ঢাকা , মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ , ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিনয়ের দ্যুতি ও সাম্প্রতিক আলোচনায় কাজল পুণ্ড্র ইউনিভার্সিটিতে ইংরেজী বিভাগের গবেষণা সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫ বছরের পলাতক হত্যা ও ডাকাতি মামলার আসামি গ্রেফতার সীতাকুণ্ডে হত্যা মামলার পলাতক আসামি আবু তাহের গ্রেফতার নাইটি পরে স্বস্তিকার ছবি! অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে নারীর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু ‘যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত’, ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারি যেদিন গ্রেপ্তার, সেদিন থেকে সাজা কার্যকর: অ্যাটর্নি জেনারেল তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা হাসিনার মৃত্যুদণ্ড একটি মাইলফলক রায়: সালাহউদ্দিন আহমদ সমাজমাধ্যমের নেশা দাম্পত্য জীবন নষ্ট করছে পেটের স্বাস্থ্য ভাল রাখতে ডায়েটে যেসব খাবার থাকা জরুরি বিবাহিত অবস্থায় অন্যের সঙ্গে শারীরিক সম্পর্কে সায় টুইঙ্কলের এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন: প্রধান উপদেষ্টা ধানমন্ডি ৩২ গুঁড়িয়ে দেওয়ার ডাক দিয়ে তোপের মুখে রাকসু জিএস আম্মার শেখ হাসিনার রায়ে জনতার উল্লাস তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা 'শেখ হাসিনার ফাঁসির আদেশ দেয়ার মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে': আইন উপদেষ্টা আদালত ও জাতির কাছে ক্ষমা চাইলেন সাবেক আইজিপি মামুন

অন্যের স্বামী কখনোই আপনার প্রেমিক নয়

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৭:৪৮:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৭:৪৮:৪০ অপরাহ্ন
অন্যের স্বামী কখনোই আপনার প্রেমিক নয় অন্যের স্বামী কখনোই আপনার প্রেমিক নয়
অন্যের স্বামী কখনোই আপনার প্রেমিক নয়। এই কথাগুলো সেই সব নারীর জন্য, যারা নিজের সংসার, স্বামী-সন্তান থাকা সত্ত্বেও অন্যের স্বামীকে ভালোবেসে ফেলেছেন। মনে রাখবেন, কারো স্বামী কখনোই আপনার প্রেমিক হতে পারে না। যতই সে আপনাকে হাজারটা স্বপ্ন দেখাক, যতই মিষ্টি প্রতিশ্রুতি দিক, দিনশেষে তার হাতটা থাকবে তার স্ত্রীর হাতেই। সমাজের চোখে ভালো মানুষ হিসেবে থাকতে গিয়েই একদিন সে আপনাকেই দোষারোপ করবে। বলবে,আপনিই তাকে টেনেছেন, আপনিই তাকে প্রলুব্ধ করেছেন। অথচ আপনার হৃদয় ভেবেছিল সে সব ছেড়ে আপনার কাছে আসবে।

সে যত প্রতিশ্রুতিই দিক না কেন, শেষ পর্যন্ত সে সেই প্রতিশ্রুতিই রাখবে যা সে বিয়ের দিন স্ত্রীর সামনে দাঁড়িয়ে দিয়েছিল। আপনি? আপনার জীবনে আসবে কিছু লুকোনো ফোনকল, চুপিসারে দু’চারবার দেখা করা আর কিছু মুহূর্ত যা কখনো দিনের আলোতে আসতে পারবে না। উৎসবের আনন্দ, পারিবারিক ছবি, সামাজিক স্বীকৃতি, সবই থাকবে তার স্ত্রীর দখলে। আর আপনার ভাগে পড়বে অজানা শূন্যতা, অবহেলার কষ্ট আর একরাশ অপেক্ষা।

তবু মনে হতে পারে, আরেকবার কথা বলা দরকার, হয়তো সে সত্যিই পাল্টে যাবে। কিন্তু নিজেকে প্রস্তুত রাখুন। কারণ যে কোনো দিন সে হঠাৎ করেই আপনাকে জীবনের সবকিছু থেকে কেটে দিতে পারে, ব্লক করে চলে যেতে পারে, শুধু নিজের ইমেজ বাঁচানোর জন্য। তখন যেন আপনার পৃথিবী ভেঙে না পড়ে।

তাকে আপনি ভালোবাসতেই পারেন, সেটা আপনার অনুভূতি। কিন্তু এই বাস্তবতাটা ভুলে যাবেন না, যে সম্পর্কের ভিত দাঁড়িয়ে আছে আরেকজন নারীর চোখের জলে, সেখানে সুখ টেকসই হয় না। ভালোবাসার নামে আত্মপ্রবঞ্চনা করে বাঁচা মানেই নিজের হৃদয়কে ধ্বংস করা।

সত্যিকারের ভালোবাসা আসে আলোতে, গোপনে নয়। যে ভালোবাসা আপনাকে মাথা উঁচু করে সমাজের সামনে দাঁড়াতে দেয়, সেটাই টেকসই সম্পর্ক। তাই নিজেকে ছোট করবেন না, অন্যের ভাঙা আঙিনায় সুখ খুঁজবেন না। আপনার সম্মান, আপনার মানসিক শান্তি, এগুলোই সবচেয়ে মূল্যবান।
(ফেসবুক থেকে পাওয়া)

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
ধানমন্ডি ৩২ গুঁড়িয়ে দেওয়ার ডাক দিয়ে তোপের মুখে রাকসু জিএস আম্মার

ধানমন্ডি ৩২ গুঁড়িয়ে দেওয়ার ডাক দিয়ে তোপের মুখে রাকসু জিএস আম্মার