ঢাকা , মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ , ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বরগুনা-৩ (আমতলী-তালতলী) আসনের সাবেক সংসদ সদস্য মতিয়ার রহমান তালুকদার আর নেই সিংড়ার হাট বাজারে চড়া দামেই কিনতে হচ্ছে শীতকালীন সবজি মাধুরীর সঙ্গে ঘনিষ্ঠ চুম্বনদৃশ্য! শৈশবে ছিল মুগ্ধতা, অভিনেত্রীর ‘প্রেমিকা’ হয়ে কেমন অনুভূতি হুমার? ‘২৩ বছরের ছেলের মা হয়ে জিভ বার করে নাচ!’ কটাক্ষের মুখে পড়ে কী বললেন মলাইকা? ‘অল্প বয়সে অতিরিক্ত পাকা’, কটাক্ষে বিদ্ধ অনন্যা গুহ, কম বয়সে বিয়ে নিয়ে প্রশ্ন উঠতে সটান জবাব অভিনেত্রীর চীনা যুবক ভোলায় প্রেমের টানে থানায় ককটেল হামলা, ৩ পুলিশ সদস্য আহত রাতে গ্রামীণ ব্যাংক শাখায় দুর্বৃত্তদের আগুন ১৮ ডিসেম্বর মেহজাবীনের জবাব দাখিলের নির্দেশ আদালতের মিথিলাকে টেনে নামালে আমরা কেউই ওপরে উঠি না: মাহি শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী হতে পারে? ৬৭৮ কোটি টাকা মানিলন্ডারিং, দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে মামলা বিএনপি ও জামায়াতের সঙ্গে ইসির সংলাপ বুধবার সাড়ে ১৫ মাসে সরকারের সাফল্য জানালেন প্রেস সচিব মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা, ভাঙচুর অভিনয়ের দ্যুতি ও সাম্প্রতিক আলোচনায় কাজল পুণ্ড্র ইউনিভার্সিটিতে ইংরেজী বিভাগের গবেষণা সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫ বছরের পলাতক হত্যা ও ডাকাতি মামলার আসামি গ্রেফতার সীতাকুণ্ডে হত্যা মামলার পলাতক আসামি আবু তাহের গ্রেফতার

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স! নিহত অন্তত ৬৯

  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৩:৫১:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৩:৫১:৪৭ অপরাহ্ন
জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স! নিহত অন্তত ৬৯ ছবি- সংগৃহীত
দক্ষিণ-পূর্ব এশিয়ার ফিলিপিন্সে জোরালো ভূমিকম্পে মৃত্যু হল অন্তত ৬৯ জনের। মঙ্গলবার রাতে ভূমকম্পে কেঁপে ওঠে মধ্য ফিলিপিন্সের বিস্তীর্ণ অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৯। ভূমিকম্পে আহত হয়েছেন শতাধিক মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবু প্রদেশের বোগো এবং পার্শ্ববর্তী ছোট শহরগুলি। শুধুমাত্র বোগো শহরেই অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। ধসে পড়েছে একের পর এক বা়ড়ি, নাইটক্লাব এবং অন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান। ওই ধ্বংসস্তূপের নীচেও অনেকে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার সকালেও ধ্বংসস্তূপের নীচ থেকে জীবিতদের খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল। পুলিশের পাশাপাশি উদ্ধার অভিযানে নেমেছে সেনা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও। উদ্ধারকাজের জন্য স্নিফার ডগের সাহায্য নেওয়া হচ্ছে। সংবাদ সংস্থা এপি স্থানীয় প্রশাসনকে উদ্ধৃত করে জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিছু রাস্তা এবং সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার অভিযানে সমস্যা হচ্ছে। পাশাপাশি ঘন ঘন বৃষ্টির কারণে জীবিতদের খুঁজে বের করার কাজকে আরও কঠিন করে তুলছে।

সমুদ্র উপকূলীয় শহর বোগোয় প্রায় ৯০ হাজার মানুষের বাস। মঙ্গলবার রাতে যে ভূমিকম্পটি হয়েছে, তার উৎসস্থল ছিল বোগো থেকে প্রায় ১৯ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি হয়েছে। এর জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবু প্রদেশের অন্যতম বড় এই শহরটি।

ফিলিপি‌ন্সের অসামরিক সুরক্ষা দফতরের উপপ্রশাসক বার্নার্ডো রাফায়েলিতো আলেজ়ান্দ্রো বুধবার সকালে বলেন, “আমরা এখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছি। এখনও অনেক লোক ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছেন বলে খবর পাওয়া যাচ্ছে।” বোগো শহরের দুর্যোগ মোকাবিলা দফতরের আধিকারিক রেক্স ইগট জানান, পাহাড়ি গ্রামগুলিতে ধস নেমে এবং বোল্ডার পড়ে বেশ কিছু ঝুপড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানেও উদ্ধারকাজ চালানো হচ্ছে। মেডেলিন এবং স্যান রেমিগিও শহরের বাইরেও বেশ কয়েক জনের মৃত্যুর খবর মিলেছে।

স্থানীয় প্রশাসনের অনেকের বক্তব্য, রাতে যে সময়ে ভূমিকম্প হয়েছিল, তখন অনেকেই ঘুমিয়ে পড়েছিলেন। ফলে তাঁদের অনেকেই বাড়ি থেকে বেরিয়ে নিরাপদ আশ্রয়ে পালানোর সুযোগ পাননি। সংবাদ সংস্থা এপি জানাচ্ছে, এটি ছিল গত এক দশকে মধ্য ফিলিপিন্সে সবচেয়ে জোরালো ভূমিকম্পগুলির মধ্যে অন্যতম। ভূমিকম্পের পর পরই ফিলিপিন্সের ভূকম্পন জরিপ সংস্থা সুনামির সতর্কতা জারি করেছিল। প্রায় এক মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে প়ড়তে পারে বলেও সতর্ক করা হয়েছিল। তবে এমন কোনও পরিস্থিতি তৈরি না হওয়ায় ভূমিকম্পের প্রায় তিন ঘণ্টা পরে সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ধানমন্ডি ৩২ গুঁড়িয়ে দেওয়ার ডাক দিয়ে তোপের মুখে রাকসু জিএস আম্মার

ধানমন্ডি ৩২ গুঁড়িয়ে দেওয়ার ডাক দিয়ে তোপের মুখে রাকসু জিএস আম্মার