ঢাকা , মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ , ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসব রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে বাগমারায় নারী সমাবেশ অনুষ্ঠিত রাণীনগরে রেলের উঁচু-নিচু রাস্তায় ঘটছে দুর্ঘটনা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় জিম্মি, শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা’র অভিযোগে ভুক্তভোগী’র সংবাদ সম্মেলন! ট্রাভেল এজেন্সি আইনের বিতর্কিত ধারা সংশোধনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন লালপুরের দিয়ার বাহাদুরপুর ও ঈশ্বরর্দীর সাড়াঘাটে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ রাকাব-এর (ডিজিএম) আবুল কালামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তে নেমেছে দুদক স্ত্রীর পিঁড়ির আঘাতে স্বামীর মৃত্যু আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শর্টগান কিনছে সরকার দেড় বছরে এত সাফল্য কোনো সরকার করতে পারেনি: প্রেস সচিব গণভোটের ব্যালটে কী ধরনের প্রশ্ন থাকবে, তার খসড়া প্রকাশ সব্জি কাটার কাঠের বোর্ডটি পরিষ্কার করার সময় ৫ জিনিস ভুলেও ব্যবহার করবেন না রান্নার একটি ভুলেই ঝুঁকি বাড়ছে ক্যানসারের! লিথুয়ানিয়াকে ৪-০ গোলে হারিয়েছে ডাচরা রাখাইনে আরাকান আর্মির হামলায় ৩০ জান্তা সেনা নিহত অক্টোবরে সড়কে ঝরেছে ৪২৩ প্রাণ: বিআরটিএ রাজধানীতে মাসে গড়ে ২০টি হত্যাকাণ্ড: ডিএমপি রাজশাহী মহানগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ইব্রাহিম গ্রেফতার নগরীতে পুলিশের অভিযানে আটক ২৪ আবুধাবি টি–টেনের প্রথম দিনেই মাঠে নামছেন তাসকিন

অভাবের তাড়নায় নবজাতক বিক্রির অভিযোগে হাসপাতাল মালিকের কারাদণ্ড, নার্স গ্রেপ্তার

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৬:১৩:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৬:১৩:২৯ অপরাহ্ন
অভাবের তাড়নায় নবজাতক বিক্রির অভিযোগে হাসপাতাল মালিকের কারাদণ্ড, নার্স গ্রেপ্তার অভাবের তাড়নায় নবজাতক বিক্রির অভিযোগে হাসপাতাল মালিকের কারাদণ্ড, নার্স গ্রেপ্তার
ঝিনাইদহের মহেশপুরে দেনার দায়ে সদ্যপ্রসূত ছেলে সন্তানকে দত্তক দিতে বাধ্য হওয়া মা সুমাইয়া খাতুনের ঘটনায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ অক্টোবর) দুপুরে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের নেতৃত্বে পিয়ারলেস প্রাইভেট হাসপাতালে এই অভিযান চালানো হয়। অভিযানে হাসপাতালের কাগজপত্রে ত্রুটি এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে হাসপাতাল মালিক সেলিম রেজা বাবুকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে শিশু বিক্রিতে সহযোগিতা করার অভিযোগে নার্স ইসমোতারাকে আটক করেছে পুলিশ।

গত মঙ্গলবার দুপুরে মহেশপুর উপজেলার নেপার মোড়ের পিয়ারলেস প্রাইভেট হাসপাতালেই এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মা সুমাইয়া খাতুন মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের আনছার মোড়ের মৃত আলামিনের স্ত্রী।

সুমাইয়ার পরিবারের সদস্যরা জানান, সুমাইয়া খাতুনের স্বামী আলামীন ৪ মাসের গর্ভবতী থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। স্বামীর মৃত্যুর পর সুমাইয়ার জীবনে চরম সংকট নেমে আসে। স্বামী বা পিতার বাড়িতে কোথাও তাঁর ঠাঁই মেলেনি। অবশেষে তিনি বৃদ্ধা নানির বাড়িতে আশ্রয় নেন।

মঙ্গলবার দুপুরে প্রসব বেদনা উঠলে এক প্রতিবেশীর মাধ্যমে সুমাইয়াকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয় এবং সিজার অপারেশনের মাধ্যমে তিনি এক ছেলে সন্তানের জন্ম দেন। কিন্তু ক্লিনিকের বিল পরিশোধ এবং ভবিষ্যতের অনিশ্চয়তার কারণে সুমাইয়া সদ্যপ্রসূত সন্তানকে দত্তক দিতে বাধ্য হন। বিনিময়ে হাসপাতালের বিল পরিশোধ এবং নগদ ৬৫ হাজার টাকা পান তিনি। নার্স ইসমোতারা এই প্রক্রিয়ায় সহযোগিতা করেন বলে অভিযোগ উঠেছে।

নবজাতকের মা সুমাইয়া খাতুন গণমাধ্যমকে জানান, "স্বামীর মৃত্যুর পর গর্ভাবস্থায় কোথাও ঠাঁই পাইনি। গর্ভবতী অবস্থায় লোকের কাছে ধারদেনা করে চলেছি। ক্লিনিকের খরচ, সন্তান মানুষ করা আমার পক্ষে সম্ভব না। সেই কারণে নবজাতক সন্তানকে দত্তক দিতে বাধ্য হয়েছি।" তিনি আরও বলেন, "যারা দত্তক নিয়েছে তাদের আমি চিনি না, শুধু শুনেছি তাদের বাড়ি কুমিল্লায়।

পিয়ারলেস প্রাইভেট হাসপাতালের মালিক সেলিম রেজা বাবু গণমাধ্যমকে জানান, "সিজারের পর রোগীর দেখাশোনা ছাড়া আমার করার কিছু নেই। রোগী যদি কারও সাথে আপস করে সন্তান দিয়ে দেয় সেটার জন্য আমি দায়ী নই।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার গণমাধ্যমকে জানান, ক্লিনিকের কাগজপত্রে ত্রুটি ও হাসপাতালের পরিবেশ ভালো না থাকায় পিয়ারলেস প্রাইভেট হাসপাতালের মালিক সেলিমকে ৬ মাসের কারাদণ্ড এবং শিশু বিক্রির সহযোগিতাকারী নার্সকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।"

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ট্রাভেল এজেন্সি আইনের বিতর্কিত ধারা সংশোধনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

ট্রাভেল এজেন্সি আইনের বিতর্কিত ধারা সংশোধনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন