ঢাকা , শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ , ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকার গন্ধে রক্তাক্ত পদ্মার কাশফুল, নেপথ্যে কাকন বাহিনীর শত কোটি টাকার খর বাণিজ্য রাজশাহীতে সর্দি-জ্বরে আক্রান্ত রোগীদের বেশিরভাগই শিশু, হাসপাতালে ভিড় ধারণা করা হচ্ছে, অনৈতিক বিরোধের জেরেই বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা পুণ্ড্র বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ এর ১০১তম সভা অনুষ্ঠিত বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে ধানের শীষে ভোট চাইলেন লালু তানোরে চোরাপথে সার এনে বেশী দামে বিক্রির অভিযোগ রাজশাহীতে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে গণঅধিকার পরিষদের রাজপথে অবস্থান রাজশাহী বিভাগের ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ এক নারী মাদক কারবারি পলাতক শরিফুল ইসলাম জনি রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফেনীতে ৩৮০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক সেবা নিন ঘরে বসে, সুস্থ থাকুন নিবিষেশে সেনাপ্রধানের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জনের আহ্বান রাজশাহীতে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী গুরুতর আহত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু মহানগরীতে ইয়াবা ট্যাবলেটসহ রিমেল ইসলাম গ্রেফতার জুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাষ্ট্রপতির সই জিমে ৭টি ভুল থেকে সাবধান! ‘পুরুষদের ঋতুস্রাব হোক’ মন্তব্য করে বিতর্কে রশ্মিকা! বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২০তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

৫টি খাবার কখনওই চাপে রান্না করা উচিত নয়!

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৯:২৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৯:২৬:১২ অপরাহ্ন
৫টি খাবার কখনওই চাপে রান্না করা উচিত নয়! ফাইল ফটো
প্রেশার কুকারে রান্না মানেই কম জ্বালানি খরচ, কম সময় খরচ। কিন্তু সব খাবার প্রেশার কুকারে রান্নার উপযুক্ত নয়। কিছু খাবার এতে রান্না করলে স্বাদ নষ্ট হয়ে যেতে পারে, এমনকি স্বাস্থ্যের ক্ষতিও হতে পারে। সময় বাঁচাতে গিয়ে যদি খাবারের গুণমান ও স্বাদ নষ্ট হয়, তা হলে লাভের বদলে ক্ষতিই হবে। নির্দিষ্ট কয়েকটি খাবার প্রেশার কুকারে রান্না করলে সেগুলি অতিরিক্ত সেদ্ধ হয়ে যায়। তাতে গঠনও যেমন নষ্ট হয়, ক্ষতিকারক রাসায়নিকও উৎপাদিত হতে পারে। রইল তেমনই পাঁচটি খাবারের নাম।

১. চাল- চাল প্রেশার কুকারে রান্না করলে তার মধ্যে থাকা স্টার্চ অনেক বেশি মাত্রায় বেরিয়ে আসে। এর ফলে আক্রিলামাইড নামক একটি ক্ষতিকর রাসায়নিক গঠিত হতে পারে, যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বলে মনে করা হয়।

২. আলু- আলুতে বেশি পরিমাণে স্টার্চ থাকে। প্রেশার কুকারে রান্না করলে এই স্টার্চ অতিরিক্ত পরিমাণে বেরিয়ে যায়। ফলে আলু নরম হয়ে গলে যেতে পারে। তাতে আলুর স্বাদ ও গঠন, দুই-ই নষ্ট হয়।

৩. পাস্তা- প্রেশার কুকারে পাস্তা রান্না করলে একেবারে গলে গিয়ে লেগে যেতে পারে পাত্রে। তার মূল কারণ, পাস্তা দ্রুত সেদ্ধ হয়ে যায় এবং এতে থাকা স্টার্চ সহজেই ছড়িয়ে পড়ে।

৪. ক্রিম বা দুগ্ধজাত পণ্য- যে সব খাবারে উপকরণ হিসেবে দুধ, ক্রিম বা পনির থাকে, সেগুলি প্রেশার কুকারে রাঁধলে দুধ কেটে গিয়ে দলা পেকে যেতে পারে। এতে খাবারের স্বাদ যেমন খারাপ হয়, তেমনই দেখতেও খারাপ লাগে।

৫. মাছ- মাছের গঠন খুবই নরম ও পাতলা। প্রেশার কুকারের উচ্চ তাপে মাছ রাঁধলে টুকরোগুলি ভেঙে যেতে পারে বা শুকিয়ে যেতে পারে, ফলে এর স্বাদ নষ্ট হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ধারণা করা হচ্ছে, অনৈতিক বিরোধের জেরেই বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

ধারণা করা হচ্ছে, অনৈতিক বিরোধের জেরেই বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা