রাজশাহী মহানগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
মঙ্গলবার সকালে মহানগরীর সাহেব বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে ‘সুইটমিট (মিষ্টি)’ পণ্যের অনুক‚লে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ এবং ‘ফার্মেন্টেড মিল্ক (দই) ও ঘি’ পণ্যের গুণগত মানসনদ নবায়ন ছাড়াই উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় এবং পণ্যের প্যাকেট বা মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণেরতারিখসহ আনুষঙ্গিক তথ্য সম্বলিত কোনো লেবেল না থাকায় সাহেব বাজার আরডিএ মার্কেট সংলগ্ন নিতাই মিষ্টি ঘর নামক প্রতিষ্ঠানটিকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বোরহান উদ্দিন অন্তর এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী বিভাগীয় বিএসটিআই অফিসের সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
নিউজটি আপডেট করেছেন : Admin News
মহানগরীর সাহেবাজারে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
- আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০৫:২৬:৩০ অপরাহ্ন
- আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০৫:২৬:৩০ অপরাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ