সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে লাতিন আমেরিকার দেশ পেরু। দেশটির রাজধানী লিমায় জেন-জি তরুণদের বিক্ষোভে সহিংসতায় প্রায় অর্ধশত আহত হয়েছে। এদের মধ্যে পুলিশ সদস্য ও সাংবাদিকও রয়েছেন।
রবিবার (২১ সেপ্টেম্বর) টানা দ্বিতীয় দিনের বিক্ষোভে জেন-জি প্রজন্ম সরকারি ভবনের দিকে অগ্রসর হলে পুলিশের বাধার মুখে সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশকে লক্ষ্য করে বোতল ও পাথর ছুঁড়ে মারে বিক্ষোভকারীরা। প্রতিরোধে কাঁদানে গ্যাস ও গুলি ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ।
প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতি ও পেনশন সংস্কারসহ নানা অভিযোগ রয়েছে জেন-জি প্রজন্মের।
সাম্প্রতিক জনমত জরিপেও জনগণের চোখে সরকার ও রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়েছে। বিক্ষোভে তরুণদের ওপর দমন-পীড়নে পুলিশের নিন্দা জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন ও পেরুর জাতীয় মানবাধিকার সমন্বয়ক সংস্থা। পেরুর আগে শ্রীলঙ্কা, নেপাল ও ইন্দোনেশিয়াতেও একই ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়েছিলো।
রবিবার (২১ সেপ্টেম্বর) টানা দ্বিতীয় দিনের বিক্ষোভে জেন-জি প্রজন্ম সরকারি ভবনের দিকে অগ্রসর হলে পুলিশের বাধার মুখে সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশকে লক্ষ্য করে বোতল ও পাথর ছুঁড়ে মারে বিক্ষোভকারীরা। প্রতিরোধে কাঁদানে গ্যাস ও গুলি ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ।
প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতি ও পেনশন সংস্কারসহ নানা অভিযোগ রয়েছে জেন-জি প্রজন্মের।
সাম্প্রতিক জনমত জরিপেও জনগণের চোখে সরকার ও রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়েছে। বিক্ষোভে তরুণদের ওপর দমন-পীড়নে পুলিশের নিন্দা জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন ও পেরুর জাতীয় মানবাধিকার সমন্বয়ক সংস্থা। পেরুর আগে শ্রীলঙ্কা, নেপাল ও ইন্দোনেশিয়াতেও একই ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়েছিলো।