ঢাকা , মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ , ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বরগুনা-৩ (আমতলী-তালতলী) আসনের সাবেক সংসদ সদস্য মতিয়ার রহমান তালুকদার আর নেই সিংড়ার হাট বাজারে চড়া দামেই কিনতে হচ্ছে শীতকালীন সবজি মাধুরীর সঙ্গে ঘনিষ্ঠ চুম্বনদৃশ্য! শৈশবে ছিল মুগ্ধতা, অভিনেত্রীর ‘প্রেমিকা’ হয়ে কেমন অনুভূতি হুমার? ‘২৩ বছরের ছেলের মা হয়ে জিভ বার করে নাচ!’ কটাক্ষের মুখে পড়ে কী বললেন মলাইকা? ‘অল্প বয়সে অতিরিক্ত পাকা’, কটাক্ষে বিদ্ধ অনন্যা গুহ, কম বয়সে বিয়ে নিয়ে প্রশ্ন উঠতে সটান জবাব অভিনেত্রীর চীনা যুবক ভোলায় প্রেমের টানে থানায় ককটেল হামলা, ৩ পুলিশ সদস্য আহত রাতে গ্রামীণ ব্যাংক শাখায় দুর্বৃত্তদের আগুন ১৮ ডিসেম্বর মেহজাবীনের জবাব দাখিলের নির্দেশ আদালতের মিথিলাকে টেনে নামালে আমরা কেউই ওপরে উঠি না: মাহি শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী হতে পারে? ৬৭৮ কোটি টাকা মানিলন্ডারিং, দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে মামলা বিএনপি ও জামায়াতের সঙ্গে ইসির সংলাপ বুধবার সাড়ে ১৫ মাসে সরকারের সাফল্য জানালেন প্রেস সচিব মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা, ভাঙচুর অভিনয়ের দ্যুতি ও সাম্প্রতিক আলোচনায় কাজল পুণ্ড্র ইউনিভার্সিটিতে ইংরেজী বিভাগের গবেষণা সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫ বছরের পলাতক হত্যা ও ডাকাতি মামলার আসামি গ্রেফতার সীতাকুণ্ডে হত্যা মামলার পলাতক আসামি আবু তাহের গ্রেফতার

‘স্তনদুগ্ধ পাম্প করে যেতাম’, দীপিকার আট ঘণ্টার কাজের দাবি নিয়ে মুখ খুললেন রানি

  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৭:২৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৭:২৭:০২ অপরাহ্ন
‘স্তনদুগ্ধ পাম্প করে যেতাম’, দীপিকার আট ঘণ্টার কাজের দাবি নিয়ে মুখ খুললেন রানি ছবি- সংগৃহীত
আট ঘণ্টার বেশি কাজ করতে চান না দীপিকা পাড়ুকোন। এই শর্তের জন্য পর পর কাজ হাতছাড়া হচ্ছে তাঁর। এই প্রসঙ্গে এ বার মুখ খুললেন রানি মুখোপাধ্যায়। অভিনেত্রী মনে করে বললেন, কন্যা আদিরার ১৪ মাস বয়সে তিনি কী ভাবে কাজ চালিয়ে গিয়েছিলেন।

সন্তানকে জন্ম দেওয়ার পর থেকে নিজের কাজের সময়সীমার উপর রাশ টানতে চেয়েছেন দীপিকা। সেই কারণে বাদ পড়েছেন কয়েকটি ছবি থেকে। রানি জানান, তিনি মা হওয়ার পরে কী ভাবে কাজে সময়ে দিয়েছিলেন। অভিনেত্রী বলেছেন, “আমি যখন ‘হিচকি’ ছবির শুটিং করছি, তখন আদিরার বয়স মাত্র ১৪ মাস। তখনও ও স্তন্যপান করত। তাই স্তনদুগ্ধ পাম্প করে রেখে আমি সকালে বেরিয়ে যেতাম। শহরের একটি কলেজে শুটিং চলছিল।”

সন্তানের চাহিদা অনুযায়ী রানির শুটিং-এর সময় ঠিক করা হত। তিনি বলেছেন, “জুহুতে আমার বাড়ি থেকে সেই শুটিং সেটে পৌঁছতে দুই ঘণ্টা লাগত। সকাল সাড়ে ছ’টায় প্রথমে বাড়ি থেকে বেরোতাম। শুটিং শুরু হত আটটা নাগাদ। শুটিং শেষ হত দুপুর সাড়ে বারোটা থেকে একটার মধ্যে। তার পরে দুপুর তিনটের মধ্যে শুটিং সেরে আমি বাড়ি ফিরে আসতাম। এই ভাবে ওই ছবির কাজ করেছিলাম।”

প্রযোজক ও অভিনেতা দুই পক্ষের বোঝাপড়ায় এই ভাবে কাজ করা সম্ভব বলে মনে করেন রানি। অভিনেত্রীর কথায়, “আমি নিজেই এমন ছবিতে কাজ করেছি, যেখানে আমি মাত্র কয়েক ঘণ্টার শুটিং করেছিলাম। পুরোটাই প্রযোজকের সঙ্গে কথা বলে করা হয়েছিল। প্রযোজক রাজি হয়ে গেলে, কোনও সমস্যাই নেই। আর প্রযোজক রাজি না হলে, ছবিটা করার দরকার নেই। নিজের কাছেই দুটো রাস্তা থাকে। কেউ তো কাউকে জোর করছে না।”

সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ ছবি থেকে বাদ পড়েন দীপিকা। অভিনেত্রী শর্ত দিয়েছিলেন, আট ঘণ্টার বেশি তিনি শুটিং করবেন না। সেই সঙ্গে পারিশ্রমিক লাগবে ২০ কোটি টাকা। এই শর্তের জন্য বাদ পড়তে হয় তাঁকে। দীপিকার সিদ্ধান্ত ঠিক না কি ভুল, তা নিয়ে চলেছে দীর্ঘ তরজা। কিছু দিন আগে ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েল থেকেও বাদ পড়েছেন তিনি। প্রযোজনা সংস্থার তরফে বলা হয়েছিল, “‘কল্কি ২৮৯৮ এডি’-র মতো ছবি তৈরি করতে দায়বদ্ধতার প্রয়োজন হয়। দীপিকার ভবিষ্যতের জন্য আমাদের শুভকামনা রইল।” পাশাপাশি শোনা যাচ্ছে, দীপিকা নাকি তাঁর গোটা সহযোগী দলকেও পাঁচতারা হোটেলে রাখার আর্জি রেখেছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ধানমন্ডি ৩২ গুঁড়িয়ে দেওয়ার ডাক দিয়ে তোপের মুখে রাকসু জিএস আম্মার

ধানমন্ডি ৩২ গুঁড়িয়ে দেওয়ার ডাক দিয়ে তোপের মুখে রাকসু জিএস আম্মার