ঢাকা , শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ১১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জেরে নারীকে গলা কেটে হত্যা লাদাখে কারফিউ জারি করল নয়াদিল্লি চাঁপাই-রাজশাহী-নাটোর থেকে আবারও দূরপাল্লার বাস চলাচল বন্ধ চাঁপাইনবাবগঞ্জে চলছে প্রতিমা তৈরীর শেষ মুহূর্তের কাজ জুলাই অভ্যুত্থানের ৬৫টি হত্যাসহ ১১৩ মামলার তদন্ত করছে সিআইডি থানায় পুলিশের সাহায্য চাইতে গিয়ে ধর্ষনের শিকার এক মহিলা! বিশ্বজুড়ে কর্মরত মার্কিন জেনারেল-অ্যাডমিরালদের হঠাৎ তলব জুমার দিন পরিষ্কার-পরিচ্ছন্নতার ‍গুরুত্ব ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় সম্পর্ক উত্তেজনাপূর্ণ: ড. ইউনূস সুনামগঞ্জে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী গ্রেফতার বগুড়ায় ট্রাক-সিএনজির সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩ ফাইনালে উঠে হুঙ্কার ছুড়লেন পাকিস্তান অধিনায়ক ফরিদপুরের কুমার নদে ডুবে দাদি ও দুই নাতির মৃত্যু রংপুরে বালুবোঝাই ট্রাকের পিকআপ ভ্যানে ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩ আল্লাহর সঙ্গে ভালোবাসা ও সম্পর্ক বৃদ্ধির ৫ আমল কাজের ফাঁকে চলুক টুকটাক খাওয়া, বাড়বে না ওজন প্রেমপর্ব পেরিয়ে বছরশেষে বিয়ের পিঁড়িতে শ্রদ্ধা কপূর! দিল্লির অভিযুক্ত ‘বাবা’ চৈতন্যানন্দের দশ কীর্তি ফাঁস! যে ভাবে হেনস্থা করতেন ছাত্রীদের জয়পুরহাটে প্রকাশ্যে মাদ্রাসা শিক্ষককে মারধর, দুই ভাইয়ের কারাদণ্ড

রাবিতে উপাচার্যের আশ্বাসে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শাটডাউন স্থগিত

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ১০:৩৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ১০:৩৫:০৪ অপরাহ্ন
রাবিতে উপাচার্যের আশ্বাসে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শাটডাউন স্থগিত রাবিতে উপাচার্যের আশ্বাসে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শাটডাউন স্থগিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। তবে, তাদের দাবি দ্রুত পূরণ না হলে আবারও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা। উপাচার্যের আশ্বাসের ভিত্তিতে এবং আসন্ন রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. আব্দুল আলিম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, দুপুরে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীবের আহ্বানে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জিয়া পরিষদ এবং ইউট্যাব রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতাদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব শিক্ষক নেতাদের আশ্বস্ত করেন, গত ২০ সেপ্টেম্বরের অনাকাঙ্খিত ঘটনায় দায়ীদের দ্রæততম সময়ে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। একইসাথে, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শিক্ষা-গবেষণার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। উপাচার্যের এই আশ্বাসের প্রতি আস্থা রেখে এবং আগামী ১৬ তারিখে অনুষ্ঠেয় রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে শিক্ষক ফোরাম আপাতত তাদের আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে। তবে, প্রফেসর ড. আব্দুল আলিম সতর্ক করে দিয়েছেন, যদি দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি পূরণ না হয়, তাহলে সাধারণ শিক্ষকদের নিয়ে পুনরায় কঠোর কর্মসূচি চালু করা হবে।

এর আগে, গতকাল বুধবার দুপুরে প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে কর্মকর্তা-কর্মচারীরাও তাদের শাটডাউন কর্মসূচি ৭ কার্যদিবসের জন্য স্থগিত করেছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব বলেন, সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান করা হচ্ছে। আশা করি আগামী ১৬ তারিখে রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
চাঁপাই-রাজশাহী-নাটোর থেকে আবারও দূরপাল্লার বাস চলাচল বন্ধ

চাঁপাই-রাজশাহী-নাটোর থেকে আবারও দূরপাল্লার বাস চলাচল বন্ধ