ঢাকা , বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ , ২২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বহুল আলোচিত মহাসড়কে ডাকাতির ঘটনায় গ্রেফতার ২ চট্টগ্রামে ফুল মিয়া হত্যা: প্রধান আসামি মোবারক গ্রেপ্তার লক্ষ্মীপুরে অভাবের তাড়নায় স্ত্রীর ওড়না পেঁচিয়ে স্বামীর আত্মহত্যা আব্দুলপুর-রাজশাহী রেলপথ/রেললাইনে ফেলা পাথরের মধ্যে ইটের খোয়া কুষ্টিয়ায় ‘তরুণ প্রজন্মের সফলতার গল্প’ শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত তানোরে ভূল চিকিৎসায় নবজাতকের মৃত্যু থানায় অভিযোগ রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশান আরটিজেএ রাজশাহীতে হিমাগারে আটকে রেখে তরুণীকে নির্যাতনের অভিযোগে আ’লীগ নেতার ছেলে অবরুদ্ধ টাইফয়েডের টিকা নিতে চাইলে টিকার মান নিশ্চিত হবে না, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত বাড়ির দু’টি গাছের পাতা দিয়ে তৈরি করে নিন উপকারী হেয়ার মাস্ক পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে স্বৈরাচার-গণহত্যাকারী, থাকছে রাতের ভোটের কথাও যশোরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু আরও কমলো এলপি গ্যাসের দাম বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ কোনটি আনডোরা চোট পেয়েছেন এমবাপ্পে, দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদের কোচ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনবিহীন আইসক্রিম উৎপাদনকারীকে জরিমানা রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনবিহীন আইসক্রিম উৎপাদনকারীকে জরিমানা রক্তে প্লেটলেটের মাত্রা বাড়াতে পাতে থাকুক এই ৩টি ফল গুরুদাসপুরে প্রবীণ দিবস পালনে র‌্যালী আলোচনা সভা

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশান আরটিজেএ

  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০৮:৩১:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ০৮:৩১:৪৪ অপরাহ্ন
রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশান আরটিজেএ রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশান আরটিজেএ
চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলা: জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মানববন্ধন

গেলো চার আক্টোরব চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলার শিকার হয়েছে এখন টিভির ব্যুরো প্রধান, ও বিশেষ প্রতিবেদক হোসাইন জিয়াদ, ক্যামেরাপার্সন পারভেজসহ তিনজন।

পুলিশের সামনে হওয়া এমন ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশান আরটিজেএ। এর অংশ হিসেবে সোমবার সকাল সাড়ে ১০ টায় আরটিজেএ'র আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এতে আরটিজেএ'র সাথে সংহতি জানিয়ে এই মানববন্ধন কর্মসূচীতে একাত্মতা ঘোষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি রাবিসাস, রাজশাহী কলেজ রিপোর্টাস ইউনিটি, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবসহ বিশ্ববিদ্যালয় কেন্দ্রী ছাত্র সংসদ রাকসু নির্বাচনের একাধিক প্রার্থী। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীর সাথে সাংবাদিকরা অংশগ্রহন করেন।

এ সময় রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশান আরটিজেএ'র সদস্য স্টার নিউজের ব্যুরো প্রধান জিয়াউল গণি সেলিমের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পরিচালিত হয়। এতে আরটিজেএ'র সদস্য ও এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরো-ইনজার্চ চট্টগ্রামের এখন টিভির ব্যুরো প্রধানসহ তিনজন সাংবাদিকের ওপর হামলার বিস্তারিত জানিয়ে বক্তব্য রাখেন। পরে, সংগঠনটির পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সদস্য স.ম সাজু, আহসান হাবিব অপু, রাশেদ রিপন, কাজী শাহেদসহ উপস্থিত সাংবাদিকরা বক্তব্য রাখেন। এতে, বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান। পাশাপাশি বলেন, সাংবাদিকদের ওপর এমন বর্বরোচিত হামলা মেনে নেয়া হবেনা অনতি বিলম্বে এর সাথে জড়িতদের গ্রেফতার করার দাবি করেন তারা। নেতারা বলেন, স্বাধীন সংবাদমাধ্যমের কণ্ঠ রোধের অপচেষ্টা সফল হবে না। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ সময় এ কর্মসূচীতে সংহতি জানাতে এসে রাজশাহী বিশ্বিদ্যালয়ের সাংবাদিক সংগঠনের নেতারা মন্তব্য করেন, সংবাদকর্মীদের ওপর হামলা গণতন্ত্র ও মুক্তচিন্তার ওপর আঘাত। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আহত সাংবাদিকদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি। এমন আগাতে সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না।

পরে, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশান আরটিজেএ আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাবিদ অপু জানান, সাংবাদিকদের ওপর হামলা কেবল একজন মানুষের নয়, সমাজের বিবেকের ওপর আঘাত। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই । পাশাপাশি তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা দিতে সকলকে নিজ নিজ প্রাতিষ্ঠানিক দায়িত্বের জায়গা থেকে এগিয়ে আসতে হবে। শেষে আরটিজেএ আহ্বায়ক, মেহেদী হাসান শ্যামল এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনির অবহেলার অভিযোগ তুলেধরেন। এবং সাংবাদিকদের ওপর সংঘটিত হামলার তীব্র নিন্দা জানান তিনি। তিনি বলেন সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি তা না হলে চট্টগ্রামের সাংবাদিকদের সাথে নিয়ে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন।

প্রায় ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধন কর্মসূচী থেকে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশান আরটিজেএ'র নেতারা বলেন, সাংবাদিকদের হত্যা গুম খুন আর হামলার প্রতিবাদ অব্যাহত থাকবে তাদের কর্মসূচী। বস্তনিষ্ঠ সাংবাদিকতায় সংবাদ কর্মীদের পাশে থাকার এই কর্মসূচী অব্যাহত রাখবেন তারা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশান আরটিজেএ

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশান আরটিজেএ