ঢাকা , শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ১১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জেরে নারীকে গলা কেটে হত্যা লাদাখে কারফিউ জারি করল নয়াদিল্লি চাঁপাই-রাজশাহী-নাটোর থেকে আবারও দূরপাল্লার বাস চলাচল বন্ধ চাঁপাইনবাবগঞ্জে চলছে প্রতিমা তৈরীর শেষ মুহূর্তের কাজ জুলাই অভ্যুত্থানের ৬৫টি হত্যাসহ ১১৩ মামলার তদন্ত করছে সিআইডি থানায় পুলিশের সাহায্য চাইতে গিয়ে ধর্ষনের শিকার এক মহিলা! বিশ্বজুড়ে কর্মরত মার্কিন জেনারেল-অ্যাডমিরালদের হঠাৎ তলব জুমার দিন পরিষ্কার-পরিচ্ছন্নতার ‍গুরুত্ব ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় সম্পর্ক উত্তেজনাপূর্ণ: ড. ইউনূস সুনামগঞ্জে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী গ্রেফতার বগুড়ায় ট্রাক-সিএনজির সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩ ফাইনালে উঠে হুঙ্কার ছুড়লেন পাকিস্তান অধিনায়ক ফরিদপুরের কুমার নদে ডুবে দাদি ও দুই নাতির মৃত্যু রংপুরে বালুবোঝাই ট্রাকের পিকআপ ভ্যানে ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩ আল্লাহর সঙ্গে ভালোবাসা ও সম্পর্ক বৃদ্ধির ৫ আমল কাজের ফাঁকে চলুক টুকটাক খাওয়া, বাড়বে না ওজন প্রেমপর্ব পেরিয়ে বছরশেষে বিয়ের পিঁড়িতে শ্রদ্ধা কপূর! দিল্লির অভিযুক্ত ‘বাবা’ চৈতন্যানন্দের দশ কীর্তি ফাঁস! যে ভাবে হেনস্থা করতেন ছাত্রীদের জয়পুরহাটে প্রকাশ্যে মাদ্রাসা শিক্ষককে মারধর, দুই ভাইয়ের কারাদণ্ড

আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন, সেটা কাজে লাগান: প্রভা

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ০২:৩১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০২:৩১:৫৫ অপরাহ্ন
আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন, সেটা কাজে লাগান: প্রভা ছবি- সংগৃহীত
বিজ্ঞাপনচিত্র ও নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নেন সাদিয়া জাহান প্রভা। এরপর হয়ে পড়েন তুমুল ব্যস্ত। তবে নানান কারণে সেই পথচলায় হঠাৎ ছন্দপতন হয়। হয়ে পড়েন অভিনয়ে অনিয়মিত। তবে সব ঝামেলা চুকিয়ে নতুন উদ্দ্যমে কাজে ফিরেছেন তিনি।

কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব প্রভা।  নিজের মনের অনুভূতিগুলো ফেবুকে প্রকাশ করেন ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। তবে বিপত্তি বেঁধেছে অন্য জায়গায়, ফেসবুক জুড়ে অভিনেত্রীর নামে একাধিক ফেক অ্যাকাউন্ট। ফলে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ কমে গেছে প্রভার। 

সম্প্রতি এক লাইভে তিনি জানিয়েছেন তার ফেসবুকে রিচ কমে গেছেন এবং অনুরাগীদের সতর্ক করে বলেছেন ফেক অ্যাকাউন্ট থেকে রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী লেখা বা অর্থ দাবি করা হলে তা যেন কেউ বিশ্বাস না করেন। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে লাইভে ভক্তদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন প্রভা। লাইভ চলাকালীন সময় একজন দর্শক তাঁকে জানান, তার ছবি ব্যবহার করে একাধিক ফেক অ্যাকাউন্ট চালানো হচ্ছে।

এ বিষয়ে প্রভা বলেন, হ্যাঁ, অনেকগুলো ফেক আইডি দেখেছি। এমনকি আমার ছবিসহ পোস্ট দিয়ে লেখা হচ্ছে, আইডির রিচ কমে গেছে, সবাই কমেন্টে সাড়া দিন। এগুলো মোটেও আমার নয়।

ফেক আইডি নিয়ে লাইভে ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রভা বলেন, আপনাদের কি কোনো যোগ্যতা নেই যে, আমার ছবি বা কাজ দিয়ে ফেক করতে হবে? আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন, সেটা কাজে লাগান। কিন্তু, এসব নকল প্রোফাইল বন্ধ করুন।

প্রভা তার অনুরাগীদের সতর্ক করে বলেন, ভুয়া আইডি থেকে রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী লেখা বা অর্থ দাবি করা হলে তা বিশ্বাস করবেন না। আমার নামের প্রোফাইল ব্যবহার করে যদি কেউ এমন কিছু করে, সেটা আমি নই। দয়া করে, বিচার করবেন না।

সম্প্রতি ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন প্রভা। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেনা পাওনা’ গল্প অবলম্বনে নির্মাণ করা হচ্ছে দেনা পাওনা। এটি সরকারি অনুদানের ছবি। এতে নিরুপমা চরিত্রে অভিনয় করবেন তিনি। প্রভার বিপরীতে দেখা যাবে মামনুন ইমনকে। জমিদারের ছেলের চরিত্রে দেখা যাবে তাকে। কলকাতার একজন ম্যাজিস্ট্রেট সে। অন্যদিকে নিরুপমা চরিত্রটি গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের ঘরের। অসচ্ছল পিতা বিয়েতে পণ দিতে ব্যর্থ হলে আত্মহত্যা করে নিরুপমা। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
চাঁপাই-রাজশাহী-নাটোর থেকে আবারও দূরপাল্লার বাস চলাচল বন্ধ

চাঁপাই-রাজশাহী-নাটোর থেকে আবারও দূরপাল্লার বাস চলাচল বন্ধ