পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ার উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এর সাথে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস(আইসিআরসি) ঢাকা ডেলিগেশনের ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন প্রজেক্ট ম্যানেজার সুভাষ সিনহার নেতৃত্বে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) এবং টিএমএসএস মেডিক্যাল কলেজের প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স লিম্ব সেন্টারের একটি প্রতিনিধি দল দেখা করে মতবিনিময় করেছেন।
২৬ মে সোমবার সকালে উপাচার্যের অফিসে সভাটি অনুষ্ঠিত হয়। দেশের উত্তরাঞ্চলে প্রতিবন্ধী পুনর্বাসন বিষয়ে সচেতনতা ও সেবা প্রদান বিস্তৃত ও সহজ করার লক্ষ্যে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ার পাবলিক হেলথ বিভাগের সাথে প্রতিষ্ঠানগুলো আগামীতে কী কী উদ্যোগ নিতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সিআরপি প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান সোহানুল নিয়াজ ইমরান ও সমন্বয়কারী মোঃ আমিন আহমেদ, টিএমএসএস মেডিক্যাল কলেজের প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স বিভাগের সেন্টার হেড মোহাম্মদ শফিক এবং টিএমএসএস হেলথ সেক্টরের গবেষণা ও উন্নয়ন সমন্বয়কারী মোঃ কাওসার বিন সিদ্দিক। সভায় আরও উপস্থিত ছিলেন পিইউবি’র ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম।
২৬ মে সোমবার সকালে উপাচার্যের অফিসে সভাটি অনুষ্ঠিত হয়। দেশের উত্তরাঞ্চলে প্রতিবন্ধী পুনর্বাসন বিষয়ে সচেতনতা ও সেবা প্রদান বিস্তৃত ও সহজ করার লক্ষ্যে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ার পাবলিক হেলথ বিভাগের সাথে প্রতিষ্ঠানগুলো আগামীতে কী কী উদ্যোগ নিতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সিআরপি প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান সোহানুল নিয়াজ ইমরান ও সমন্বয়কারী মোঃ আমিন আহমেদ, টিএমএসএস মেডিক্যাল কলেজের প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স বিভাগের সেন্টার হেড মোহাম্মদ শফিক এবং টিএমএসএস হেলথ সেক্টরের গবেষণা ও উন্নয়ন সমন্বয়কারী মোঃ কাওসার বিন সিদ্দিক। সভায় আরও উপস্থিত ছিলেন পিইউবি’র ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম।