কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সাধারণ সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়েদুর রহমান শাহীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী।
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম উল হাসান অপুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বিএফইউজের দফতর সম্পাদক আবু বকর, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগরসহ স্থানীয় সাংবাদিক নের্তৃবৃন্দরা।
বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ বস্তুনিষ্ঠতা। তাই জনস্বার্থে, এমনকি নিজ স্বার্থেই সাংবাদিককে বস্তুনিষ্ঠ, নৈতিকতার চর্চা করতে হয়। বস্তুনিষ্ঠতায় ঘাটতি পড়লে সাংবাদিকতায় ও দেশে প্রতিবন্ধকতা আসে।
সাধারণ সভায় সাংবাদিক ইউনিয়নের সদস্যরা ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়েদুর রহমান শাহীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী।
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম উল হাসান অপুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বিএফইউজের দফতর সম্পাদক আবু বকর, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগরসহ স্থানীয় সাংবাদিক নের্তৃবৃন্দরা।
বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ বস্তুনিষ্ঠতা। তাই জনস্বার্থে, এমনকি নিজ স্বার্থেই সাংবাদিককে বস্তুনিষ্ঠ, নৈতিকতার চর্চা করতে হয়। বস্তুনিষ্ঠতায় ঘাটতি পড়লে সাংবাদিকতায় ও দেশে প্রতিবন্ধকতা আসে।
সাধারণ সভায় সাংবাদিক ইউনিয়নের সদস্যরা ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।