ঢাকা , মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ , ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে কারণে নাচোলের ইউএনও’র ডিএনএ টেস্ট করাবে দুদক বগুড়ায় বাড়ি থেকে ডেকে ব্যবসায়ীকে হত্যা ভিন্‌ধর্মী বিয়েতে পরিবারের মত ছিল না? কটাক্ষ নিয়ে অবশেষে মুখ খুললেন সোনাক্ষী নোয়াখালীতে ট্রাক চাপায় নিহত ৬ রাজশাহী নগরীতে হেরোইনসহ যুবক গ্রেফতার রাজশাহীতে এ বছরের প্রথম কুয়াশার চাদর রাজশাহীতে আদিবাসী পরিবারকে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন দুই বছর টানা যুদ্ধ চালিয়েও লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরায়েল অ্যান্টার্কটিকায় ৬০ দিনে গলে গেল অর্ধেক বরফ, ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা অভিনেত্রীকে অশ্লীল মেসেজ ও ভিডিও পাঠিয়ে হেনস্তা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় গায়িকা সানি লিওনের সঙ্গী এবার করণ কুন্দ্রা! ‘বিগ বস ১৯’-এর বিজয়ীর নাম প্রকাশ, স্ক্রিপ্ট ফাঁস! মায়ের কান্নার ভিডিও দেখে ফারহানকে ফেরত দিয়ে গেল অপহরণকারী মসজিদ নির্মাণ নিয়ে ২ পক্ষের সংঘর্ষ নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ৫ বিএনপির প্রার্থী তালিকা থেকে ১ জনের নাম স্থগিত বিএনপিকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কেশরহাটে সংবাদ সম্মেলন নিয়ামতপুরে সাথী পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন কর্মজীবী মা-বাবাদের জন্য হপ লুনের ‘প্লে ইট ফরওয়ার্ড’ উদ্যোগ

‘শক্তি শালিনী’ ছবিতে কিয়ারার বদলে অনীত

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৩:২৫:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৩:২৫:১৬ অপরাহ্ন
‘শক্তি শালিনী’ ছবিতে কিয়ারার বদলে অনীত অনীত পাড্ডা ও কিয়ারা আডবানি। ছবি- সংগৃহীত
বলিউড অভিনেত্রী অনীত পাড্ডা তার প্রথম ছবি ‘সাইয়ারা’ দিয়ে ব্যাপক সাড়া ফেলার পর থেকেই তার নতুন কাজ নিয়ে ভক্তদের কৌতূহল বাড়ছে। সম্প্রতি গুঞ্জন উঠেছে যে, তিনি ম্যাডক ফিল্মসের নতুন ছবি ‘শক্তি শালিনী’-তে কিয়ারা আডবানির বদলে অভিনয় করতে চলেছেন। যদিও এই জল্পনা নিয়ে প্রযোজনা সংস্থাটি একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে।

একটি সূত্রের খবর, ম্যাডক ফিল্মসের কর্ণধার দীনেশ ভিজান তার হরর-কমেডি ইউনিভার্স-এর নতুন অধ্যায়ে নতুন মুখ আনতে আগ্রহী। সূত্রটি জানায়, "দীনেশ অনীতের 'সাইয়ারা'-তে করা কাজ পছন্দ করেছেন এবং তার হরর-কমেডি ইউনিভার্সের পরবর্তী অধ্যায়ের জন্য তাকেই বেছে নিয়েছেন।"

সূত্রের দাবি অনুযায়ী, অনীত এরই মধ্যে লুক টেস্টের কাজ শেষ করেছেন এবং খুব শিগগিরই তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ছবিটি ২০২৫ সালের শেষের দিকে ফ্লোরে যাবে বলে জানা গেছে। পরিচালকের নাম এখনো গোপন রাখা হলেও, 'মুঞ্জিয়া' খ্যাত আদিত্য সরপোতদার অথবা অজিতপাল সিং-এর নাম বিবেচনা করা হচ্ছে।

এর আগে একটি প্রতিবেদনে বলা হয়েছিল, কিয়ারা আডবানি ‘শক্তি শালিনী’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করতে পারেন। সেই প্রতিবেদন অনুযায়ী, ছবির জন্য এমন একজন অভিনেত্রীকে দরকার, যিনি একইসঙ্গে দৃঢ়তা এবং দুর্বলতা ফুটিয়ে তুলতে পারবেন, আর কিয়ারা এই চরিত্রের জন্য উপযুক্ত। তবে তখনো চূড়ান্ত কিছু জানানো হয়নি।

আরেকটি প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ছবির কাজ শুরু হবে এবং কিয়ারা আডবানিই এই ছবিতে প্রধান ভূমিকায় থাকবেন।

অনীত পাড্ডা কিয়ারা আডবানির জায়গায় থাকছেন— এই গুঞ্জন যখন তুঙ্গে, তখনই ম্যাডক ফিল্মস একটি বিবৃতি জারি করে। বিবৃতিতে বলা হয়, "আমাদের হরর-কমেডি ইউনিভার্স নিয়ে যে উৎসাহ রয়েছে, আমরা তার প্রশংসা করি। তবে আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে, ‘শাক্তি শালিনী’ এবং ‘মহা মুঞ্জিয়া’-এর মতো আসন্ন ছবিগুলোর কাস্টিং নিয়ে যে কোনও খবর সম্পূর্ণরূপে অনুমান-ভিত্তিক। আমরা গণমাধ্যমকে অনুরোধ করছি ভুল তথ্য না ছড়াতে এবং আমাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে।"

যদিও এই জল্পনা চলছে, ম্যাডক স্টুডিও তাদের পরবর্তী হরর-কমেডি ছবি ‘থামা’-এর মুক্তির প্রস্তুতি নিচ্ছে। এই ছবিতে আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মান্দানা এবং নওয়াজউদ্দিন সিদ্দিকীকে প্রধান চরিত্রে দেখা যাবে। ছবিটি ভ্যাম্পায়ারদের নিয়ে তৈরি হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রাজশাহী নগরীতে হেরোইনসহ যুবক গ্রেফতার

রাজশাহী নগরীতে হেরোইনসহ যুবক গ্রেফতার