মাদারীপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত ও অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (৩ অক্টোবর) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম ইয়াসমিন নিলা (৩০)। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রুনসি গ্রামের মো. আবুল বাসারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে ঢাকাগামী চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইয়াসমিন নিলা মারা যান ও অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, বেপরোয়া গতির কারণে চালক বাসের নিয়ন্ত্রণ হারান। পরে রেকার দিয়ে ক্ষতিগ্রস্ত বাসটি থানায় আনা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (৩ অক্টোবর) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম ইয়াসমিন নিলা (৩০)। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রুনসি গ্রামের মো. আবুল বাসারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে ঢাকাগামী চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইয়াসমিন নিলা মারা যান ও অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, বেপরোয়া গতির কারণে চালক বাসের নিয়ন্ত্রণ হারান। পরে রেকার দিয়ে ক্ষতিগ্রস্ত বাসটি থানায় আনা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।