেষের দিকে কমতে শুরু করে। এরপর ৪ আগস্ট দ্বিতীয় দফায় পানি বাড়তে শুরু করে এবং ১৩ আগস্ট পদ্মার পানি বিপৎসীমার মাত্র ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। ১৫ আগস্ট পাঁচটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত করার পর পানি আবার কমতে শুরু করে।

তৃতীয় দফায় নদীগুলোর পানি সবচেয়ে বেশি বেড়ে অনেক স্থানে বন্যা পরিস্থিতি সৃষ্টি করে, যা মানুষকে দীর্ঘ দুর্ভোগে ফেলে এবং পানি নেমে যেতে বেশ কয়েক দিন সময় লাগে। গত ২৭ আগস্ট থেকে আবারও পদ্মার পানি বাড়তে শুরু করে এবং ৫ সেপ্টেম্বর পদ্মা বিপৎসীমার ১০৫ সেন্টিমিটার নিচে ২১ মিটারে প্রবাহিত হয়ে কমতে থাকে। মহানন্দা তখন বিপৎসীমার ১৪৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

চতুর্থ দফায় গত ১০ সেপ্টেম্বর থেকে পদ্মার পানি বাড়তে শুরু করেছে। এক সপ্তাহে ৫৫ সেন্টিমিটার বা প্রায় ২ ফুট বেড়ে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিপৎসীমার ৯৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার রাতে জেলা পাউবো উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাহবুব রাশেল বলেন, ভারত থেকে আসা পানি ও বৃষ্টিপাতের কারণে জেলার নদীগুলোর পানি মৌসুমে ৪ বার বাড়ল। চলতি দফায় আর তেমন বাড়ার সম্ভাবনা নেই। নদীর পানি ২-১ দিন সামান্য বাড়লেও এরপর স্থির হয়ে কমতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। পানি বৃদ্ধির কারণে পদ্মা ও মহানন্দার কয়েকটি পয়েন্টে চলমান ভাঙন এখন কম। তবে পানি নামতে শুরু করলে ভাঙন বাড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াসিন আলী স্বীকার করে বলেন, চতুর্থ দফায় নদীর পানি বৃদ্ধিতে নিচু জমির কিছু মাষকলাই ক্ষতিগ্রস্থ হয়েছে। চলমান বৃষ্টিপাতও সমস্যা সৃষ্টি করছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
তানোরে গো-খাদ্যর সংকট বিপাকে গৃহস্থ-খামারি

তানোরে গো-খাদ্যর সংকট বিপাকে গৃহস্থ-খামারি