ঢাকা , শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবার ও সমাজের প্রত্যাশা পূরণে নিজেকে প্রস্তুত করতে হবে, পুলিশ কমিশনার নগরীতে ১২ লাখ টাকার হেরোইনসহ ডিবির জালে মাদক কারবারী সাবিনা সিংড়ায় বিএনপির গ্রীন সিগন্যালে সবচেয়ে বেশি খুশি আওয়ামীলীগ, দাউদার মাহমুদ গোদাগাড়ীতে তারেকের বিক্ষোভ নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া ? হেফাজতে আসামির বক্তব্যে ঝড়, তলব আরএমপি কমিশনার থানা থেকে লুট হওয়া অস্ত্র এখন অপরাধীদের হাতিয়ার, নির্বাচন ঘিরে বিশেষ অভিযানে পুলিশ-র‍্যাব রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ: জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণভোটের দাবি পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর লিঙ্গ কেটে দিল স্ত্রী, আটক রত্না ক্যারিয়ারের শুরুতে কুপ্রস্তাব, জনপ্রিয় মারাঠি অভিনেত্রীর ভয়ঙ্কর অভিজ্ঞতা সীতাকুণ্ডে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৭ স্বামীর দেওয়া বিষে ৭ মাসের লড়াই শেষে মারা গেলেন আসমানি ​৭ই নভেম্বর ও ২৪’র চেতনা বাস্তবায়নে বিএনপি সরকার গঠন করবে- মামুন নগরীতে বিচারকের ছেলে খুন: পরকীয়া প্রেমিকের আকুতি আমি যদি পরকীয়া করি, ওনিও পরকীয়া করেছে... উনারেও সাজা হওয়া উচিৎ খসখসে রুক্ষ ত্বকের যাতনা থেকে মুক্তি পেতে ঘরেই বানিয়ে নিন ৩টি ক্রিম নারীর প্রতি সহিংসতা ও শারীরিক নিপীড়নের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন নারীদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করা ভুল: সেনাপ্রধান হত্যার পর ২৬ টুকরা, যে কারণে খুন হন আশরাফুল ভোটে এগিয়ে মিথিলা, ইতিহাসের পথে বাংলাদেশ ঘুমানোর আগে যে দোয়া পড়লে ইমানি মৃত্যু লাভ হয় সিরাজগঞ্জে জমে উঠেছে ‘মানুষ বিক্রির হাট’

সিংড়ায় ৮বছর ধরে নিজ হাতে প্রতিমা তৈরী করে পূজার আয়োজন করছেন কলেজ শির্ক্ষাথী রাজকুমার

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০২:৩২:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০২:৩২:২৯ অপরাহ্ন
সিংড়ায় ৮বছর ধরে নিজ হাতে প্রতিমা তৈরী করে পূজার আয়োজন করছেন কলেজ শির্ক্ষাথী রাজকুমার সিংড়ায় ৮বছর ধরে নিজ হাতে প্রতিমা তৈরী করে পূজার আয়োজন করছেন কলেজ শির্ক্ষাথী রাজকুমার
সিংড়ায় ৮বছর ধরে নিজ হাতে প্রতিমা তৈরী করে পূজার আয়োজন করছেন কলেজ শির্ক্ষাথী রাজকুমার মন্ত্র বলে  দূর্গাপূজা করে আসছেন রাজকুমার সাহা নামে দূর্গা ভক্ত এক তরুণ কলেজ শিক্ষার্থী। দূর্গা ভক্ত কলেজ শিক্ষার্থী রাজকুমার সাহা নাটোরের সিংড়া পৌরসভা রনিংগইনঘুন পাড়ার মানিক কুমার সাহার ছেলে। সবেমাত্র ডিপ্লোমা পড়াশোনা শেষ করেছেন তিনি। 

টানা ৮ বছর ধরে নিজের হাতে তৈরী প্রতিমায় পূজার আয়োজন করায় স্থানীয় সনাতন ধর্মের সাধারণ মানুষের কাছে বেশ সারা ফেলেছে রাজকুমার। তার নিপূণ হাতের ছোঁয়ায় মৃম্ময়ী প্রতিমা ধীরে ধীরে দেবী রূপ ধারণ করে।  

রাজকুমার সাহার মা রিক্তা রানী সাহা জানান, আমার একটাই ছেলে। ছোট বেলা থেকে দূর্গা ভক্ত। খেলারস্থলে হঠাৎ করেই তখন স্কুল পড়ুয়া ছেলে  ২০১৭ সালে প্রথম  দুর্গা প্রতিমা তৈরী করে সবাইকে চমকে দেয়। সে বছরই আমরা প্রথম ঘরোয়া পরিবেশে দুর্গাপুজা শুরু করি।  পরের বছর থেকে পাড়া প্রতিবেশীরাও আমার ছেলের মন্ডপে এসে পূজা করা শুরু করেন। সবমিলিয়ে প্রতিবছর  ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ হয়। সরকারী অনুদান পাই ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা। বাকি টাকা আমরাই বহন করি।

স্থানীয় বাসিন্দা স্কুল শিক্ষক রনি সাহা জানান,  বয়সে তরুণ হলেও পেশাদার মৃৎ শিল্পের মত কাজ করে রাজকুমার। প্রতি বছর নিজের হাতে বাঁশের কাঠামো তৈরি করে, মাটি সংগ্রহ করে, এক এক করে নির্মাণ করে দুর্গা, কার্তিক, গনেশ, মহিসাসুর, লক্ষ্মী ও স্বরস্বতীর প্রতিমা। রং তুলির কাজটিও নিজের হাতে করে সে। কোন ডাইস বা খর্মা ছাড়াই নিজ হাতে প্রতিমাগুলোর মুখমন্ডল তৈরি করেছে, যা অভাবনীয়।

প্রতিমার সৌন্দর্য দেখে যে কেউ বলবে, পেশাদার কোনও মৃৎ শিল্পীর কাজ। আমরাও এখানে পূজায় অংশ গ্রহণ করি।

সরেজমিনে নিংগইনঘুন পাড়া হরি বাড়ি গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে পূজামন্ডপে পূজা কর্মে ব্যস্ত সময় পার করছেন রাজকুমার। 

রাজকুমার জানান, খুব ছোট বেলা থেকে ইচ্ছে ছিল আমি নিজ হাতে দেবী দুর্গা মাকে বানাবো এবং নিজেই মন্ত্র বলে পূজা করবো।  সৃষ্টিকর্তার কৃপায় ও সকলের আশির্বাদে আজ আমি তা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। 

সিংড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার সরকার বলেন, উপজেলায় এ বছর ৮৫টি পূজা মন্ডপের আয়োজন করা হয়েছে। এরমধ্যে নিংগইনঘুন পাড়া হরি বাড়ি মন্দিরের পূজামন্ডপ একটি। যা তরুণ যুবক দুর্গা ভক্ত রাজকুমার সাহার নিজ হাতে নির্মাণ করা প্রতিমা। বেশ কয়েকবছর ধরেই রাজকুমার তার পারিবারিক উদ্যোগে এ পূজার আয়োজন করে আসছে। আমি তার মঙ্গল কামনা করছি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরিবার ও সমাজের প্রত্যাশা পূরণে নিজেকে প্রস্তুত করতে হবে, পুলিশ কমিশনার

পরিবার ও সমাজের প্রত্যাশা পূরণে নিজেকে প্রস্তুত করতে হবে, পুলিশ কমিশনার