ঢাকা , বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ , ৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদ্রাসা ছাত্রকে মুঠে বালিশ চেপে জোরপূর্বক বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার বাইক টা দিছে শ্বশুরমশাই- বাইক পাকিস্তান পিটিএ চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়েছে আদালত জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছালেন প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে এনসিপি নেতা আখতারের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় আ.লীগকর্মী গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবার সাক্ষাত যুক্তরাষ্ট্রে আখতারের ওপর হামলার ঘটনায় তাসনিম জারার পোস্ট এএসপি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরালেন আরএমপি পুলিশ কমিশনার অপ্রিয় সত্য প্রকাশ - বিপুল চন্দ্র রায় সিরাজগঞ্জে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, কাভার্ড ভ্যান জব্দ বিএমডিএ'র নির্বাহী প্রকৌশলী এজাদুলের বিরুদ্ধে বিভাগীয় মামলা খুলনায় আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, ২০ নারী-পুরুষ গ্রেপ্তার পায়ে লিখে এইচএসসি পাস, হাত না থাকায় জুটছে না এনআইডি রাজশাহী-ঢাকা বাস চলাচল ৩৬ ঘণ্টা পর শুরু মধ্যরাতে অনৈতিক সম্পর্কে পুত্রবধূ, শ্বশুরের কাছে হাতেনাতে ধরা ধামরাইয়ে পরকীয়া ও ছিনতাইয়ের জালে প্রাণ গেল সায়েদুরের এক নারীকে স্ত্রী দাবি করে দুইজনের টানাটানি স্বামীকে বেঁধে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ ‘কাটা লাগা’ গার্ল শেফালির মৃত্যু, নতুন তথ্য ফাঁস করলেন স্বামী ফিলিস্তিনে হত্যাকাণ্ডের জন্য শুধু ইসরায়েল নয়, নরেন্দ্র মোদিও দায়ী: প্রকাশ রাজ

এক নারীকে স্ত্রী দাবি করে দুইজনের টানাটানি

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ১০:২৯:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ১০:২৯:২৪ অপরাহ্ন
এক নারীকে স্ত্রী দাবি করে দুইজনের টানাটানি এক নারীকে স্ত্রী দাবি করে দুইজনের টানাটানি
ফরিদপুরের কানাইপুর এলাকার বিকাশ অধিকারী, ফরিদপুর সদরের বাসিন্দা পলাশ কুন্ডু একই এলাকার সীমা অধিকারীকে স্ত্রী দাবি করে দুই স্বামীর হাতাহাতি-টানাটানি করে। এ যেন ভারতীয় সিরিয়ালের বাংলা পর্ব। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে যশোর শহরের চারখাম্বার মোড়ে এ ঘটনা ঘটে। 

পরিস্থিতি সামলাতে পুলিশ থানায় নিয়েও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। অগত্যা তিনজনকেই পাঠানো হয়েছে কারাগারে।

যশোর কোতোয়ালি থানা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে শহরের চারখাম্বার মোড়ে কমলা রঙের সালোয়ার কামিজ পরিহিত এক নারীকে নিয়ে টানাটানি করছিলেন দুই ব্যক্তি। তারা দুজনই ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করছিলেন। একপর্যায়ে শুরু হয় হাতাহাতি। দুজনের টানাটানি ও হাতাহাতি দেখে ভিড় করেন উৎসুক জনতা। কেউ কেউ ভিডিও করতেও শুরু করেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তিনজনকেই নিয়ে যায় থানায়। এরপর সেখানেই শুরু হয় নাটকের পরবর্তী অংশ। থানা চত্বরেই তারা কয়েক দফা নিজেদের মধ্যে শুরু করেন টানাটানি-হাতাহাতি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিনজনকেই ১৫১ ধারায় (নিরাপদ হেফাজত) মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠায়। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফরিদপুরের কানাইপুরের বাসিন্দা বিকাশ অধিকারী। তার সঙ্গে সীমা অধিকারীর প্রায় ৩৬ বছরের সংসার। এই সংসারে তাদের এক ছেলে ও এক মেয়ে আছে। কিন্তু সেই সংসার ছেড়ে সীমা অধিকারী ফরিদপুর সদরের বাসিন্দা পলাশ কুন্ডুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। শুধু তাই নয়, বিকাশ অধিকারীর ঘর ছেড়ে পলাশের হাত ধরে তিনি ভারতে চলে যান এবং সেখানে তারা বিয়েও করেন। এরপর সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে তারা যশোরে এসে একটি হোটেলে ওঠেন। বিষয়টি জানতে পেরে বিকাশের সন্দেহ হয় এবং তিনি সেই হোটেলে যান। এরপরই ত্রিমুখী এই ঝামেলা গড়ায় থানা পর্যন্ত।

সীমার দ্বিতীয় স্বামী পলাশ কুন্ডু জানান, সীমার সঙ্গে তার তিন বছরের সম্পর্ক। তারা দুজনেই স্বেচ্ছায় বিয়ে করেছেন। এখন একসঙ্গে থাকতে চান। কিন্তু তাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন বিকাশ।

এ বিষয়ে সীমা অধিকারী বলেন, ‌বিকাশের সংসারে তিনি নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতেন। সেই অত্যাচার সহ্য করতে না পেরে তিনি বাধ্য হয়ে বিকাশকে ছেড়ে পলাশকে বিয়ে করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি আর বিকাশের সঙ্গে সংসার করবেন না। তবে প্রথম স্বামী বিকাশ অধিকারীর দাবি, সীমার পরকীয়ায় কারণে তাদের সাজানো সংসার ভেঙে যাচ্ছে। সীমা শুধু বাড়ি ছাড়েননি, বরং পালিয়ে যাওয়ার সময় নগদ টাকা ও গয়নাও নিয়ে গেছেন। তিনি সীমাকে যে কোনো মূল্যে বাড়িতে ফিরিয়ে নিতে চান।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায় দীর্ঘক্ষণ তাদের সঙ্গে কথা বলেও কোনো সিদ্ধান্তে আসা যায়নি। পরে ১৫১ ধারায় তাদের আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। একইসঙ্গে তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে।

এ বিষয়ে যশোর আদালতের কোট পরিদর্শক রোকসানা খাতুন বলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক শান্তনু কুমার মন্ডল তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিক সাবেক কাউন্সিলর ও আ’লীগ নেতা পচা গ্রেফতার

রাসিক সাবেক কাউন্সিলর ও আ’লীগ নেতা পচা গ্রেফতার