সাজগোজোর সঙ্গে কোনও রকম আপস নয়। মেকআপও হতে হবে নিখুঁত! তবে বৃষ্টিতে মেকআপ নষ্ট যাওয়ার ভয় রয়েছে? বৃষ্টির চিন্তা না করেই জমিয়ে মেকআপ করুন। কিছু টোটকা মেনে মেকআপ করলেই বিগড়ে যাবে না আপনার সাজ!
১) মেকআপ শুরু করার মিনিট পাঁচেক আগে গোলাপ জল দিয়ে মুখ ভাল করে পরিষ্কার করে নিন।
২) এ বার একটি বড় পাত্রে বরফ জল নিয়ে তোয়ালে ভিজিয়ে ভাল করে চিপে নিয়ে মুখের উপর মিনিট দুয়েক রাখুন। এই প্রক্রিয়াটি করলে আপনার ত্বকের উন্মুক্ত রন্ধ্রগুলি বন্ধ হয়ে যায়। ফলে ত্বকে ঘাম ও তেলের নিঃসরণ কম হয়।
৩) আপনি যদি চান, মেকআপ জলে না ঘেঁটে যাক, তা হলে সাধারণ ময়েশ্চারাইজারের পরিবর্তে জেল ময়েশ্চারাইজার ব্যবহার করুন। তার পরে ব্যবহার করুন প্রাইমার। আর কনসিলার দিয়ে মুখের কালচে অংশগুলিকে ঢেকে দিন।
৪) এ বার ত্বকের রঙের সঙ্গে মানানসই ফাউন্ডেশন ব্যবহার করুন। ঠান্ডা জলে মেক আপ স্পঞ্জ ডুবিয়ে সেই স্পঞ্জ দিয়ে সারা মুখে ফাউন্ডেশন ভাল ভাবে লাগিয়ে দিন। আবার সেটিং পাউডার দিয়ে ভাল করে ফাউন্ডেশনটি সেট করুন। সেটিং স্প্রে ব্যবহার করে আবার স্পঞ্জ দিয়ে ভাল করে বেস মেকআপটি লক করুন।
৫) নিজের পোশাকের সঙ্গে মানানসই আই মেকআপ করুন। ওয়াটার প্রুফ মাস্কারা ব্যবহার করুন। কাজলের ক্ষেত্রেও ওয়াটার প্রুফ কাজল ব্যবহার করুন। আর একান্তই না থাকলে, জেল কাজল ব্যবহার করে তার উপর কালো আইশ্যাডো ব্যবহার করুন। তা হলে আর কাজল ঘেঁটে যাওয়ার ভয় থাকবে না। ঠোঁটের মেকআপের সময়েও সতর্ক থাকতে হবে। এ ক্ষেত্রে গ্লসি লিপস্টিক নয়, ম্যাট লিপস্টিক লাগাতে পারেন।
১) মেকআপ শুরু করার মিনিট পাঁচেক আগে গোলাপ জল দিয়ে মুখ ভাল করে পরিষ্কার করে নিন।
২) এ বার একটি বড় পাত্রে বরফ জল নিয়ে তোয়ালে ভিজিয়ে ভাল করে চিপে নিয়ে মুখের উপর মিনিট দুয়েক রাখুন। এই প্রক্রিয়াটি করলে আপনার ত্বকের উন্মুক্ত রন্ধ্রগুলি বন্ধ হয়ে যায়। ফলে ত্বকে ঘাম ও তেলের নিঃসরণ কম হয়।
৩) আপনি যদি চান, মেকআপ জলে না ঘেঁটে যাক, তা হলে সাধারণ ময়েশ্চারাইজারের পরিবর্তে জেল ময়েশ্চারাইজার ব্যবহার করুন। তার পরে ব্যবহার করুন প্রাইমার। আর কনসিলার দিয়ে মুখের কালচে অংশগুলিকে ঢেকে দিন।
৪) এ বার ত্বকের রঙের সঙ্গে মানানসই ফাউন্ডেশন ব্যবহার করুন। ঠান্ডা জলে মেক আপ স্পঞ্জ ডুবিয়ে সেই স্পঞ্জ দিয়ে সারা মুখে ফাউন্ডেশন ভাল ভাবে লাগিয়ে দিন। আবার সেটিং পাউডার দিয়ে ভাল করে ফাউন্ডেশনটি সেট করুন। সেটিং স্প্রে ব্যবহার করে আবার স্পঞ্জ দিয়ে ভাল করে বেস মেকআপটি লক করুন।
৫) নিজের পোশাকের সঙ্গে মানানসই আই মেকআপ করুন। ওয়াটার প্রুফ মাস্কারা ব্যবহার করুন। কাজলের ক্ষেত্রেও ওয়াটার প্রুফ কাজল ব্যবহার করুন। আর একান্তই না থাকলে, জেল কাজল ব্যবহার করে তার উপর কালো আইশ্যাডো ব্যবহার করুন। তা হলে আর কাজল ঘেঁটে যাওয়ার ভয় থাকবে না। ঠোঁটের মেকআপের সময়েও সতর্ক থাকতে হবে। এ ক্ষেত্রে গ্লসি লিপস্টিক নয়, ম্যাট লিপস্টিক লাগাতে পারেন।