ভোরের ওই শিশিরে
- মোহাম্মদ সোহরাব হোসেন
কেটে যায় মোর দিন-রাত
আধাঁর এক কুটিরে
ভেসে উঠে তোমার মুখ
ভোরের ওই শিশিরে।
সুখী হতে চাই আমি
সুখ মেলেনা ধরাতে,
কোন্ জীবনে পাবোযে সুখ?
সুখ দেখিনা কপালে-
কত জনকে দেখলাম আমি
সুখ সাগরে ভাসেরে,
সুখ পাখিটা আমার দুঃখে
দিবা-রাতি কাঁদেরে।
দুঃখে আমার জীবন গড়া
দুঃখ আমার সাথীরে
দুঃখ নিয়ে এই দুনিয়ায়
ছেড়ে একদিন যাবোরে ।
মোহাম্মদ সোহরাব হোসেন
নাঙ্গলকোট, কুমিল্লা।
নাঙ্গলকোট, কুমিল্লা।