গ্রীষ্মের গরমে
- নাজিয়া নুশরাত
গ্রীষ্মের গরমে
খাল বিল চৌচির
জল নেই পুকুরে।
সূর্যি মামার তাপ
কত তেজি ওরে বাপ
যাচ্ছে পুড়ে ত্রিভুবন
দিশেহারা জনগণ।
গ্রীষ্মের গরমে
বিদ্যুৎ লোডশেডিং
শান্তি সুখ হচ্ছে মিসিং
পড়ছে পোশাক যায় দেখা
লজ্জা পায় শরমে।
গ্রীষ্মের গরমে
জনজীবন বেসামাল
কত কষ্ট আহারে
পৃষ্ঠভূবন ধন্য কর
আর্জি প্রভু তোমারে ।।
- নাজিয়া নুশরাত
গ্রীষ্মের গরমে
খাল বিল চৌচির
জল নেই পুকুরে।
সূর্যি মামার তাপ
কত তেজি ওরে বাপ
যাচ্ছে পুড়ে ত্রিভুবন
দিশেহারা জনগণ।
গ্রীষ্মের গরমে
বিদ্যুৎ লোডশেডিং
শান্তি সুখ হচ্ছে মিসিং
পড়ছে পোশাক যায় দেখা
লজ্জা পায় শরমে।
গ্রীষ্মের গরমে
জনজীবন বেসামাল
কত কষ্ট আহারে
পৃষ্ঠভূবন ধন্য কর
আর্জি প্রভু তোমারে ।।