ঢাকা , সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ , ৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় রাবিতে তদন্ত কমিটি গঠন পোষ্য কোটা পুনর্বহাল ও শিক্ষক হেনস্তা, রাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, ছাত্রশিবির রাজশাহী মহানগরী জামায়াতের থানা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্কে উত্তেজনা গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনে প্রতিনিধি শশুর-শাশুড়ির বিরুদ্ধে স্ত্রীকে আটক রাখার অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দর দিয়ে ভারত থেকে এলো ৬০ টন টমেটো নওগাঁর বদলগাছীতে গর্ভবতী গাভী জবাই করে মাংস বিক্রি করলো কসাই! মহানগরীর একটি মাদ্রাসায় শিক্ষার্থীকে দফায় দফায় নির্যাতন সোনাইমুড়ীতে গাঁজাসহ তরুণী আটক খুলনায় স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৩০ বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার জানাজায় অংশ নিতে গিয়ে সড়কে ঝরল যুবকের প্রাণ রাজশাহীর বাঘায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়ালেন বিএনপির মিঠু দামুড়হুদায় ঋণের বোঝা সইতে না পেরে প্রাণ দিলেন শামীমুর পার্লারে ফেলে যাওয়া ব্যাগ থেকে পিস্তল ও ১০ লাখ জাল টাকা উদ্ধার নিষেধাজ্ঞার সিদ্ধান্ত স্থগিত না করলে আনবিক সংস্থাকে সহযোগিতা বন্ধের ঘোষণা ইরানের গাজায় গণহত্যার বিষয় জাতিসংঘে তুলবেন তুর্কি প্রেসিডেন্ট যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো লাদাখে শুটিংয়ে আহত সালমান খান

প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্কে উত্তেজনা

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ১২:৫৯:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ১২:৫৯:৫১ পূর্বাহ্ন
প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্কে উত্তেজনা প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্কে উত্তেজনা
অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে নিউ ইয়র্কে আগমনকে কেন্দ্র করে বিএনপি-আ.লীগের পাল্টাপাল্টি কর্মসুচি ঘোষণায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সময় শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বিএনপি ও আ.লীগের পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সমাবেশ দুটি থেকে বিক্ষোভ ও শাান্তি কর্মসুচি ঘোষণা করেন উভয় দলের নেতাকর্মীরা। পাল্টাপাল্টি কর্মসুচি ঘোষণার ফলে প্রবাসীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আগমনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র বিএনপি-আ.লীগের নেতাকর্মীরা নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আনন্দ সমাবশ ও বিক্ষোভ কর্মসুচি ঘোষণা করেছে।

শনিবার সন্ধ্যায় ডাইভার সিটি প্লাজায় অনুষ্ঠিত সভায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের বিক্ষোভ কর্মসুচি ঘোষণা করে আওয়ামীলীগের নেতারা বলেন, যুক্তরাষ্ট্রে খুনি-ফ্যাসিস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দলের পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। অবৈধ সরকারের জাতিসংঘে সাধারণ অধিবেশনে অংশগ্রহণের সুযোগ নেই।

জনগণের টাকায় খুনি-ফ্যাসিস্ট ইউনূসের সাথে বিএনপির কোন শীর্ষ নেতার জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ সমীচীন হবে না। যেখানেই খুনি-ফ্যাসিস্ট ইউনূস সেখানেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বলে উল্লেখ করেছেন নেতারা।

এদিকে, জাতিসংঘের অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে নিউ ইয়র্ক আগত প্রধান উপদেষ্টা ড.মোহাম্মাদ ইউনুস, বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর,জননেতা তারেক রহমানের বৈদেশিক বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ুন কবীরসহ সফরসঙ্গীদের স্বাগত জানিয়ে শনিবার সন্ধ্যায় জ‍্যাকসন হাইট্সে তাৎক্ষনিক মিছিল ও পথসভা করেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা। পতিত স্বৈরাচারের কোন পাতি নেতার ভয়ঙ্কর রুপ দেখানোর হুমকিকে প্রতিহত করার ঘোষণা করেন নেতারা।

জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ও প্রধান উপদেষ্টার আবাসিক এলাকায় তারা শান্তি সমাবেশ করবে বলে দলের একটি সুত্র জানিয়েছেন। যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে তারা খেয়াল রাখবেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টা ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে চারজন রাজনৈতিক নেতা থাকছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, 'সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. নকিবুর রহমান এবং এনসিপির তাসনিম জারা।

প্রধান উপদেষ্টা বিগত এক বছরে দেশে সংঘটিত সংস্কার এবং আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন।

এ ছাড়া আগামী তিনি ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে ‘হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনোরিটিস ইন মিয়ানমার’ শীর্ষক এক উচ্চপর্যায়ের সভায়ও অংশ নেবেন।

গত বছর যা ঘটেছিল নিউ ইয়র্কের জে এফ কে বিমানবন্দরে (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আনন্দ সমাবেশ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এবং একই সাথে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট ২৩ সেপ্টেম্বর ২০২৪ (নিউইয়র্ক সময়) রাত ১০ টা ১০ মিনিটে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি আট নম্বর টার্মিনালে অবতরণের আগেই বাইরে পক্ষে-বিপক্ষে বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা টার্মিনাল এলাকা। ওইদিন সন্ধ্যা থেকেই জেএফকে বিমাবন্দরে জড়ো হয় প্রধান উপদেষ্টা বরণ করতে আসা যুক্তরাষ্ট্র বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নানা ধরনের শ্লোগান দিতে থাকেন। টার্মিনালের আরেক পাশে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনগুলো প্রতিরোধের লক্ষ্যে প্রতিবাদসহ বিক্ষোভ প্রদর্শন করেন।

জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডিএম সালাউদ্দিন মাহমুদ বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানানোর পর মোটর শোভাযাত্রা সহকারে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ম্যানহাটনের অভিজাত হোটেলে নিয়ে যাওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীর একটি মাদ্রাসায়  শিক্ষার্থীকে দফায় দফায় নির্যাতন

মহানগরীর একটি মাদ্রাসায় শিক্ষার্থীকে দফায় দফায় নির্যাতন