ঢাকা , বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ , ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পত্নীতলায় দেশি বীজ বিনিময় উৎসব অনুষ্ঠিত পুণ্ড্র ইউনিভার্সিটিতে সিএসই ফেস্ট-২০২৫ এর উদ্বোধন সলঙ্গায় ফেনসিডিলসহ ২ মাদক কারবারী গ্রেফতার ২৯ বছর পর র‍্যাবের জালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সালাম নোয়াখালীতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বৃদ্ধের মৃত্যু রুয়েট ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করলো প্রশাসন নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেসকোর দুই কর্মী গুরুতর আহত, আইসিইউ’তে -১, ঢাকায় হস্তান্তর-১ চারঘাটে বিজিবি'র অভিযানে ফেনসিডিল, গাঁজা ও নৌকা জব্দ তরুণদের নেতৃত্বে নতুন জাগরণ ঘটেছে, কানাডিয়ান পার্লামেন্টারি দলকে প্রধান উপদেষ্টা সিঙ্গাপুর থেকে আসবে ৫০ হাজার টন চাল রাণীনগরে ইটভাটা বন্ধের প্রতিবাদে মালিক-শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান টেস্টে জয়ের দ্বিতীয় শতক নভেম্বরের শেষেই দেশে ফিরতে পারেন তারেক রহমান: সালাহউদ্দিন পাকিস্তানে টিটিপির ৫ ‘জঙ্গী’কে হত্যা, জিম্মি শিক্ষার্থীদের অক্ষত উদ্ধার রানা প্লাজা ছিল আ.লীগের তৈরি ট্র্যাজেডি: প্রেস সচিব ৫ ডাম্বেল এক্সারসাইজেই মালাইকা ধরে রেখেছেন টোনড বডি শীতে সর্দি-কাশি থেকে বাঁচাতে পারে পোড়া আমলকির চাটনি! ৭৫ কোটি টাকার কর ফাঁকিতে সহায়তা, যে শাস্তি পেলেন এনবিআর কর্মকর্তা গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্টে আবারও ‘পেট্রলবোমা’ নিক্ষেপ ইসলামে আত্মীয়তার সম্পর্ক রক্ষার গুরুত্ব

কালো হয়ে যাওয়া পায়ের পাতা ঝকঝকে হবে ৩ উপায়ে

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৪:০৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৪:০৮:২২ অপরাহ্ন
কালো হয়ে যাওয়া পায়ের পাতা ঝকঝকে হবে ৩ উপায়ে ফাইল ফটো
দিনের শেষে মুখের যত্নে মন দিলেও ব্রাত্য থাকে পা-ই। লম্বা সময় ধরে পর পর কয়েক দিন রোদে ঘুরলে সাধারণত দেখা যায়, জুতোর যে অংশটি ঢাকা, সেই স্থান বাদে বাকি জায়গায় কালো ছোপ পড়েছে। তা যদি না হয়, সে জন্য প্রতি দিনই পায়ের যত্ন নেওয়া জরুরি। তা ছাড়া দিনের শেষে সবচেয়ে বেশি ধুলোবালি তো পায়েই লাগে।

কী ভাবে পায়ের যত্ন নেবেন?

১। দীর্ঘ ক্ষণ হাঁটাহাটি হলে প্রথমেই বাড়িতে এসে পা জল গিয়ে রগড়ে ধুয়ে নিন। এবার একটি ছোট গামলায় হালকা গরম জলে দিন এপসম সল্ট। পা ডুবিয়ে ১০ মিনিট বসে রাখলেই হাঁটার ক্লান্তি কমবে। শরীরে আরাম হবে।

২। জলে গুলে নিন গায়ে মাখার তরল সাবান। সাবান জলে পা ডুবিয়ে ঝামা বা পিউমিক স্টোন দিয়ে পা ঘষে নিন। এতে মৃত কোষ, ময়লা পরিষ্কার হবে।

পায়ের ট্যান উঠবে কী ভাবে?

কফি: টক দইয়ের সঙ্গে কফির গুঁড়ো মিশিয়ে নিন। মিশ্রণটি পা পরিষ্কার করার পর মাখুন। পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত মিশ্রণটি দিয়ে মিনিট পাঁচেক মাসাজ করে ১৫ মিনিট রেখে দিন। ঈষদুষ্ণ জলে পা ধুয়ে ময়েশ্চারাইজার মেখে ফেলুন।

টম্যাটো: সান ট্যান বা সান বার্ন অর্থাৎ রোদের তাপে কালচে হয়ে যাওয়া ত্বকে জেল্লা ফেরাতে টম্যাটো ভীষণ কাজের। এতে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট, যা ত্বকের জন্য ভাল। রয়েছে নানা রকম ভিটামিন এবং খনিজ। তা ছাড়া, টম্যাটোর রস কিছুটা অ্যাসিড জাতীয়। টম্যাটো আধখানা করে কেটে, শাঁসের অংশটি পায়ে ঘষে মিনিট দশেক রেখে ধুয়ে নিন।

হলুদ-বেসন: মুখ হোক বা পা— ত্বকের ঔজ্জ্বল্য ফেরাতে হলুদ এবং বেসন দারুণ কার্যকর। ২ টেবিল চামচ বেসনের সঙ্গে ১ টেবিল চামচ হলুদ এবং ১ টেবিল চামচ টকদই বা ৩ টেবিল চামচ দুধ মিশিয়ে প্যাক বানান। পায়ে লাগিয়ে মাসাজ করে ১০ মিনিট রেখে ধুয়ে নিন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েট ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করলো প্রশাসন

রুয়েট ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করলো প্রশাসন