ঢাকা , শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাকের চাপায় কলেজছাত্র নিহত: রাজশাহীর চৌদ্দপাইয়ে বিক্ষুব্ধ জনতার ট্রাকে আগুন মোহনপুরে ঘাসিগ্রাম ইউনিয়নে বিএনপি’র উঠান বৈঠক এনায়েতবাজারে আকাশ ঘোষ হত্যা: প্রধান অভিযুক্ত সানিসহ তিনজনকে র‌্যাবের গ্রেফতার সিংড়ায় শীতের আগমনে ভীড় বাড়ছে লেপ তোষকের দোকানে একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে, মির্জা ফখরুল পরিবার ও সমাজের প্রত্যাশা পূরণে নিজেকে প্রস্তুত করতে হবে, পুলিশ কমিশনার নগরীতে ১২ লাখ টাকার হেরোইনসহ ডিবির জালে মাদক কারবারী সাবিনা সিংড়ায় বিএনপির গ্রীন সিগন্যালে সবচেয়ে বেশি খুশি আওয়ামীলীগ, দাউদার মাহমুদ গোদাগাড়ীতে তারেকের বিক্ষোভ নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া ? হেফাজতে আসামির বক্তব্যে ঝড়, তলব আরএমপি কমিশনার থানা থেকে লুট হওয়া অস্ত্র এখন অপরাধীদের হাতিয়ার, নির্বাচন ঘিরে বিশেষ অভিযানে পুলিশ-র‍্যাব রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ: জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণভোটের দাবি পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর লিঙ্গ কেটে দিল স্ত্রী, আটক রত্না ক্যারিয়ারের শুরুতে কুপ্রস্তাব, জনপ্রিয় মারাঠি অভিনেত্রীর ভয়ঙ্কর অভিজ্ঞতা সীতাকুণ্ডে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৭ স্বামীর দেওয়া বিষে ৭ মাসের লড়াই শেষে মারা গেলেন আসমানি ​৭ই নভেম্বর ও ২৪’র চেতনা বাস্তবায়নে বিএনপি সরকার গঠন করবে- মামুন নগরীতে বিচারকের ছেলে খুন: পরকীয়া প্রেমিকের আকুতি আমি যদি পরকীয়া করি, ওনিও পরকীয়া করেছে... উনারেও সাজা হওয়া উচিৎ খসখসে রুক্ষ ত্বকের যাতনা থেকে মুক্তি পেতে ঘরেই বানিয়ে নিন ৩টি ক্রিম নারীর প্রতি সহিংসতা ও শারীরিক নিপীড়নের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

ফুলবাড়ীতে ধর্মীয় আহবে কুমারী পূজা অনুষ্ঠিত মায়ের আসনে বসেছিল নায়না রায় স্নেহা

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০৩:৫৫:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০৩:৫৫:৪৯ অপরাহ্ন
ফুলবাড়ীতে ধর্মীয় আহবে কুমারী পূজা অনুষ্ঠিত মায়ের আসনে বসেছিল নায়না রায় স্নেহা ফুলবাড়ীতে ধর্মীয় আহবে কুমারী পূজা অনুষ্ঠিত মায়ের আসনে বসেছিল নায়না রায় স্নেহা
মহাষ্টমী মানেই কুমারী পূজা। দিনাজপুরের ফুলবাড়ীতে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে বর্ণিল ধর্মীয় আবহে, আনন্দ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় ফুলবাড়ী রামকৃষ্ণ সেবাশ্রমে পুরোহিত সঞ্জীব কুমার চক্রবর্তী সফলভাবে কুমারী পূজা সম্পন্ন করেন। এ সময় ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণ।

কুমারী পূজায় মায়ের আসনে বসানো হয়েছিল স্থায়ীয় ফুলবাড়ী গ্রীন্ডল্যান্ড মডেল স্কুলের নার্সারী শ্রেণির শিক্ষার্থী নায়না রায় স্নেহা। ছয় বছর বয়সী স্নেহা ‘উমা’ নামে পূজিত হয়েছে। স্নেহা ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের বারাইপাড়া জুঝারপুর দাসপাড়া গ্রামের ধনীরাম রায় ও মিনতি রানী রায়ের কন্যা।

জানা যায়, সকালে দুর্গাদেবীর মহাষ্টমী বিহিত পূজা প্রশস্তা ও ব্রতোপবাস অনুষ্ঠিত হয়। চণ্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্ন্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করা হয়। পূজা শেষে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা। মহাষ্টমীতে কুমারী বালিকা নায়না রায় স্নেহা এর মধ্যে শুদ্ধ নারীর রূপ চিন্তা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা।

কুমারী পূজায় পুরোহিত সঞ্জিব কুমার চক্রবর্তী উপস্থিত পূজার্থীদের উদ্দেশ্যে বলেন, কুমারী আদ্যাশক্তি মহামায়ার প্রতীক। দুর্গার আরেক নাম কুমারী। মূলত নারীকে যথাযথ মর্যাদায় অধিষ্ঠিত করতে কুমারী পূজা করা হয়। মাটির প্রতিমায় যে দেবীর পূজা করা হয় তারই বাস্তব রুপ কুমারী পূজা। কুমারীতে সমগ্র জাতির শ্রেষ্ঠ শক্তি, পবিত্রতা, সৃজনী ও পালনী শক্তিসহ সব কল্যাণী শক্তি সূক্ষ্মরূপে বিরাজিত। কুমারী প্রতীকে জগৎ জননীর পূজায় পরম সৌভাগ্য লাভ হয়। এ রূপ কুমারী সমগ্র জগতের বাক্যস্বরূপা, বিদ্যাস্বরূপ। তিনি এক হাতে অভয় ও অন্যহাতে বর দেন।’

উল্লেখ্য, মহাঅষ্টমীর দিন মানবকল্যাণের জন্য ১ থেকে ১৬ বছরের কুমারী কন্যাকে মনোনীত করা হয়। বয়সভেদে নাম হয় ভিন্ন। এক বছর বয়সে সন্ধ্যা, দুইয়ে সরস্বতী, তিনে ত্রিধামূর্তি, চারে কালিকা, পাঁচে সুভগা, ছয়ে উমা, সাতে মালিনী, আটে কব্জিকা, নয়ে অপরাজিতা, দশে কালসন্ধর্ভা, এগারোয়া রুদ্রানী, বারোয় ভৈরবী, তেরোয় মহালক্ষ্মী, চৌদ্দয় পীঠনায়িকা, পনোরয় ক্ষেত্রজ্ঞা এবং ষোল বছরে অম্বিকা বলা হয়। সে অনুযায়ী নায়না রায় স্নেহা উমা রুপে পূজিত হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরিবার ও সমাজের প্রত্যাশা পূরণে নিজেকে প্রস্তুত করতে হবে, পুলিশ কমিশনার

পরিবার ও সমাজের প্রত্যাশা পূরণে নিজেকে প্রস্তুত করতে হবে, পুলিশ কমিশনার