ঢাকা , শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ১১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জেরে নারীকে গলা কেটে হত্যা লাদাখে কারফিউ জারি করল নয়াদিল্লি চাঁপাই-রাজশাহী-নাটোর থেকে আবারও দূরপাল্লার বাস চলাচল বন্ধ চাঁপাইনবাবগঞ্জে চলছে প্রতিমা তৈরীর শেষ মুহূর্তের কাজ জুলাই অভ্যুত্থানের ৬৫টি হত্যাসহ ১১৩ মামলার তদন্ত করছে সিআইডি থানায় পুলিশের সাহায্য চাইতে গিয়ে ধর্ষনের শিকার এক মহিলা! বিশ্বজুড়ে কর্মরত মার্কিন জেনারেল-অ্যাডমিরালদের হঠাৎ তলব জুমার দিন পরিষ্কার-পরিচ্ছন্নতার ‍গুরুত্ব ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় সম্পর্ক উত্তেজনাপূর্ণ: ড. ইউনূস সুনামগঞ্জে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী গ্রেফতার বগুড়ায় ট্রাক-সিএনজির সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩ ফাইনালে উঠে হুঙ্কার ছুড়লেন পাকিস্তান অধিনায়ক ফরিদপুরের কুমার নদে ডুবে দাদি ও দুই নাতির মৃত্যু রংপুরে বালুবোঝাই ট্রাকের পিকআপ ভ্যানে ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩ আল্লাহর সঙ্গে ভালোবাসা ও সম্পর্ক বৃদ্ধির ৫ আমল কাজের ফাঁকে চলুক টুকটাক খাওয়া, বাড়বে না ওজন প্রেমপর্ব পেরিয়ে বছরশেষে বিয়ের পিঁড়িতে শ্রদ্ধা কপূর! দিল্লির অভিযুক্ত ‘বাবা’ চৈতন্যানন্দের দশ কীর্তি ফাঁস! যে ভাবে হেনস্থা করতেন ছাত্রীদের জয়পুরহাটে প্রকাশ্যে মাদ্রাসা শিক্ষককে মারধর, দুই ভাইয়ের কারাদণ্ড

আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দুই ছাত্র হত্যা মামলার বিচার শুরু, রুবেল ও ডাবলু সরকারকে ঢাকায় কারাগারে প্রেরণ

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ০৫:০০:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০৫:০০:৪৪ অপরাহ্ন
আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দুই ছাত্র হত্যা মামলার বিচার শুরু, রুবেল ও ডাবলু সরকারকে ঢাকায় কারাগারে প্রেরণ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দুই ছাত্র হত্যা মামলার বিচার শুরু, রুবেল ও ডাবলু সরকারকে ঢাকায় কারাগারে প্রেরণ
গত জুলাই (২০২৪) মাসে রাজশাহীতে গণঅভুত্থান চলাকালীন সময়ে দুই শিক্ষার্থী হত্যা মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার এবং যুবলীগ কর্মী জহিরুল ইসলাম রুবেলের বিচার আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর ধার্য তারিখে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গ্রেফতারের পর ডাবলু সরকারকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে বগুড়া কারাগারে এবং রুবেলকে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছিল। পরে ২২ সেপ্টেম্বর তাদের ঢাকায় পাঠানো হয়। 

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহীর সিনিয়র জেল সুপার শাহ আলম খান।

এদিকে, গত বছর জুলাই আন্দোলনে রাজশাহীতে সংঘটিত দুই হত্যা মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে। গত ২ সেপ্টেম্বর রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক ও হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ইব্রাহিম খলিল আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে নিহত দুই শিক্ষার্থী শিবির নেতা আলী রায়হান ও সাকিব আনজুম হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করেন।

রাজশাহীর এই দুই ছাত্র হত্যা মামলায় ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুবলীগ কর্মী জহিরুল ইসলাম রুবেলসহ মোট ২৪৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

রাজশাহী মেট্রোাপলিটন (আরএমপি) পুলিশের মুখপাত্র উপ-কমিশনার (ডিসি) গাজিউর রহমান জানিয়েছেন, রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া ৯টি মামলার অভিযোগপত্র ইতোমধ্যে আদালতে দাখিল করা হয়েছে। এর মধ্যে জুলাই আন্দোলনে নিহত দুই শিক্ষার্থী আলী রায়হান ও সাকিব আনজুম হত্যা মামলার অভিযোগপত্রও অন্তর্ভুক্ত।

উল্লেখ্য, রাজশাহী কলেজের শিক্ষার্থী আলী রায়হান হত্যা মামলায় ১২৭ জন এবং সাকিব আনজুম হত্যা মামলার চার্জশিটে ১১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার ও যুবলীগ কর্মী রুবেল রয়েছেন। এছাড়াও আলী রায়হান হত্যা মামলার এজাহারের বাইরে তদন্তে প্রাপ্ত ৩২ জন এবং সাকিব আনজুম হত্যা মামলায় এজাহারনামীয় ৫ জনসহ মোট ২৮ জন বর্তমানে কারাগারে আছেন।

অভিযুক্তদের মধ্যে সম্প্রতি ডাবলু সরকার, রুবেল ও বাপ্পি চৌধুরী রনিসহ মোট ৫ জনকে মানবতাবিরোধী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ আসে। রনি চৌধুরী জামিনে বেরিয়ে পলাতক থাকায় শুধুমাত্র ডাবলু সরকার ও রুবেলকে ঢাকায় পাঠানো হয়েছে।

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আলী আশরাফ মাসুম জানান, শিক্ষার্থী আলী রায়হান ও সাকিব আনজুম হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুবলীগ কর্মী জহিরুল ইসলাম রুবেল এবং আওয়ামী লীগ কর্মী বাপ্পি চৌধুরী রনিকে আন্তর্জাতিক মানবতাবিরোধী ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশনা এসেছিল। তবে সাবেক মেয়র লিটন ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন এবং বাপ্পি রনি গ্রেফতারের পর জামিন নিয়ে গা ঢাকা দিয়েছেন। তবে, গ্রেফতারকৃত ডাবলু সরকার ও রুবেলকে ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।

মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, গত ২৩ সেপ্টেম্বর ছাত্র হত্যায় অভিযুক্ত আসামি ডাবলু সরকার ও জহিরুল ইসলাম রুবেলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে এবং পরবর্তী ধার্য তারিখে তাদের আবারও হাজির করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
চাঁপাই-রাজশাহী-নাটোর থেকে আবারও দূরপাল্লার বাস চলাচল বন্ধ

চাঁপাই-রাজশাহী-নাটোর থেকে আবারও দূরপাল্লার বাস চলাচল বন্ধ